পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—রবীন্দ্রনাথের জন্মোৎসব ○b"Q প্রথম বাৰ্ষিক স্মৃতিসভার অধিবেশন সেদিন সমারোহের সহিত মান্দ্রাজে হইয়া গিয়াছে। ব্রাহ্মণদের প্রতি বিদ্বেষ পোষণ না করিয়ু ও বিদ্বেষ না জন্মাষ্ট্ৰয় অন্যান্য জাতির লোকদের সকল বিষয়ে উন্নতির চেষ্টা করিলে মান্দ্রাজের আব্রাহ্মণ দলের প্রতিকুল সমালোচনার কোন কারণ থাকিবে না । মহীশূর রাজ্যের নূতন দেওয়ান মঈশরের মহারাজ আমানউলমুল্ক মির্জ এম্‌ ইস্মাষ্টলকে হার দে গুয়ান বা প্রধান মন্ত্র নিযুক্ত করিয়াছেন । পূৰ্ব্বে মহারাজার খাস্ মুনশ বা প্রাইভেট সেক্রেটারী ছিলেন । মহাশরেই ইহার নিবাস । ইহার নিয়োগে রাজ্যের নানাস্থান হইতে লোকেরা ইহাকে অভিনন্দন জ্ঞাপন করিতেছে । ৮ি৩ লক্রগ :ি - প্রধান জেলা । KDBBB BB BBBB BBBB KK BKSBB KKB BBB অৰ্পিবেশন হয় । মহীশূরের নৃপতি ঠিন এবং তাঙ্গার রাজ্যের ৫৯,৭৮,৯১ জন আদিবাসীর মধ্যে ৫৪,৮১,৭৫৯ জন হিন্দু এবং εf.

  1. ’holo byl statt. Esį H+ frá ar šo tša [R. Venkoba Rao

কেবলমাত্র ৩,৪০,৪৬১ জন মুসলমান । তিনি একজন মুসলমানকে রাজ্যের সর্বপ্রধান কৰ্ম্মচারী নিযুক্ত করিয়া নিজের উদারত সপ্রমাণ করিয়াছেন । রবীন্দ্রনাথের জন্মোৎসব পচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন । ১৩৩২ সালে এই তারিখে ধে উংসব শান্তিনিকেতনে হইয়াছিল, পঞ্চ বট রোপণ ও প্রতিষ্ঠ। তাহার অঙ্গীভূত ছিল, এবং গত বৎসর সে সময়ে কলিকাতায় কোন দাঙ্গাহাঙ্গামা ও হয় নাই । এই জন্য গত বৎসর বর্তমান বংসরের জন্মে।ৎসূল অপেক্ষা জনসমাগম অধিক হইয়াছিল। কিন্তু এবারের জন্মে{ৎসব ও সম্পূর্ণরূপে স্বসম্পন্ন হষ্টয়াছিল, এবং শান্তিনিকেতনের সকলে এবং বাহির হইতে আগত অতিথিবগ অনুষ্ঠামের •ান অঙ্গ হস্ততে সাতিশয় অনিন্দ ও উপকার লাভ করিয়াছিলেন । দুষ্ট একদিন আগে হইতেই অনেকে উপস্থিত হইয়াছিলেন । শঙ্খধ্বনি ও নহবতের বাদ্যের সহিত জন্মোৎসবের দিবারম্ভ হয় । আফ্রিকুঞ্জে আলিপনায় চিত্রিত একটি স্থানের চারিপাশ্বে সকলে সমবেত হইলে কাৰ্য্যারম্ভ হয় । কবির নিদিষ্ট স্থানে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী মহাশয় তাহাকে লইয়। গিয়া বসাইবার পর শঙ্খধ্বনির পর সংস্কৃত মস্ত্রেচারণ এবং কবির রচিত গান গা ওয়া হয় । তদনন্তর প্রাচীন প্রথা অনুসারে জন্মতিথির ক্রিয়াকলাপ নিৰ্ববাহিত হয়। শান্তিনিকেতনের আশ্রমকাক ও পুরন্ধাগণ কবিকে পুপফলাদি নানা অধ্য ও উপহার একে একে দেন । অন্যবিধ উপহারও কেহ কেহ দেন । তাহার মধ্যে নিকটবৰ্ত্তী বল্লভপুর গ্রামের একটি সচিত্র হস্তলিপিত বুন্তান্ত উল্লেখযোগ্য । উহ। বিশ্ব-ভারভীর গ্রাম সংগঠন ও পুনরুজ্জীবন বিভাগ কর্তৃক রচিত । উহা মুদ্রিত ইষ্টলে অন্যান্য অঞ্চলের গ্রামহিতৈষী কৰ্ম্মীদের ৪ কাজে লাগিলে । অতঃপর পণ্ডিত বিধুশেখর শাস্ব সংস্কৃতে অনুষ্ঠানোপযোগ একটি সংক্ষিপ্ত বক্তৃত। করিয়া ইটালীয় বাণিজ্যদূতকে কিছু বলিতে আহবান করেন । অতিথিদিগের মধ্যে কাহাকেও কিছু বলিতে আহবান করিবার বন্দোবস্ত আগে হইতে করা হয় নাই বলিয়| কাৰ্য্যপদ্ধতিতে উহার উল্লেখ ছিল না । তথাপি সিনি মাহী বলিলেন, তাহার সময়োপযোগিতা ও আ রিকত মৰ্ম্মস্পর্শী হইয়াছিল। ইটালীর কন্সাল মহাশয় ইটালীতে রবীন্দ্রনাথের প্রতি কিরূপ ভক্তি শ্রদ্ধা আছে, তাহ বলিলেন, নিজের সদরের ভাবও প্রকাশ করিলেন ; ইটালীর লোকের কিরূপ আগ্রহের সহিত র্তাহার পুনরাগমনের প্রতীক্ষা করিতেছে,