পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] কার কাছে, কোথায় সে যাবে? তার তো কোনো বাড়ী নেই, কোনো আপনার লোক নেই ; তার ভালো লাগুক্ আর নাই লাগুক্ তার যে এমনি চলতেই হবে আর তাদের কথা শুনতে শুনতে যেতে হবে। দুপুর নাগাদ তার। তিন জনেই নদীর পাড়ে বসে’ পড়ল। ডানিল্কা তার ব্যাগ থেকে এক টুকরো রুট বার করলে, জলে ভিজে তা একেবারে কাদা হ’য়ে গেছে ; তাই তারা খেতে সুরু করে দিল । খাওয়া হ’লে পর টেরেনট একটি প্রার্থন করলে, তার পরে বালুকাময় এই নদীর কুলে লম্ব হ’য়ে গ। এলিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল । যতক্ষণ সে ঘুমচ্ছিল, ছেলেট একদৃষ্টি জলের দিকে তাকিয়ে ভাব ছিল । তার নানা রকম জিনিস ভাব বার ছিল । এই পানিক আগেই তো সে ঝড়, মৌমাছি, উই আর রেলগা ট্রা দেখেছে । আর এখনই তো তার চেপের সামনে পুরে-ফিরে বেড়াচ্চে ; কতকগুলো মাছ ইঞ্চি তার বেশী লম্ব, আর কতক-গুলো আবার নখের চেয়ে বড় হবে না। একট। বাইপার সাপ তার মাপ উচুতে তুলে নদীর এপার ওপার স{ংরে Cぐ?fZ55 - i দুয়েক বা আমি দের পয্যটকরা প্রামে ফিরুল সেই সন্ধ্যের দিকে । রাত্রের জষ্ঠে ছেলে-মেয়ে দুটে একটা পরিত্যক্ত গোলাবাড়ীতে গিয়ে আশ্রয় নিল, সেখানে আগে পল্লীমণ্ডলীর শস্ত রাখা হ’ত । আর টেরেনটা তাদের ছেড়ে একট। মদের দোকানে গিয়ে ঢুক্ল । তারা দুজনে গড়ের উপর ঠাসাঠাসি করে’ শুয়ে পড়ল । ছেলেটা ঘুমল না ; সে আঁধার ভেদ করে যেন দেখতে লাগল ; তার মনে হ’ল আজ সারাদিন ধরে যা দেখেছে সব চোখের সাম্নে সে দেখতে পাচ্ছে ; সেই ঝড়েমেঘ, সেই উজ্জল স্বৰ্য্যালোক, সেই পাখী, সেই মাছ আর সেই পাত লা ছিপছিপে টেরেন্ট । আজকের সমস্ত ঘটনা তার মনে যত রকম ছাপ রেখে গেছে সে সব অবসাদ ও ক্ষুধার সঙ্গে জড়িত হ’য়ে তার পক্ষে বড় বেশী হ’য়ে পড়েছে; তার এত গরম বোধ হচ্ছে যেন সে আগুনের উপর রয়েছে, কেবলি পাশ ফিরছে আর ছটফট করছে। এখন এই আঁধারে যে-সব কথা তাকে একেবারে পেয়ে বসেছে 8 R-- e ছেলেদের পাততাড়ি—কাচির সাহায্যে চিত্রাঙ্কণ ઠર ને আর তার মনকে আলোড়িত করছে সে-সব কথা যে সে কারুকে বলতে চায়, কিন্তু কেউ নেই তো এমন, যাকে সে বলে । ফীয়কৃল বড় ছোটো, সে কিছুই বুঝতে পারবে না । ছেলেটা ভাব ল—কাল আমি টেরেন্‌টকে বল্ব l ছেলে মেয়ে দুটো গৃহহীন সেই মুচির কথা ভাবতে ভাব তে ঘুমিয়ে পড়ল। রাত্রে টেরেন্‌টা তাদের কাছে এল ; তাদের উপর ক্রুসের চিহ্ন করে’, মাথার নীচে তাদের রুট রেখে দিল । তার ভালোবাসা কেউ জানল না। এ শুধু দেখল ঐ চাদ, যে আকাশে ভেসে ভেসে বেড়ায়, আর ঐ পরিত্যক্ত গোলাবাড়ীর দেয়ালের ছ্যাঙ্গ৷ দিয়ে সোহাগ-ভরে উকি দিয়ে দিয়ে যায়। কঁাচির সাহায্যে চিত্রাঙ্কণ ইণ্ডিয়ানার ভ্যালপারাইসোর লিউস মায়ার এগু কোম্পানী চিত্রবিদ্যা প্রতিযোগিতায় একটি পুরস্কার ঘোসণা করিয়াছিলেন। ২০০০ হাজারের উপর প্রতিদ্বন্দী দাড়াইয়াছিল । জর্জিয়ার আগাষ্টার জে ক্র্যানস্টাউন জোনস এই পুরস্কার পাইয়াছে। তাহার বয়স মাত্র জো ত্র্যানাটাউন জোণস-১৬ ৰৎসরের বালক-প্রতিভা