পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] জগদীশচন্দ্র বস্থর পত্রাবলী 8)○ societyতে বক্ততা করিতে আহুত হইয়াছি। Dr. Waller প্রথম প্রথম অতিশয় বিরোধী ছিলেন । পরিশেষে কতক কতক বুঝিতে পারিয়া অতিশয় excitedly &ta, “It appears probably upset mine. that your work will Truth is truth and I don’t care a d-,if I am proved to be in the wrong. So come and work; I will place my laboratory at your disposal. Teach me or let us work together.” আমার সম্মুখে কত কাজ অসম্পূর্ণ অবস্থায় রহিয়াছে বলিতে পারি না। এপর্য্যন্ত কিছু করিতে পারি নাই। কল প্রস্তুত করিতে অনেক সময় লাগিতেছে। এতদিনে অনেকের সহিত আলাপ হওয়াতে কাৰ্য্য আরম্ভ করিবার সুবিধা হইতেছে। এখন দুই বৎসর এখানে থাকিতে প রিলে অনেকটা শেষ করিতে পারিতাম। Physiological Laboratory ইত্যাদি দেশে পাইব না । আমি কি করিব স্থির করিতে পারিতেছি না । এই সময়ে বাধা পড়িলে পুনরায় কয়েক বৎসর পর আরম্ভ করিতে অনেক সময় নষ্ট হইবে । আর এই সময়ে লোকের interest হইয়াছে, এখন করিতে পারিলেই ভাল হইত। আমি মনে করিতেছি যে, দেশে ফিরিয়া আসিয়াই দুবৎসর ছুটা লইয়া এদেশে থাকিব । তারপর প্রতি তিন বৎসর পর এক বৎসর ছুটী লইয়। এদেশে থাকিব । যদি অপরের মুখাপেক্ষা না করিয়া থাকিতে পারি, তাহা হইলে এইরূপে অনেকটা কার্য্য উদ্ধার করিতে পারিব । আমার যে অসুখ হইয়াছিল, তাহ এখন অনেকট ভাল হইয়াছে। কিন্তু দেশে যাইবার *gá operation করা আবশ্বক হইবে । আমি আমার কতকগুলি paper শেষ করিয়া ডাক্তারের হস্তে জীবন অর্পণ করিব । এখন তোমার বিষয়ে দু-একটি কথা লিখিব। তুমি যে cutting পাঠাইয়াছ, তাহাতে আমি একটুও সস্তুষ্ট হই নাই। তুমি পল্লীগ্রামে লুক্কায়িত থাকিবে, আমি তাহা । হইতে দিব না। তুমি তোমার কবিতাগুলি কেন এরূপ ভাষায় লিখ যাহাতে অন্য কোন ভাষায় প্রকাশ করা অসম্ভব ? কিন্তু তোমার গল্পগুলি আমি এদেশে প্রকাশ করিব । লোকে তাহা হইলে কতক বুঝিতে পারিবে । আর ভাবিয়া দেখিও, তুমি সাৰ্ব্বভৌমিক। এদেশের অনেকের সহিত তোমার লেখা লইয়া কথা হইয়াছিল । একজনের সহিত কথা আছে (শীঘ্রই তিনি চলিয়া যাইবেন) যদি তোমার গল্প ইতিমধ্যে আসে তবে তাহা প্রকাশ করিব । Mrs. Knightকে অন্য একটি দিব। প্রথমোক্ত বন্ধুর দ্বারা লিখাইতে পারিলে অতি সুন্দর হইবে । তার পর লোকেনকে ধরিয়া translate করাইতে পার না ? আমি তাহাকে অনেক অকুনয় করিয়া লিখিয়াছি। তোমার নূতন লেখা অনেক দিন যাবৎ পাঠাও নাই, পাঠাইও । আমি মনে করি, তোমার কবিতা চিরকালের জন্য । তোমার লেখা আমাকে যেরূপ জলস্ত করে, সেরূপ যেন অসংখ্য লোককে করিতে পারে । তোমার জগদীশ বন্ধুজায় এবং তোমার পুত্রকন্যাকে আমার সম্ভাষণ জানাইও । ( २० ) ২৩এ নবেম্বর ১৯০০ সুহৃৎ, আমার সঙ্গে বিশেষ সংবাদদাতা পাঠাইলে পারিতে ; অনেক কথা, লিখিবার সময় নাই । এখানকার আর-এক Wireless Telegraphy: Cottol Mixto Gioioso কল প্রস্তুত করিয়া আশাতীত ফল পাইয়া আমাকে এ সম্বন্ধে অনুসন্ধান করিতে বিশেষ অনুরোধ করিতেছেন। Si Ergi Royal Institution ŝtz Friday Evening Discourse দিবার জন্য বিশেষ অনুরোধ আসিয়াছে । Sir William Crookes #TAN &PRAfTfK FfIIl লিথিয়াছেন । তাহারা অামাকে Londonএর full season সময়ে অর্থাৎ এপ্রিলের শেষে বক্তত দিতে অনুরোধ করিয়াছেন—তখন আমার ছুটী ফুরাইয়া যাইবে । সকলে বলিতেছেন, যে, আমার কার্য্য শেষ না করিয়া যেন না যাই। ছুটীর জন্য আবেদন করিয়াছি ; জানি না