পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধান ○8。 -ہمعہیـہ --محم* ২য় সংখ্যা ] “এইবার ভগবানের নাম কর।” “বাবা!"বাবা গো!—আমায় মেরে ফেলো না বাবা ” মাতেও একটা ভীষণ ধমক্‌ দিয়ে আবার বললে— “ভগবানের নাম কর বলছি।” ছেলেট কাদ্বতে-কাতে ভাঙ্গা-ভাঙ্গা কথায় দুটি স্তব আবৃত্তি করলে। প্রত্যেকটি শেষ হ’বার সময় বাপ বেশ জোর গলায় ‘প্রার্থনা পূর্ণ হোক’ বলে’ স্বস্তিবাচন কবৃলে । “আর কোনো স্তব তুই জানিস নে ?” “জানি, বাবা । আমি "আভে মারিয়া’-স্তবটিও জানি, আরও একটা জানি—মাসীর কাছে শিখেছিলাম।” “ওটা বড় বড়–অনেকক্ষণ লাগবে । আচ্ছা—তা হোকৃ, তুই বল।” বালক রুদ্ধকণ্ঠে স্তবগানটি শেষ কবৃলে । “হয়েছে ?” “বাবা! বাব ! আমায় মেরে ফেলো না। এবারটা আমায় মাফ কর । আর কখনো এমন কাজ করব না, জানেত্তো যাতে খালাস পায়, তার জন্যে আমার কর্পোরাল কাকাকে হাতে পায়ে ধরে রাজী করব।” তার কথা তখনো শেষ হয়নি, মাতেও বন্দুকের ঘোড়া তুলে’ লক্ষ্য স্থির কবৃতে-কবৃতে বললে— "ভগবান যেন তোকে মাফ করেন!” ছেলেটার বড় ইচ্ছে হ’ল, একবার উঠে গিয়ে বাপের হাটু দুটো জাপটে ধরে, কিন্তু তার আর সময় পেলে না । মাতেও ঘোড় টিপে দিলে—ফচুনাতো একটা পাথরের মত ধুপ করে পড়ে গেল, তখ খুনি তার প্রাণ বেরিয়ে গেল। মাতেও মৃতদেহটা একবার তাকিয়েও দেখলে না । তখনি ছেলেকে গোর দেবার জন্যে একখান কোদাল আনতে বাড়ীর দিকে চলুল। খানিক দূর যেতেই পথে জিসেপার সঙ্গে দেখা হ’ল,—সে বন্দুকের আওয়াজ শুনেই ছুটতে-ছুটতে আসছে। “কি করলে তুমি ?” বলে সে কেঁদে উঠল। “বিচার ।” “কোথায় সে ?” “থদের মধ্যে পড়ে’ আছে । এইবার তাকে গোর দেবো । সে ভগবানেয় নাম কবৃতে-করতে পুণ্যবানের মতন মরেছে। তার জন্যে গির্জেয় একটা ভালোরকমের শান্তিপাঠ করার্তে হবে। এবার থেকে জামাই তিয়োদোরো বিয়াঙ্কি যেন আমার ঘরে এসে বাস করে।” সন্ধান ( কবীর হইতে ) শ্ৰী গিরিজানাথ মুখোপাধ্যায় হে সেবক মোরে খুজিছ কোথায়, আমি যে তোমারি পাশে ; নহি মন্দিরে, মসজিদে নহি, না তীর্থে, কৈলাসে ! কৰ্ম্ম, ক্রিয়ায়, যোগে, বৈরাগে,. কোথাও ত আমি নহি ; খুজিতে জানিলে, মিলিবে আমারে পলক তালাসে, কহি । কবীর কহিছে, শুন ভাই, সাধু, শুধু এই জানি আমি, আছেন সবার নিশ্বাসে তিনি, আর কোথা নাহি স্বামী ।