পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড অনগ্রসর অশ্বেত জাতিদিগকে - Rsbiss Guds s 9. 5.2 কলিকতার শিপ মিছিল কিন্তু নদি তাই। হয় ও, তাই। হইলেও লাঠি, ছডি, ইট পাটকেল, কয়লার চাপ, হাত পা নথ র্দীত প্রভৃতির সাহায্যেও যুদ্ধ চলিতে পরিবে । সেইজন্য মনে হয়, যে, নিরস্ত্রী-করণের যে চেষ্ট হইতেছে তাই হউক, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে দেশে দেশে জাতিতে জাতিতে সদ্ভাব ও বন্ধ ত্ব বুদ্ধি যত উপায়ে হইতে পারে তাহার চেষ্টা করা উচিত । দুৰ্ব্বল জাতির দলবদ্ধ ও সবল হইলে তাহাদের উপর আক্রমণ কম হইতে পারে। এইজন্য সেদিকেও দৃষ্টি রাখা দরকার। বস্তুতঃ পাশ্চাত্য দেশসমূহ নিজেদের যে-অবস্থাকে নিরস্ত্রীভবন বলিতেছেন, সে অবস্থা ঘটিলেও তাহাদের যত যুদ্ধসজ্জা থাকিবে, তাহার দ্বারা বিজ্ঞানে ও যুদ্ধসরঞ্জামে তাহারা শুঙ্খলিত রাখিতে ও করিতে পারিবেন। এইজন্য তাহাদের তথাকথিত নিরস্ত্রীভবনে আমাদের কোন লাভ নাই । যুদ্ধ নিবারণের আর একটা ব্যবস্থা আছে, তাহার বয়স বড় কম নয় । তাহাকে ইংরেজীতে বলে যুদ্ধের জন্য &RGWREl (preparedness) offs, কোন জাতি যদি যুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে, তাহা হইলে অন্যেরা তাহাকে আক্রমণ করিতে সাহস করিবে না, এবং এইরূপে শান্তিরক্ষা হইবে । কিন্তু সকলেই, অন্ততঃ প্রবলতম জাতির, এইরূপে প্রস্তুত থাকিতে চেষ্টা করিবে । যুদ্ধসজ্জার এই প্রতিযোগিতা বিদ্যমান থাকিলে রাষ্ট্রে সেনানায়কদের প্রভাব খুব বেশী হওয়া অনিবাৰ্য্য। এবং তাহারা যে অকেজো অনাবশ্যক এক শ্রেণীর লোক নহে, তাহ প্রমাণ করিতে তাহারা সৰ্ব্বদা ব্যস্ত থাকিবে । ফলে, কোন না কোন জাতির সহিত যুদ্ধ বাধিবেই । ইহা ইতিহাসে বারবার ঘটিয়াছে । সহজ বুদ্ধিতেও ইহা বুঝা যায়। ছোট ছেলেদের হাতে একটা ছড়ি দিলে তাহারা যাহাকে তাহাকে ঠেঙাইয় বেড়ায়, ছুরি দিলে ধরের আসবাবপত্র দুয়ার জানালার দুৰ্দ্দশ করে । সুতরাং সেনানায়ক ও সৈনিকগণ ও যে তাহণদের রণদক্ষতা ও অস্বসম্ভারের কায্যকারিত দেখাইতে ব্যস্ত হইবে, তাহা আশ্চর্য্যের বিষয় নহে । যাহা হউক, এবিষয়ে আর বেশী লেখা উচিত হইবে ন}} ইতিমধ্যেই পাঠক হয়ত অধীরভাবে জিজ্ঞাসা করিতেছেন, এসব বিষয়ের সহিত হিন্দুমুসলমান সমস্যার সমাধানের সম্পর্ক কি ? সম্পর্ক এই— হিন্দুমুসলমানে মধ্যে মধ্যে সংঘর্ষ ঘটায় উভয় পক্ষই ভাবিতেছেন, তাহারা বলিষ্ঠ ও ভাল করিয়া দলবদ্ধ হইলেই অপর পক্ষ তাহাদিগকে আক্রমণ করিতে সাহস পাইবে না, এবং করিলেও পরাজিত হইবে । কিন্তু ইশ