পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাধিগাত্রে চিত্ৰ ( খৃঃ পূঃ ১৬০০ ) ১ - ০) । ইহাও সত্য যে, ঐ সময়ের বহুপূৰ্ব্ব কালে ও (খৃ: পূ: ৩০০০-৩৫০০, ঈজিপ্টের প্রথম রাজবংশের সময়) আলাদেশে প্রস্তুত কাচের দ্রব্যাদি মিশরে আমদানি হইত। মিশরের সমাট আখেনাটেনের (Akhenaten খৃঃ পূঃ ১৫ - ) সৃষ্টিত সীরিয়া ও বাবিলনের বিবাহসূত্রে ও অন্তরূপে সম্পর্ক ছিল এবং তিনি ও বিশেষ উৎসাহের সহিত নিজদেশে বহু কাচের কারখান। স্থাপন করেন । ইহা হইতে এইরূপ আহুমান হয় যে, মিশর বাবিলোনীয় বা অঙ্গ কোন প্রাচ্য স e্য গতির নিকট হইতে কাচশিল্প শিক্ষা করে । আসীরিয়া ও ব্যাবিলন এই অতি প্রাচীন ও মিশরের সমসাময়িক সভ্যদেশে নানশিল্পের বিকাশ মিশরের পর্বেই হইয়াছিল। কিন্তু দুঃখের বিষয়, এগনে। বিশুদ্ধ ক{চশিল্পের বিশেষ প্রাচীন নিদর্শন এখানে কিছু আবিষ্কৃত হয় নাই । কিন্তু ইহ। নিঃসন্দেহ যে সেরূপ নিদর্শন পরে আবিষ্কৃত হইবার সম্ভাবনা খুবই বেশী । ব্যাবিলনে রঙীন কাচ-প্রলেপের (coloured glaze) ব্যবহার অতি প্রাচীন সময় হইতেই ছিল, এবং এই বিষয়ে ব্যাবিলনীয় জাতি বিশেষ উৎকর্ষলাভ করিয়াছিল । কিন্তু ঐ দেশের প্রাচীন কাচের জিনিষের একটিমাত্র নিদর্শন এ পয্যন্ত পাওয়া গিয়াছে । সার হেনরী ল্যায়ার্ড ১৮৫০ খৃঃ নিমরুদ-নামক স্থানে একটি কাচের পাত্র আবিষ্কার করেন । ইহার গাত্রে কীলক লিপিতে ‘সাবৃগন’ (Sargon) এই নাম ও একটি সিংহমূৰ্ত্তি খোদিত আছে। নৃপতি সারগন পৃঃ পূঃ ৭২২ সালে আসীরিয়ায় অধিষ্ঠিত ছিলেন। সুতরা: এই পাত্রটি সেই সময়ের । * কেহ কেহ কীলক লিপির

  • Chambers's Ency. Vol, v, 242.

কাচ ‘/o ر تعميمى প্রাচীন মিশরের কাচ-শিল্পী। মিশরের বেলি হাসান নামক স্থানের צילכי রূপে দেখিয়৷ অম্লমান করেন যে এই সারগণ খৃঃ পূঃ ৩৮.০ সালের আকাদিয় সারগন । যদি তাহা সত্য হয়, তাহা হইলে এই পাত্রটি অতি প্রাচীন । সাহাই হউক এই পাত্রটি প্রাচীনতম নিৰ্ম্মল কাচ- নিৰ্ম্মিত দ্রব্যের নিদর্শন। এই পত্রটি নিরেট ঢালাই করিয়। পরে ভিতরের অংশ কাটিয়া বাহির করা হইয়াছে । সুমেরিয়া-আক্কাদিয় জাতি ব্যাবিলনের সভ্যতার ভিত্তি স্থাপন করেন । তাহদের সম্বন্ধে বিশেষ কিছুই এপনে জান| সায় নাই | প্রাচীন চীন চীনদেশের অতি প্রাচীন যুগের কাচের বিশেয নিদর্শন পাওয়া যায় ন । কিন্তু যেটুকু পাওয়া যায়, তাহ। মিশর ব। ফিনিসিয়ার কাচ অপেক্ষ নিকৃষ্ট নহে । প্রাচীন ফিনিসীয় কাচ-পত্ৰ (খৃঃ পূঃ ২০০-৩০০ বৎসর ) ফিনিসিয়ার কাচশিল্প পুরাকাল হইতে এখন পর্য্যন্ত এইজাতি কাচের আবিষ্কারক বলিয়। ইয়োরোপে খ্যাতি পাইয়া আসিতেছে।