পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

u Ng 6 * to | IEEEZETIREFo5:s * * =- ----- কারাকুলার স্নানাগার। তাহার মূল্য এত কমিয়া গিয়াছে যে, আমি শুধু রেলের টিকিট ক্রয় করা ছিল বলিয়াই সাহস করিয়া উক্ত করোনার পরিবর্তে লব্ধ অল্প-কিছু ইটালীয়ান লিরা পকেটে করিয়া ভেনিস, পাড়য়া, ভেরোনা ও বোলোনাতে সাত আট দিন কাটাইয়া রোমে গমন করিলাম। রোমে বন্ধু কালিদাস নাগের সহিত সাক্ষাৎ হইবার কথা ছিল এবং রোম হইতে লণ্ডনে টেলিগ্রাম বা পত্র পাঠাইয়া আমার ব্যাঙ্ক হইতে টাকা আনাইবারও স্ববিধ ছিল । স্বতরাং পকেটস্থ লিয়ার পুজি. পথে খরচ করিতে আমার দ্বিধা বোধ হয় নাই । কিন্তু রোমে পৌছিয়। যে-স্থলে বন্ধুবরের সহিত সাক্ষাং হুইবার কথা সে-স্থলে ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করিয়াও যখন র্তাহার দর্শন লাভ হইল না ( মাসখানেক পরে জানিয়াছিলাম তিনি আমার আগমনের দুইতিন দিন পূৰ্ব্বে রোম ত্যাগ করিয়াছিলেন ), তখন আমি বুঝিলাম যে, অতঃপর প্রবাসী – বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড লণ্ডনের ব্যাঙ্কে পত্র লিখিয়া রোমে কোনপ্রকারে টাক আসা পর্য্যন্ত জীবনযাত্র নির্বাহ করাই আমার একমাত্র, পন্থ । যে-কয়টি লির পকেটে ছিল তাহা দিয়া এক ইটালীয়ান পরিবারে একটা ঘর সাত দিনের জন্য ভাড়া লইলাম এবং বাড়ীর কৰ্ত্তার সহিত বন্দোবস্ত করিলাম যে, আমার খাবারের বিল তিনি সপ্তাহের শেষে করিবেন । ভাড়া দিয় পকেটে প্রায় দশ-পনেরো লিরা ( সে সময়ে প্রায় ২॥০) অবশিষ্ট রহিল। পাছে ব্যাঙ্কের টাকা যথাসময়ে না পাই সেই ভয়ে প্যারিসের এক বন্ধুকেও কিছু অর্থ আমায় অবিলম্বে পাঠাইবার জন্য লিখিলাম । লণ্ডন হইতে টাকা আসিতে প্রায় ১০ দিন ও প্যারিস হইতে ছয় দিন লাগিবে। এ কয়দিন উক্ত দশ-পনেরো লিরামাত্র সম্বল। এইরূপে অর্থহীন দশা প্রাপ্ত হওয়ায় আমার थि९ মর্শ্বর-মূৰ্ত্তি—রোম