পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)సిe শোনা যায়। কিন্তু আসলে পূঃ ষোড়শ শতাব্দীতেই, বিদেশ (ফ্রান্স ও হলাণ্ড ) হইতে আনীত কারিগরের সাহায্যে, ইংলণ্ডে কাচশিল্পের প্রতিষ্ঠ উত্তমরূপে হয় । ফ্রান্সে কাচের ইতিহাস ও ইংলণ্ডের মধ্যে কেবল প্রভেদ এই যে, সেখানে কিছু আগে বিদেশীর কাছে কাৰ্য্য শিক্ষারম্ভ হয়, এবং এই বিদেশী সকল ইটালীয় ছিল । এখন কাচের দ্রব্যাদিতে প্যাতিবিশিষ্ট জাতি এই কয়টি (প্রত্যেক দ্রব্যের পর গুণানুসারে নাম লিপিত হইয়াছে)— কাচের বোতল । জৰ্ম্মানী, আমেরিকা, চেপো-স্লোভাকিয়, বেলজিয়ম ও জাপান। যন্ত্র দ্বারা বোতল নিৰ্ম্মাণ কায্যে আমেরিক (U. S.A.) সৰ্ব্ব প্রধান । জানাল, আলমারী ইত্যাদিতে ব্যবহার্য্য “সার্সি" কাচ (Sheet glass)। বেলজিয়ম, আমেরিকা, জৰ্ম্মনী । WBRi: *TS (Plate and Polished glass) জন্মানী, চেপে-স্লোভাকিয়া, আমেরিক । বীক্ষণ যন্ত্রাদিতে ব্যবহার্য্য কাচ optica glass) জৰ্ম্মানী, ফ্রান্স, আমেরিকা, ইংলণ্ড । কাচের পাত্ৰাদি । এই বিষয়ে কয়েকটি দেশের ভিন্নভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব আছে যথা – পোদিত ও কৰ্বিত কাচ (Cut and Engraved glass), চেপো-শ্লোভাকিয়া, জম্মনী, ভেনিস। অতি স্বক্ষ কারুকার্ধ্য এবং বিশেষ পাতলা কাচের কাজ । ভেনিস, ( ফ্রান্সে অতি অল্প ) । ভিন্ন বর্ণের স্তরযুক্ত কাচের উপর কারুকাৰ্য্য। ফ্রান্স, জন্মনীতে কিছু, আমেরিকায় অল্প । নানাবর্ণের কাচের “পুতি" বা গুলি এবং বর্ণযুক্ত কাচ* (Coloured raw glass) (Brot-cassifroi কাচের উপর মিনার (ename) কাজ করা “পুতি”— ভেনিস। কাচ পাত্রের উপর মিনার কাজ—জৰ্ম্মানী। তাপসহ (heat rasisting) কাচ—জৰ্ম্মানী, আমেরিকা। কাচের Ffgo IGF (Imitation pearls)—3rio | জগতে কাচের ব্যবসায়ী জাতির মধ্যে জৰ্ম্মানী, জাপান, ইংলণ্ড, বেলজিয়ম এবং চেপো-স্লোভাকিয়৷ এই কয়টি প্রধান। তন্মধ্যে জৰ্ম্মানী ও চেপো-স্লোভাকিয়৷ এই দুইটিই এখন ক্রমোন্নতি সাধন করিতেছে । সুতরাং যাহার কাচ প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড শিল্প শিক্ষা বা চর্চা করিতে চাহেন, তাহাদের পক্ষে ঐ দুই দেশই শিক্ষাক্ষেত্র হিসাবে শ্রেষ্ঠ । - কাচ বিষয়ক অনেক কিছুই ত লেখা হইল। এখন প্রশ্ন হইতে পারে যে কাচ পদার্থটি কি প্রকার ? অনেকে মনে করিতে পারেন, যে, এই প্রশ্নের উত্তর অনাবশ্যক, কেননা নিতান্ত অশিক্ষিত এবং অসভ্য বৰ্ব্বর ভিন্ন কাঁচ যে কি তাহা সকলেই জানে। জানালার সার্সি, ঔষধের শিশি, মুখ-দেখা আয়ন, জলের গেলাস, চক্ষের চশম, লন্ঠনের আবরণ বা চিমনি, পরণের চুড়ি, রোগশয্যার তাপমানযন্ত্র (thermometer), কালির দোয়াত, এ সকল তৈয়ারী হয় যে স্বনামধন্য কাচে, সেই কাচের আবার পরিচয় কি ? পরিচিত ব্রাহ্মণের যজ্ঞোপবীত নিম্প্রয়োজন । তবে কাচ কি প্রকার বস্তু তাহার বিশেষ আর কি বর্ণনা করা যায় ? কাচ একপ্রকার স্বচ্ছ, স্বভাবত মহণ, কঠিন, ভঙ্গুর, রাসায়নিক প্রক্রিয়া-বিহীন affootos (non-elastic), offbostotoi (crystallike), ঘন (solid) পদার্থ। ইহা প্রবল উত্তাপ বা আঘাত ভিন্ন সহজে নষ্ট হয় না। লৌহের মত মরিচ ধরা, পিতলের দ্যায় কলঙ্ক পড়া, কাঠের মত উই বা অন্য পোকায় (chemically inert ), ধরা, এই সকল “বালাই’ কাচের জিনিষে নাই । কাচের এই গুণ-বিবরণ এক হিসাবে ঠিক, অন্য হিসাবে বেঠিক। যথা –কাচের স্বচ্ছতা চিরস্থায়ী নহে, কেননা কালে স্বচ্ছ কাচও ধীরে অস্বচ্ছ হয়; কোনটা ২০২৫ বৎসরেই কোনওটা কয়েক শত বা সহস্ৰ বৎসরে । আবার অনেক প্রকার কাচ আছে যাহা প্রথম হইতেই অস্বচ্ছ, যথা টেবলল্যাম্পের দুগ্ধ বর্ণ (Milky white) বা উপরে নীল, নীচে শ্বেত বর্ণ “শেড * (shade) ! আবার কাচের কাঠিন্তেরও বিস্তর তারতম্য আছে। কোনটার, যথা “পলকাটা” শিশির কাচ, বা সহজেই আঁচড় পড়ে আবার অন্যতে—যথা নকল মণি—অতি কঠিন ইস্পাত অস্ত্রেও আঁচড় কাটিতে পারে না। এইরূপে বিভিন্ন প্রকার কাচে বিভিন্ন প্রকৃতির গুণাবলী পাওয়া যায়। কাচ স্থিতিস্থাপক নহে এবং ভঙ্গুরপ্রকৃতি ইহা সকলে একবাক্যে স্বীকার করিবেন। কিন্তু এক প্রকার কাচ আছে যাহা অল্প মাত্রায় স্থিতিস্থাপক এবং মোটেই ভঙ্গুর বলা চলে না ।