পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] >>气 ন্যায় দ্রব্যটি হাতে লইয়া ঘূর্ণায়মান তীক্ষ কোন ধাতু-শলাকা বা তীক্ষপার্শ্ব ক্ষুদ্র ধাতু- " চক্রের উপর চাপিয়া ধরেন এব সূক্ষ্ম বালুক বা এমেরি চুর্ণের সাহায্যে ঐ চক্রের বা শলাকা-কোণের দ্বারা কাচ-গাত্র ক্ষোদনাঙ্কিত করেন। পরে পালিশ করিয়া কাৰ্য্য শেষ করা হয় । দ্বিতীয় উপায়—কাচের গাত্র মোম ব! পিচ দ্বারা আবৃত করিয়া পরে তীক্ষ ধাতু-শলাকায় মোমের উপর চিত্র বা নক্সা অঙ্কিত করা হয়। অঙ্কিত স্থানের মোম উঠিয়া গিয়া কাচগাত্র অনাবৃত থাকে। পরে ফুয়োর HIMZ-FM ( IIydrofluoric acid ) fĘHİH vizitzRE অংশ ক্ষয় প্রাপ্ত হইয় ক্ষোদিত হয় । দ্রাবক-ক্ষোদিত কার্য্য, যন্ত্র-ক্ষোদিত কায্যের ন্যায় সুস্পষ্ট, উজ্জল এবং সমান হয় না । চল্লী মধ্যে বিভিন্নবর্ণস্তরযুক্ত কাচ এই প্রকার কার্য্যে শিল্পী চুল্পী মধ্যে ৪৫টিপাত্রে বিভিন্ন বর্ণের গলিত কাচ রাখেন। তন্মধ্যে একটিতে অস্বচ্ছ শ্বেত বর্ণের কাচ থাকে, শিল্পী ফুকনলের অগ্রদেশে প্রথমে অল্প অস্বচ্ছ কাচ সংগ্রহ করেন । পরে কোনও এক বর্ণের কাচ প্রথমে সংগৃহীত কাচের উপরই সংগ্রহ করেন,তাহার উপর পুনর্বার ভিন্ন বর্ণের কাচ, তাহার উপর অস্বচ্ছ কাচ, এইরূপে শিল্পী ফুকনলের অগ্রে ভিন্ন বর্ণের স্তরযুক্ত কাচের তাল নিৰ্ম্মাণ করেন। তৎপরে ফুকন শুদ্ধ ঐ কাচের তাল অগ্নিমধ্যে স্থাপন করিয়৷ নরম করিয়া যথাযথভাবে "ছাচে স্থাপন করিয়া ফুক দিয়া ঈপিাত দ্রব্য নিৰ্ম্মাণ করা হয় । দ্রব্যটির উপরিভাগ সংস্করণ, চাপ নিষ্কাশন ইত্যাদি হইয়। গেলে তাহার আকৃতি ঠিক্‌ হয়। ইহার পর ঐ দ্রব্য কৰ্ত্তনকারী বা ক্ষোদনকারীর হস্তে প্রদত্ত হয় । এই প্রকার দ্রব্যের গাত্রের যে কোন স্তর কাটিলেই নীচের স্তরের বর্ণ প্রকাশ পায় । সুতরাং শিল্পী চিত্রের যেখানে যেরূপ বর্ণ প্রয়োজন সেরূপ বর্ণের স্তর পর্য্যন্ত কাটিয় তাহ প্রকাশ করেন। সাধারণতঃ এই প্রকার ক্ষোদন ফুয়োর শ্ৰাবক দ্বারা করা হয়। アリ。 బత్మజ్లి • : : : ';్వత్థః কৰ্ত্তিত কাচ পাত্রের একটি মাছের ছবি কাটার ক্রমবিকাশ (various stages) ও প্রত্যেক ক্রমে ব্যবহৃত চক্রের ছবি কাচের উপর মিনার কাজ (enamelling) এবং কাচের উপর ভিন্ন বর্ণের কাচের প্রলেপ বা ধাতুপাত্রের ( পাতের ) প্রয়োগ দ্বারা কারুকার্য্য —এই প্রকার কার্য্যে কাচের দ্রব্য গাত্রে তৈল দ্বারা মিনার রং লাগাইয়া চিত্রাঙ্কন করা হয় । পরে অতি সন্তপণে দ্রব্যটি অগ্নিমধ্যে স্থাপন করিয়া ধীরে উত্তাপ দ্বারা উক্ত মিনা কাচের অঙ্গমধ্যে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। ভিন্ন বর্ণের কাচ বা ধাতুর পত্র বা সূত্রও এই ভাবে সংযোজন করা যায় । żfgRS #TCS3 #řáJ (stained glass) এই প্রকার কার্য্য সাধারণতঃ জানাল ইত্যাদি আলোক-পথে স্থিত কচে হয় । ইহার নিয়ম নিম্নে লিখিত হইল । প্রথমে অতি নিপুণ চিত্রকর সাধারণ উপায়ে নানাবর্ণে একটি চিত্রাঙ্কন করেন । তিনি যতদূর সম্ভব চিত্রের সকল অংশেই শুদ্ধবর্ণ ( pure tints ) ব্যবহার করেন এবং এইটুকু লক্ষ্য রাখেন যে, যে-সকল বর্ণ তিনি ব্যবহার করিতেছেন সেই সকল বর্ণের কাচ সহজে পাওয়া যায়। অঙ্কিত চিত্র পরে বর্ণীকুসারে বহু খণ্ডে বিভক্ত হয় । পরে নির্দিষ্ট জানালায় উপযুক্ত ধাতুময় “oforosa” (frame ) উপর উপযুক্ত বর্ণ ও আকৃতির কাচখণ্ড যোজনা করিয়৷ চিত্র রচনা করা হয় । এই প্রকার কাৰ্য্যে কাচশিল্পী অপেক্ষা চিত্রকর এবং যোজকের নিপুণত অধিক প্রয়োজন ।