পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] কুঞ্জ বামন যণ্টেযু গদগদেষু জড়েষু চ । জাতন্ধে বধিরে মুকে ন দোষঃ পরিবেদনে ॥ জ্যেষ্ঠোভ্রাতা যদি তিষ্ঠেদাধানং নৈবচিস্তয়েৎ । অনুজ্ঞাতস্তু কুৰ্ব্বত শঙ্খস্ত বচনং যথা ॥ পরাশর-সংহিত অগ্রজ যদি কুজ, বামন, ক্লীব, গদগদ, জড়, জন্মান্ধ, বধির ও মুক ঃ য়, তাহ হইলে কনিষ্ঠ ভ্রাতার দারপরিগ্রহ ও অগ্নিহোত্র দোষাবহ নছে । আর যদি জ্যেষ্ঠ ভ্রাতা স্বয়ং বিবাহ বিষয়ে অনিচ্ছক থাকেন, হবে তাহার অনুমতি লইয়া কনিষ্ঠ বিবাহ করিবে ; শঙ্খের এইরূপ ব্যবস্থা আছে । ( 8 ) মহাত্ম রাজ রামমোহন রায় “সে সময়ে ( রামমোহন রায়ের) জজের ও কালেক্টরের সেরেস্তাদারি (তখন দেওয়ানি বলিত ) দেশীয়দিগের পক্ষে উচ্চতম পদ বলিয়। নির্দিষ্ট ছিল । সুতরাং রামমোহন রায়ের ভাগে ও তদপেক্ষ। উচ্চতর পদ জুটে নাই। কিন্তু তাহীও তিনি একেবারে পান নাই । দেওয়ানি পাইবার আশায় প্রথমে তাহাকে সামান্য কেরাণীর কৰ্ম্ম স্বীকার করিতে হইয়াছিল।” “রামমোহন রায় কৰ্ম্মে নিযুক্ত হইয় এ প্রকার যত্ন ও উদ্যম সহকারে কার্য্য সম্পাদন করিতে লাগিলেন যে, সাহেব তাহার প্রতি দিন দিন অধিকতর সন্তুষ্ট হইতে লাগিলেন। কিছুদিন পরেই রামমোহন রায় দেওয়ানি পদপ্রাপ্ত হইয়াছিলেন ।” অতএব দেখা যাইতেছে যে রামমোহন রায়কে সেরেস্তাদার করিবার সময় কোনই আপত্তি হয় নাই বরং সাদরে ঐ পদ প্রাপ্ত ইষ্টয়াছিলেন । “রামমোহন রায় ১৮০০ সাল হইতে ১৮১৩ সাল পর্যন্ত গবৰ্ণ মেন্টের চাপ বি করিয়াছিলেন। তন্মধ্যে দশবৎসর রংপুর, ভাগলপুর, রামগড় এই কয়েক জিলায় কালেকটরের অধীনে দেওয়ানি কৰ্ম্মোপলক্ষে বাস ভূমিকম্প 8br@r করেন ।” অতএব দেখা যাইতেছে যে তিনি রংপুর মহিগঞ্জের কোন নীবালকের এষ্ট্রেট-ম্যানেজার হইয়াছিলেন বলিয়া প্রমাণ নাই । তবে “রামগড় জিলায় অবস্থিতি কালে তিনি সহরঘাটিতে বাস করিতেন” বলিয়। প্রমাণ পাওয়া যায়, মাহিগঞ্জে র্তাহার বসতবাটীর কোন প্রমাণ নাই। পরে স্থায়ীভাবে, লাঙ্গুলপাড়ার সন্নিকটবৰ্ত্তী রঘুনাথপুরে এক শ্মশান ভূমির উপর বাটী প্রস্তুত করেন।' এবং সেইখানে বসবাস করেন। উদ্ধত অংশগুলি নগেন্দ্রনাধ চট্টোপাধ্যায় প্রণীত রাজা রামমোহন রায়ের জীবন-চরিত হইতে সংগৃহীত । ঐ কালিদাস ভট্টাচার্য্য ( ১৩ ) বিছা যে গাছে বিছার উপদব হইবে প্রথমতঃ একটা লাঠী বা ঐরাপ একটা কিছু দ্বার। ঐ গাছ হইতে সমুদয় বিছা ঝাড়িয়া ফেলিয়৷ দিবেন। তৎপর ঐ গাছের কাণ্ডের চারিদিকে ৮১ • ইঞ্চি পরিসরে চূণ দিয়া প্রলেপ দিবেন। আম প্রভৃতি বড় গাছে মাচী হইতে আড়াই বা তিন হাত উপবে চূণ দিলে ভাল হয়। যে গাছের বিছ। দূরীভূত করিতে চান, সেই গাছের সঙ্গে আগার দিকে অন্ত কোন নিকটবৰ্ত্তী গাছের পাত বা ডাল মিলিত হইলে ঐ সব নিকটবৰ্ত্তী গান্ধগুলির গোড়াতেও উক্তরূপে চূণ দিবেন। কিছুদিন পরে বৃষ্টিতে ভিজিয়া বা রৌদ্রে শুকাইয়া চুণ উঠিয় গেলে আবার নুতন করিয়া চূণ দিতে হইবে। এইরূপ করিলেই সমুদয় বিছা দূরীভূত হইবে। ইহা পরীক্ষিত । ঐী নরেন্দ্রচন্দ্র দেব গুপ্ত জম সংশোধম গত চৈত্র মাসে, বেতালের বৈঠকে প্রকাশিত, “নৌ-বিদ্যা” সম্বন্ধীয় প্রশ্নের ষষ্ঠ পত্তিতে “ওয়ালাদিদের” স্থানে “ও খালাসীদের” হইবে । مرجسمعتيتيتيتتبعهم مملكة ভূমিকম্প শ্ৰী পূর্ণচন্দ্র ভট্টাচাৰ্য্য, বি-এ, বি-ই পুষ্টায় ১৯১৮ শতাব্দীর ৮ই জুলাই অপরাহ্ল-কালে বঙ্গদেশের সর্বত্র দৈনন্দিন কার্য্যকলাপ যথারীতি চলিতেছিল,—কাছারীতে উকীল, মোক্তার, মোহুরীর ও মক্কেলের ভীড়, রেল-ষ্টীমারে সর্বপ্রকার যাত্রীর ভীড়, হাটবাজারে ক্রেতা-বিক্রেতার ভীড়, সহরের রাস্তায়-রাস্তায়, আলিগলিতে পথিকের ভীড়, কোথায়ও কোনো বৈচিত্র্য নাই, সহসা দারুণ কম্পনে ধরিত্রী কঁাপিয়া উঠিলেন। অট্টালিকাবাসী সত্ৰাসে গৃহ পরিত্যাগ করিয়া বাহির হইল। সকলে কিন্তু তাহাও পারিয়া উঠিল না। কোনো কোনো স্থানে কম্পনের বেগাধিক্যবশতঃ অগ্নিদাহ ঝটিকা ও চৌৰ্য্যভয় শূন্য ধনীর অট্টালিকা দেখিতে দেখিতে ভূমিসাৎ হইল। সঙ্গে সঙ্গে ধনীকেও ইষ্টকস্তাপে প্রোথিত করিয়া ফেলিল । আটালিকাবাসী অট্টালিকা পরিত্যাগ করিয়া কিছুকাল দরিদ্রের পর্ণকুটীর রচনা করিয়া বাস করিতে লাগিল। পর্ণকুটার তার পক্ষে পূৰ্ব্ববৎ ঘৃণ্য রহিল না। ১৮৯৭ খৃষ্টাব্দের ১২ই জুন অপরাহ্লের ভীষণ ভূমিকম্পে