পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মছলি-পত্তনপ্রবাসী শিম্পাচার্য্য শ্ৰীযুক্ত প্রমোদকুমার চট্টোপাধ্যায় শ্ৰী জ্ঞানেন্দ্রমোহন দাস বঙ্গের যে-সকল সুসস্তান জন্মভূমির বাহিরে নানাদিক্‌ দিয়া বৃহত্তর-বঙ্গ গড়িয়া তুলিতেছেন, আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের নব্যবঙ্গীয় চিত্রকলায় দীক্ষণপ্রাপ্ত শীঘুক্ত প্রমোদকুমার চট্টোপাধ্যায় তাহদের অন্যতম। প্রমোদবাবু মছলিপত্তন অন্ধ জাতীয় কলাশালায় চার বৎসর অধ্যক্ষতা করিবার পর সম্প্রতি বিদায় লইয়া কলিকাতায় ফিরিয়াছেন। কলাশালার কর্তৃপক্ষগণ, আন্ধ, জনসাধারণ ও ছাত্রমণ্ডলী যেরূপ বিরাট সভা করিয়া তাহাকে তাহাদের আন্তরিক শ্রদ্ধা, গীতি, ভক্তি এবং উচ্চ সম্মান দিয়া কতজ্ঞঈদয়ে বিদায় দিয়াছেন, তাহাতে তিনি যে তদেশবাসীর কতটা হৃদয় জয় করিয়া আসিয়াছেন, ভাবিলে হৃদয় আনন্দে ভরিয়া উঠে । তিনি কলাশিল্পের ভিতর দিয়া দক্ষিণ ভারতে বঙ্গের সভ্যতা (culture) বিস্তার করিতে, আন্ধ, জাতিকে বঙ্গীয় ভাবে অনুপ্রাণিত করিতে, এবং তথায় একটি স্বাধীন কেন্দ্র গঠন করিয়া বঙ্গের ভাবধারার ভিতর দিয়া আন্ধ, জাতীয় ঐতিহ্যের ভিত্তির উপর আন্ধ, প্রতিভা ফুটাইয়। তুলিতে কতদূর সাহায্য করিয়াছেন এবং তাহাতে কতটা কুতকার্য্য হইয়াছেন, তাহ৷ তদেশীয় মুখপত্রসমূহ এবং আন্ধ, নেতৃবর্গের সঞ্চতজ্ঞ স্বীকারোক্তি 2ইতে জানা যায়। প্রমোদবাবু ১৮৮৫ খৃষ্টাব্দে কলিকাতায় জন্মগ্রহণ পূরেন। অল্প বয়স হইতেই ললিতকলার প্রতি র্তাহার চিত্ত ধাবিত হয় এবং অধিক দিন বাগ দেবীর উপাসনা * করিয়া তিনি কলাশিল্পের অনুশীলনে ব্ৰতী হন । র্তাহার পয়স যখন পচিশ ছাব্বিশ বৎসর, তখন তিনি কলিকাতা নবর্ণমেণ্ট আট স্কুলে পাচ বংসরে শিক্ষা সমাপ্ত করিয়া :৯১১ অব্দে স্কুল ত্যাগ করেন। প্রিন্সিপ্যাল হাভেল সাহেবের পর শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুরের অধ্যক্ষতাকালে প্ৰমোদবাবু তাহার ছাত্র-জীবনের শেষভাগ অতিবাহিত রিয়া পাস ব্রাউন সাহেবকে স্থায়ী প্রিন্সিপ্যাল হইয়। وفي ميص وخه আসিতে দেপিয়াছিলেন । এই সময় তিনি আচাৰ্য্য অবনীন্দ্রনাথের প্রধান শিয়া বাৰু নন্দলাল বস্থ, বাবু অসিতকুমার হালদার ও বাপ সুরেন্দ্রনাথ গাঙ্গুলী প্রমুখ নব্যবঙ্গীয় শ্রেষ্ঠরূপকারদিগের সতীর্থ হইয়াছিলেন । স্কুল শিল্পী স্ত্রী প্রমোদকুমার চট্টোপাধ্যায় হইতে বাহির হইয় প্রমোদবাবু স্বাধীনভাবে কাৰ্য্য করিতে আরম্ভ করেন। এই সময় পাশ্চাত্য প্রথায় তৈলচিত্র এবং মানসমূৰ্বি অস্কনে তিনি কিছু নামও করিয়াছিলেন । তথন নব্যবঙ্গীয় চিত্রকলা-পদ্ধতিতে র্তাহার আস্থা ও সহানুভূতি আদে ছিল না। কিন্তু অভাবনীয় ঘটনাপরম্পরার আবৰ্ত্তে পড়িয়া তিনি অল্প কয়েক বৎসর পরেই