পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] প্রত্যহ চিঠি লিখিব মনে করি। কিন্তু এত লিখিবার আছে যে, একখানা পুস্তক হইয়া পড়ে। আর আমি কিরূপ ব্যস্ত আছি বলিতে পারি না । আমি যে-সব নুতন বিষয় পাইয়াছি তাহ বলিলে কেহ বিশ্বাস করিবে না, আর সেসব বর্ণনা করিতে ভাষা ও পাই না। নূতন জিনিযেৰ নামকরণ করিতে হইল ; তুমি ত আমাদের দেশীয় নাম ঠিক করিয়া দিলে না । দেশ হইতে আসিয়া আর ও কত আশ্চর্য্য বিষয় পাইয়াছি যে বলিতে পারি না। আমি সেসব মনে করিয়া স্তম্ভিত হই—সে-সব একে একে দেথাইতে না পারিলে কেহ বিশ্বাস করিবে না। আমি সেই ভয়ে এখনও নূতন paper লিখি নাই। গতবারে যাঙ্গ বলিয়াছি, তাহাই লোকে হজম করিতে পারে নাই । আর যে-সব পাইয়াছি তাহ বলিলে লোকে বাতুল মনে করিবে । আমি এসবের জন্য তোমার পরামর্শ চাই, আগামীতে লিখিব। আমার বর্তমান কাৰ্য্য যে কতদূর সর্বগ্রাসী হইয়াছে, তাত লিথিয়া জানাইতে পারি না । সৰ্ব্বদ। পত্র লিখিও । তোমার সহধৰ্ম্মিণী ও পুত্রকন্যাগণকে আমার সম্ভাষণ জানাই ও । তোমার জগদীশ ( २७ ) Clo Messrs, llenry S. King & Co. (55 (ornhill, London. 3rd May, 1901. বন্ধু, তোমার “নৈবেদ্য” সময়মত আসিয়াছে । আমার পরীক্ষার আর ৭ দিন বাকী আছে, তখন তোমাদের ধ্বজা এই পশ্চিম জগতে উত্থিত করিতে পারিব কি না, তাহার পরীক্ষা হইবে । আমি একঘণ্টা সময়ের মধ্যে অতি দুরূহ বিষয় পরিষ্কার করিয়া বুঝাইতে পারিব কি না জানি না। সমস্ত বিজ্ঞান আচ্ছন্ন করিয়া নূতন এক মগন সত্য যাঙ্গ দেখিতে পাইতেছি, তাহা দু'একদিনে প্রচার করিবার আশা করি না । stifq cz-faqq British Associations) «fäßi জগদীশচন্দ্র বসুর পত্রাবলী ○ や> ছিলাম, তাহা দুরূহ বৈদ্যুতিক নূতন বিষয়, সুতরাং Physiologistর হঠাৎ বুঝিয়া উঠিতে পারেন নাই ; *f$ physiology cV physics £3 •, &*fœ, άεI বিশ্বাস করিতে চাহেন না । আমি সেই বিশ্বাস যে একদিনে দৃঢ় করিতে পারিব তহি। মনে করি না । জীবন যে একটা মহান সত্তা—জড়জগতের হইতে বহু উচ্চে স্থাপিত, একথা এদেশের বৈজ্ঞানিক ও খৃষ্টধৰ্ম্মবিশ্বাসী লোকের সহজ জ্ঞানস্বরূপ । তবে সম্পূর্ণ নূতন উপায়ে, এক অতি আশ্চর্য্য আবিস্ক্রিয়ার ফলে আমি সেই সত্য প্রমাণ করিতে পারিব, তাহার কোন সন্দেহ নাই । কোন কোন Physiologist *fosfossi Co, Wi-if metallic particles ###1. আমরা solid ; কোন solid metalএ চিমটি কাটিয় তাহার অতুভূতিচিহ্ন যদি দেখাইতে পারেন তাহা হইলে দ্বিধা থাকে না । আমি এক নূতন কল প্রস্তুত করিয়াছি, তাহাতে এই চিমটি কাটিবার ফলে যে অনুভূতিরূপ স্পন্দন হয় তাহা automatically recorded sa i Giẽ record ata আমাদের শরীরে চিমটি কাটিলে যে record হয় ( যাহার experiment of Essozi I record physiologists of soa ), তাতার মধ্যে কোন প্রভেদ নাই । আর জীবনের স্পন্দন যেরূপ নাড়ী দ্বারা বোঝা যায়, সেইরূপ জড়ের ও জীবনীশক্তির স্পন্দন আমার কলে লিগিত হয় । তোমার নিকট এক অতি আশ্চৰ্য্য record পাঠাইতেছি । স্বাভাবিক নাড়ীর ক্রিয়া দেখিবে, তার পর বিস প্রয়োগে নাড়ীর স্পন্দন বিলোপ হইতেছে দেখিবে । জড়ের উপর বিষ প্রয়োগ হইয়াছিল । কি অত্যাশ্চর্য্য নূতন জগৎ আমার সম্মপে প্রতিভাসিত হইয়াছে বলিতে পারি না । কি অসীম নূতন সত্য সম্মুখে রহিয়াছে। একদিন মনে করিয়াছিলাম যে, এমন দিন কৰে আসিবে যে দেশ-দেশান্তর হইতে জ্ঞান-আহরণের জন্য ভারততীর্থে লোকসমাগম হইবে । সেই আশা পূর্ণ হইয়া ও হইল না। আমার সমস্ত পুজি এদেশে রাখিয়া রিক্তহস্তে ফিরিতে হুইবে । কারণ, আমাদের দেশবাসীরা