পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8X8 পাইব কি না । যাইব । তোমার পুস্তকের জন্য আমি অনেক মতলব করিয়াছি। তোমাকে যশোমণ্ডিত দেখিতে চাই । তুমি পল্লীগ্রামে আর থাকিতে পারিবে না । তোমার লেখা তরজম করিয়া এদেশীয় বন্ধুদিগকে শুনাইয়া থাকি, র্তাহার। অশ্রু সম্বরণ করিতে পারেন না। তবে কি করিয়l publish আমার চিকিৎসার জন্য ১৫ দিন পর প্রবাসী— আষাঢ়, ১৩৩৩ | ૨૭ન છ1ગ, ગ્લેમ ફ হয়, তাহার অৰ্দ্ধেক তরজমাকারীর, আর অৰ্দ্ধেক কোন সদনুষ্ঠানের । ইহাতে তোমার আপত্তি আছে কি ? আমি *Ga* castles in the air org's of of এবার যদি তোমার নাম প্রতিষ্ঠিত করিতে পারি, তাহা হইলেই যথেষ্ট মনে করিব । ৬টি গল্প বাহির করিতে চাই। শীঘ্ৰ তোমার অন্যান্য গল্প পাঠাইবে । Mrs. Knightকে দেই নাই। অন্তরূপে চেষ্টা করিব। করিতে হইবে, এখনও জানি না। publisherর। ফাকি তোমার দিতে চায়। সে যাহা হউক, তোমার ভাগে কেবল জগদীশ Glory, লাভালাভের ভাগ্য আমার । যদি কিছু লাভ [ ক্রমশঃ প্রকাশ । জন্মদিনে শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুগণ, আমি নান দেশে নানা উপলক্ষ্যে সমাদর বিশেষভাবে কাউকে যখন শ্রদ্ধা করি, তখন আপন কল্পনা লাভ করেছি—কিন্তু আপনাদের কাছে সত্য ক’রেই বলতে পারি, আমি এখনও এই সমাদরে অভ্যস্ত হ’য়ে যাই নি, প্রত্যেকবার এতে আমি সঙ্কোচ অনুভব ক’রে থাকি। আজ আমার আত্মীয়-স্বজনের মধ্যে, র্যাদের আমার প্রতি প্রীতি অকৃত্রিম, তাদের মধ্যেই আছি এবং তাদের এই অকৃত্রিম শ্রদ্ধা নিবেদনে আমার গভীর তৃপ্তিও আছে । তৎসত্ত্বেও আমার দীনতা এই উপলক্ষ্যে অনুভব না ক’রে থাকতে পারি না । মানুষের ভিতরে স্বষ্টি করার একটা ইচ্ছা আছে, সে উপলক্ষ্য খোজে স্থষ্টি করবার জন্য। ভালবাসা হচ্চে স্বষ্টির মূলশক্তি। তাই আমাদের শাস্ত্রে বলে, আনন্দাদ্ধ্যেব খম্বিমানি ভূতানি জায়ন্তে । মানুষ যাকে ভালোবাসে তার উপরে আপনার রচনা-শক্তিকে খাটাতে চায়, তাকে নানা ভূষণে সাজায়, নানা গুণের তাতে আরোপ করে, তার সমস্ত অসম্পূর্ণতা সত্বেও তার মানসীমূৰ্ত্তিকে স্বন্দর ক’রে, সম্পূর্ণ ক’রে নিজের আনন্দকে প্রকাশ করে।— এ থেকে মাতুষকে বঞ্চিত করবার শক্তি কারও নেই। দিয়ে তাকে আপনার অন্তরের সামগ্ৰী ক’রে নিতে চাই । মায়ের মন সস্তানকে সহজেই সুন্দর ক’রেই জানে, মা তবু তাকে নানা ভূষণে সাজাতে ছাড়ে না । মায়ের আনন্দ শিশুর মধ্যে বিশেষ প্রকাশ খোজে। এ হ’ল মামুষের স্বভাব । এইজন্য মাকুব স্বষ্টি করার যে উপলক্ষ্য ইচ্ছা করে, তাকে স্বীকার করা উচিত শ্রদ্ধারই সঙ্গে । মানুষের মনে উৎকর্ষের যে আদর্শ আছে তার প্রতি তার প্রীতি। তাকে মানুষ মূৰ্ত্তিমান ক’রে দেখতে ইচ্ছা করে। মানুষের সেই ইচ্ছাকে পাত্ররূপে বহন করবার শক্তি যদি আমার থাকে, তবে আমার মত সৌভাগ্য কার । এত বড় ভার বহন করুবার শক্তি আমার আছে কি ন কালেতে তার প্রমাণ হবে । অনেক দেবমূৰ্ত্তি মামু গড়ে, যা ক্ষণকালের জন্য, তার পরেই তার বিসর্জন আমার ক্ষেত্রেও যদি তাই হয়, তাতেই বা দোষ কি ভক্তি যেখানে পোছচে, আমি তার নীচে । মাটি সম্মুখে মানুষ প্রণাম করে, কিন্তু ভক্তি মাটিকে ন