পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo o হইতে চট্টোপাধ্যায় মহাশয়ের প্রতি কতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সভাপতি, স্থানীয় সৰ্ব্বপ্রধান উকীল শ্ৰীযুক্ত সেবিজি হনুমন্তরাও পাস্তুলু গারু চট্টোপাপায়-মহাশয়ের বহুল প্রশংসাবাদ করিয়া বলেন—“চারি বৎসরের কঠোর প্রবাসী—শ্রোবণ, ১৩৩ [ ২৬শ ভাগ ১ম খণ্ড পরিশ্রম এবং ঐকান্তিক নিষ্ঠার সহিত প্রমোদ-বাবু অল্প জাতীয় কলাশালাকে একটি সুগঠিত স্বাধীন প্রতিষ্ঠা.ে পরিণত করিয়া দিয়া সমগ্র অন্ধ জাতির কৃতজ্ঞতা লাকরিয়াছেন ।” কুং-ফু-ৎসু ঐ প্রভাতকুমার মুখোপাধ্যায় মহাশিক্ষা দশম পরিচ্ছেদ ১ । পুথিবী শান্তিময়’ বলিলে এই বুঝায় যে, তাহার রাজ্যের শাসন নির্ভর করিতেছে বৃদ্ধদের শ্রদ্ধার উপর, এবং ( সেইজন্ত ) লোকে বাৎসল্য শিক্ষা করিবে । ( তাহার রাজ্য-শাসন নির্ভর করিতেছে ) জ্যেষ্ঠদের সম্মানের উপর এবং ( সেইজন্য ) লোকে ভ্ৰাতৃস্নেহ শিক্ষা করিবে । ( তাহার রাজ্য-শাসন নিভর করিতেছে ) অনাথদিগের সহৃদয়তার উপর, এবং ( সেই জন্ত ) লোকে বিপরীত (কাজ) করিবে না । সেইজন্য শাসক বা সম্রাটের নীতি-ধৰ্ম্ম ( তাও ) মাপিবার একটি মানদণ্ড ( চীন-চতুষ্কমান ) আছে । ২ । যাহা উদ্ধতনে মন্দ বিলিয়া তুমি বিবেচনা কর) অধস্তনের (উপর সেইরূপ ) ব্যবহার করিও না । যাহা অধস্তনে মন্দ ( বলিয়া মনে কর সেইরূপ ) কৰ্ম্ম উৰ্দ্ধতনের (উপর। করিও না । যাহা পূৰ্ব্ববৰ্ত্তীদের মন্দ, তাহ পরবত্তীদের উপর করিও না । বাহ পরবর্তীদের পক্ষে মন্দ তাহা পূৰ্ব্ববৰ্ত্তাঁদের উপর করিও না । যাহা দক্ষিণদিকে মন্দ, তাহ বামদিকে দিও না । ধাহা বামদিকে মন্দ, তাহা দক্ষিণদিকে দিও না ; ইহাকে বলে ‘নীতি-ধৰ্ম্ম ( তাও ) মানদণ্ড ।” মাপিবার ৩ । কাব্য-সংগ্রহে আছে, “কত আনন্দ । রাজা প্রজা পিতামাত ' লোকের যাহা ভাল লাগে, তিনি ত্।। ভালবাসেন ; লোকের সাহ মন্দ লাগে, তিনি তাঃ। মৃণা করেন ; তাহাকেই বলে লোকের পিতামাতা হওয়া । ৪ । কাব্য-সংগ্রহে আছে, ‘উত্তঙ্গ ওই দক্ষিণ পৰ্ব্বত— শিলাময়-শিখর-কিরীটিত । অতি মহান তুমি পণ্ডি" ফ্লিন্‌ ! লোকে তোমার দিকে চাহিয়া আছে । রাজ্যশাসক অমনোযোগ হইতে পারেন না ; চু্যত হইলে ( অর্থাৎ রাজ্যশাসন বিষয়ে অমনোযোগী হইলে ) ( তাহার ) জগতে ঘৃণ্য হইবে । ৫ । কাব্য-সংগ্রহে আছে, ‘সাধারণ লোকদে হারাইবার পূৰ্ব্বে, য়িন ( বংশ ) ( অর্থাৎ তাহাদের পতনের পূৰ্ব্বে ) তাহারা দেবতাদের সমতুল্য ছিল। য়িন" : ( দৃষ্টান্ত ) দেখিয়া শিক্ষা কর। সৌভাগ্য স্থির থাকে না । ( মৃতরাং ) দেখা যাইতেছে সকলকে ( সৰ্ব্বসাধা? লোককে ) পাইলে তবেই রাজ্য পাইবে । সকল:ে হীরাও, রাজ্যও হারাইবে । ৬ । সেইজন্য শাসক প্রথমেই সাবধান হইবেন পু, বিষয়ে ; পুণ্যকে প্রাপ্ত হইলে লোক-( বল ) হয় ; লোণ ( বল ) হইলে ভূমি-( বল ) হইবে ; ভূমি হই ধন-( বল ) হয় ; ধন হইলে ব্যবহার ( করিবার শ{ श्म्न ) ।