পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"י; 萨 ** ..

  • * * *
تتعفن ༢ “༔ .يكتنف z. * ·

দেশবিদেশের কথা—বাংলা শ্ৰী রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ের ছাত্রগণ বৃক্ষতলে পাঠরত ঠাইরিা যেন এই প্রবাসিনীগণের কার্য্যে উৎসাহ দানকরতঃ যথাবিধানে যখন যিনি কাশীধামে শুভাগমন করিবেন নদীয় সত্ৰস্থ এই বিধবা আশ্রম ও শ্রীমতী বিনোদিনী দেবীর এবং দুর্গাকুগুস্থ শ্ৰীমতী প্রমীল দেবীর জগদম্ব-বিদ্যালয় পরিদর্শন করিয়া উপকৃত করিবেন। দেশীয় ভগ্নীগণ প্রবাসিনীগণের পরস্পরের সহিত মেলামেশা ও স্বপরামর্শ দান করিয়া পরস্পরের উন্নতির পক্ষে সহায়তা কবই পরস্পরের ঐতিবন্ধনের উপায়। বাস্তবিক খুঁটাইয়া দেখিতে গেলে, আমাদের নারীগণের শিক্ষার উন্নতি বহু দূরে। এই কাশীধামে এই প্রকার নিঃসহায় বিধবার সংখ্যা সমধিক । ইহাদে দ্বাৰায় অনেক কাজ হইতে পারে যদি শেখান যায়। ইহার শিক্ষয়িত্রী হইতে পারেন, নাস্ হইতে পারেন। স্বদেশ হইতে গৃহ ংসার-অপহৃত বিচুত অথবা বিতাড়িত হইয়া আসিয়া অনেকে কুপথে ও প্রলোভিত হইয়া সৰ্ব্বনাশের পথে পড়িতেছেন, এইসকল বিধবাকে রক্ষা করা একটা মহৎ অনুষ্ঠানের বিষয়। ইহাতে সমগ্র বঙ্গীয় ভগিনীর সহানুভূতি প্রার্থনীয়। _ বাংলা যশোহরে নমঃশূদ্র সভ— 蜘 এমন একদিন গিয়াছে, যখন নমঃপূদ্রগণ বাংলার প্রধান ও পরাক্রম*ী অধিবাসী ছিল এবং তাহার বাংলার উর্বর ভূমিখাও বাস করিত। যুগে-যুগে বাংলাদেশ নানা শ্রেণীর লোকের দ্বারা আক্রাস্ত হইয়াছে। শৰি অধিবাসিগণ তাহদের আক্রমণ পযুদন্ত করিতে অসমর্থ হইয় ক্রমে বনে জঙ্গলে জলাভূমিতে আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হইয়াছে । নমঃশূদ্রগণও আততায়ীদের আক্রমণ হইতে আপনাদের পরিবারবর্গকে রক্ষা করিবার নিমিত্ত দুর্গম জলাভূমিতে বাসস্থান নিৰ্ম্মাণ করিতে বাধ্য হইয়াছিল। তাই দেখিতে পাওয়া যায়, বাংলায় নমঃখুদ্রগণ যেখানে জলাভূমি, যেখানে পথ দুর্গম, সেই স্থানে গ্রাম স্থাপন করিয়া বাস করিতেছে। ফরিদপুর, বাখরগঞ্জ, যশোহর, খুলন। প্রভৃতি জেলাতেই নমঃণুদ্রদের বাস সৰ্ব্বাপেক্ষ অধিক । ঐসকল জেলায় দেখিতে পাওয়া যায়, নমঃশূদ্ৰগণ বিল-অঞ্চলে বসতি স্থাপন করিয়াছে এবং এক-এক স্থানে ২৫।৩• খানি গ্রাম নিৰ্ম্মাণ করিয়াছে । সম্প্রতি যশোহর জেলার অন্তর্গত নড়াইল মহকুমার অধীন মালিয়াট গ্রামে নমঃখুদ্রদের দুই বৃহতী সভা হইয়াছিল। বেলা দুইটার সময় মালিয়াট মধ্যইংরাজী স্কলের ও বালিকাবিদ্যালরের পুরস্কার বিতরণ-উপলক্ষে প্রায় তিন সহস্ৰ নমঃশূদ্র পুরুষ ও প্রায় ৪ শত নারী সমবেত হইয়াছিলেন। বালিকাবিদ্যালয়ের গৃহটি বহুদিন হুইল ভগ্নপ্রায় হইয়া গিয়াছে। অনুন্নত শ্রেণীর উন্নতিবিধায়িনী সভা স্বল্যুহের জন্ত কয়েক শত টাকা দিয়াছেন। স্কুল-বিভাগের ইনস্পোইস বলেন, যদি স্থানীয় লোকের আড়াই শত টাকা সংগ্ৰহ করিতে পারেন, তবে তিনিও গবর্ণমেণ্টের নিকট হইতে আড়াই শত টাক লইয়া দিবেন। সভাস্থলে শিক্ষার প্রয়োজন-সম্বন্ধে অনেকে উত্তেজনাপূর্ণ বক্ততা করিয়াছিলেন। খুলনা জেলার অন্তর্গত কাইমালী গ্রামবাসী শ্ৰীযুক্ত সাধুচরণ বিশ্বাস-নামক একজন স্বদেশহিতৈষী নমঃপূদ্র ঘোষণা করেন যে, তিনি দুই শত টাকা প্রদান করিবেন । সভাস্থলেই এক শত ত্রিশ টাকা তিনি প্রদান করেন । সমবেত লোকদিগকে অবশিষ্ট e • টাকা দান করিতে