১ম সংখ্যা ] [ শ্ৰী প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়— “প্রবাসী” ২৫ বৎসব পূর্ণ হওয়ার জন্মোৎসবে ঘে আমরা সকলেই অনিন্দিত হইব, ইহাতে সুন্দেহ কি ? “প্রবাসী’র সকল মতের সচিত যদিও একমত হইতে পারি না, তথাপি সৰ্ব্বপ্রকার স্বাধীনতার ঘে-বাণী প্রবাসী এত কাল বচন করিয়া আনিয়ছে, মূলতঃ তাহার সহিত আমার আfস্তরিক যোগ আছে । শিক্ষা সম্বন্ধীয় কিস্ব রাষ্ট্রনৈতিক ব্যাপারে মে-মতানৈক্য আছে, তা ৮। মূল লক্ষ্যের নিকট অতি অকিঞ্চিং কর । সেজন্য অপর সকল পত্রিক হঠতে “প্রবাসী’র মঙ্গল ও কল্যাণ কামন। পর অন্ততঃ আমার পক্ষে পূবষ্ট স্বাভাবিক । শ্ৰী প্রভাত চন্দ্র গঙ্গোপপ্যায় [ শ্ৰী প্রমথনাথ রায়চৌধুরী— সহস্র সঙ্গক্সের ব্যাকুল প্রার্থনা,—প্রবাসী দীপঙ্গাপী ঙ্গেীক ; আমি সেই সঙ্গে গল মিশিয়ে বলি,— এই শুভ দিনট যেন অনেক বার ঘুরে ঘুরে আসে। বিদেশী কোন কোন মাসিকের যেমন বয়সের গাছ-পাথর নাই, আমাদের এই গট স্বদেশীটির বেলা ও মেন তাই হয়। প্রবাসীর কথা উঠলেই তার মৌলিকাটিষ্ট আগে চোখে পড়ে। স:মি পাঠকপাঠিকার নিকট উপস্থিত করতে যাচ্ছি কেবল গুটি কয়েক বাছা বাচ্চ বিশেষত্ব— . ১ । নব ঘুগের পত্রের অগ্র-দীপবাই প্রবাসী । যদি কপন ও সাময়িক সহিত্যের ইতিহাস রচিত হয়, তবে মাসিক সাহিত্যে প্রবাসীর এই নবতন্ত্র-প্রতিষ্ঠা স্বর্ণক্ষরে লিপিত হবে । ২ । সে-কালে বঙ্গদর্শন যেমন নূতন নূতন লেখক আবিষ্কারে পঢ়ত দেপিয়েছিল, একালে প্রবাসা তেমনই কতকগুলি খাটি চিত্রকর খুঁজে বার করেছে । বঙ্গদর্শন কুঁচি লেখকের হাত পাকিয়ে দিত ; প্রবাসী চিত্রশিল্পের শিক্ষানবীশকে তুলি-খেলায় পাক খেলোয়াড় করে’ তুলেছে। এই দলাদলির দেশে সাহিত্য ও চিত্র-কলায় মিতালি শুধু যে সম্ভবপরই নয়, অত্যন্থ সংজও স্বাভাবিক, প্রবাসী প্রথম তা প্রমাণ করে। ৩ । সাহিত্য-সংসারে শ্লীলতা ও কলাকৌশল আশীৰ্ব্বাদ ও স্বস্তিবাচন o একান্নবৰ্ত্তী পরিবারের মত ঝগড় মিটিয়ে কেমন করে? পরস্পরের সহায় হ’তে পারে, প্রবাসী তাগাগোড়া রচন। নির্বাচনে কড়া নজর রেখে ত একেবারে প্রত্যক্ষ দেখিয়ে দিয়েছে। অথচ প্রবাসী আপাদমস্তক রূপ-ভজা । কায়মনোপ্রাণ যেন চিরসুন্দরের একটি জয়গান। তবে তাতে এতটুকু ছিদ্র নাই, যে বিকারের কলি প্রবেশ করে । ৪ । রাজনীতি ত’তে আরম্ভ ক’রে দেশবিদেশের নিত্যকার মৰ্ম্ম .م.م তjর ও কৰ্ম্মশক্তির বিবিধ বিকাশকে প্রবাসা চায় । যথাসময়ে ঠিক জায়গাটিতে দেশ একট। জোরে ঘ দিতে প্রবাসীর মত 1 - 15 /5|| রাখতে অথচ প্রবাসীর সেই আধাতে কাজের জাগে, বৃগ বাথ লাগে না । প্রবাসার পে{ঝi-পড়া ব্যক্তি নিয়ে নয়, বিষয় নিয়ে । আলোচনা ও সমালোচনায় প্রবাসীর গান্তরিকত, উদারভ। ও নির্ভীক তার গতি বড় সাহিত্য-বৈরাকে ও বশ করে’ গুস্তাদ বড় ন[ঠ । ミ*目を 不 (ኻሹሯo ! ৫ । এই সকালবাদ্ধক্য ও গল্পায়ুর আবহাওয়ায় প্রবাসীর স্থির যৌবনে দিন দিনই আরও চেকনা বাড়ছে। এজন্য দার্থী প্রবাসীর একনিষ্ঠার অদ্ভুত অমৃত-রসায়ন - এই গ্রীষ্মপ্রধান মুলকে ও পেটে পেটে প্রবাসীর উচ্চাঙ্গের তাদশটি ক্লান্ত হচ্ছে না ! .િ” .”ાન ૧૮ | રુઃ: ફં 5] ના । তাই বলে কলপ মেপে সে কচি৪ সাজে না । সে জী- , কাbl, তার ধাত কঁাচ । এদিকে তার অবিচ্ছিন্ন সঃপনার বনেদটি ঠিক সেন পকি ইস্পাতে গড় । শ্ৰী প্রমথনাথ রায়চৌধুরী
[ শ্ৰী প্রিয়ম্বদা দেবী-- আগামী চৈত্র-শেষে “প্রবাসী’র পচিশ বৎসর পূর্ণ এখন সে প্রাপ্তবয়স্ক, দিন দিন উন্নতির অগ্রসর হইতে থাকুক, এই প্রার্থনা করি । এই দীর্ঘ কাল প্রবাসী বঙ্গীয় পাঠকমণ্ডলীর জন্য নে আনন্দের আয়েজন করিয়া,ছ, সেই কারণে তাহাকে বিশেষভালে নববর্ষের শুভ ইচ্ছা ও স্বাগত জানাইতেছি । ‘প্রবাস তাহার বৈশিষ্ট্য রক্ষা করিয়া ভবিষ্যতের কাজ নিয়মিত করিবে জানি । তবু বলিতেছি ইষ্ঠার কষ্টিপাথরে চাই কর। হইবে । পথে