পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—হিন্দুমুসলমান সমস্যা Photograph by 33i:Taitotă şūto zoo off Kaishnalal (thosll কলিকাতায় শিখ মিছিল গত এপ্রিল মাসে শিখদিগের একটি মহোৎসব উপলক্ষে যে মিছিল বাহির হইবার কথা ছিল, দাঙ্গ৷ ই সামার জং) তাহ বন্ধ ছিল । তাহ সম্প্রতি মহ{ সমারোহে হইয়া গিয়াছে । তাহদের যে সঙ্গীতটি আশিক ভাবে দগ্ধ ও তন্মধ্যস্ত গ্রন্থসাহেব অংশত ন% হইয়ছিল, তাহার সংস্কার ও পুনঃপ্রতিষ্ঠা গু হইয়। গিয়ছে। কfগটি যে নিৰ্ব্বিবাদে শুম্বল ভাবে হইয়। গিয়াছে, ঈহ খুব সম্বোসের বিষয় । যদি ইহা বিদেশী গবর্ণমেণ্টের সাহায্য ব্যতিরেকে কেবলমাত্ৰ দেশী সকল সম্প্রদায়ের মবিবেচনার সাহায্যে সম্পন্ন হইত, তাছা হইলেই উৎফুল্লতার কারণ হইত। নতুবা, ইহা ভুলিতে পারা যায় না, যে, বিদেশীর সাহায্যের অবশ্যপ্রয়োজনীয়তার মধ্যে পারতুর জাতীয় অপমান ও লজ্জার বিষয় রহিয়াছে । মুসলমানদের মধ্যে একটা কথা রটিয়াছে, যে, মিছিল কোন কোন মসজিদের সম্মুথে বাদ্য বন্ধ করে নাই, কিন্তু ইংরেজদের একটি গির্জার সামনে বন্ধ করিয়াছিল । ইহা মিথ্যা হইলে অবিলম্বে প্রতিবাদ হওয়া দরকার । সত্য হইলে লজ। পরিতাপের বিধয় । কারণ, ব। জাইতে ব। করিতে হইলে সকল ধৰ্ম্মের ভজনালয়ের সম্মুথেই তাই। করা উচিত।

  • {ट्री

হিন্দুমুসলমান সমস্ত ভিন্ন ভিন্ন দেশের মধ্যে, তাহদের অধিবাসী জাতিদের মধ্যে, যুদ্ধ একেবারে লক্ষ্মী (, কমল করিয়৷ কর| সায়, তাহার চিন্স। অনেকদিন হইতে চলিতেছে । এমন একটি কোন উপায় এপর্য্য ? আবিষ্কৃত ? নির্দিষ্ট হয় না, যাহাতে এই উদ্দেশ্য সিদ্ধ হতে পারে । প্রত্যেক জাতিকে পদি নিরক্ট করা যায়, তাহা হইলে কি যুদ্ধ চিরকালের জন্য বন্ধ হইতে পারে ? যদিই বা হয়, তাহা হইলে এই সাৰ্ব্বজাতিক নিরস্ত্রীকরণ হইবে কাহার দ্বারা ? অধিকাংশ জাতি, বিশেষতঃ সাম্রাজ্যাধিকারী দস্থ্যজাতির, অন্য জাতিদিগকে সন্দেহ করিবে, যে, তাহার। নিজে নিরস্ব হঠলেই অষ্ঠের। তাহাদিগকে আক্রমণ করিয়৷ শৃঙ্খলিত করিবে । যুগপৎ সকলের নিরস্ত্রীভবন বা নিরস্ত্রীকরণ সম্ভবপর নহে;