পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ৷ জন্মোৎসবের দিনে öግማል নাই ঘনালো দল বেদলের আমি বেসেছিলেম ভালো কোলাহলের মোহ ॥ সকল দেহে মনে 으 আলো আমি জানি, মনে মনে, ই ধরণীর ছায়া t সেঁউতি যুথী জবা rমার এজীবনে সেই যে আমার ভালোবাস আনবে ডেকে ক্ষণে ক্ষণে লয়ে আশা কবির স্মৃতিসভা । আকুল অকূল ছড়িয়ে দিল আপন ভাষা বর্ষ শরৎ বসন্তেরি আকাশ প্রাঙ্গনেতে আমায় ঘেরি লিমাতে । রইল গভীর সুখে দুখে, যেথায় বীণা যেথায় ভেরী - রইল সে যে কুড়ির বকে বেজেছে উৎসবে, ফুল ফোটানোর মুখে মুখে সেথায় আমার আসন পরে - ~ --> স্নিগ্ধ শু্যামল সমাদরে ফাগুন চৈত্র রাতে । - - রইল তারি রাখী বাধা আলিপনায় স্তরে স্তরে লের হাতে ক্টাকন আঁকা হবে । বিীকালের | আমার মৌন করবে পূর্ণ আমার স্মৃতি থাকন গাথা পার্থীর কলরবে । আমার গীতি মাঝে, যেখানে ঐ ঝাউয়ের পাতা জানি আমি এই বারতা রইবে অরণ্যেতে মৰ্ম্মরিয়া বাজে । so wo যেখানে ঐ শিউলিতলে ওদের স্বরে কবির কথা - ক্ষণহাসির শিশির জলে, দিয়েছিলেম গেথে । ছায়া যেথায় ঘুমে ঢলে ফাগুন হাওয়ায় শ্রাবণ ধীরে কিরণ-কণা-মালী ; এই বারতাই বারে বারে যেথায় আমার কাজের বেলা দিক্‌বালাদের দ্বারে দ্বারে করে কতই খেলা উঠবে হঠাৎ বাজি ; - জের থেলা, কতু করুণ সন্ধ্যামেঘে যেথায় কাজের অবহেলা 2 নিভৃতে দীপ জালি' কতু অরুণ আলোক লেগে, - নানা রঙের স্বপন দিয়ে এই বারতা উঠবে জেগে ভরে রূপের ডালি ৷ রঙীন বেশে সাজি । স্মরণ সভার আসন আমার শান্তিনিকেতন সোনায় দেবে মাজি ॥ ২৫ বৈশাখ, ১৩৩৩ ৷ ийниша