পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\とや8 প্রবাসী—শ্রোবণ, ONHLණ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড খুজিতে বলিতাম। আমাদের কত ভারতীয় ছাত্রই ত বিলাতে আছেন, তাহার একটু অমুসন্ধান করিয়া এই সম্বন্ধে একটি প্রবন্ধ লিখুন না, ইহাতে আবিষ্কারের পথ সুগম হইবে। ইংলণ্ডে কুঁচি মাল নাই, তাই কত অসুবিধl, কিন্তু আমাদের ভারতবর্ষে সকল দেশ হইতে তুলা বেশী উৎপন্ন হইয় থাকে, আমর। তাহ৷ স্বত্র-উৎপাদনে লাগাইতে পারিতেছি না, ইহা কি পরিতাপের বিষয় নহে ? যে পদ্মার খরস্রোতে একুশরত্ব ধবংস হইল, যাহার বিক্রমে বিক্রমপুর বংসর বংসর ভাঙ্গিয়া নদীগর্ভস্থ হইতেছে, আমরা কি সেই পদ্মার শক্তি কাজে খাটাইয়া, ছোট স্থতার কল চালাইয়া হত শ্ৰী পল্লীর গৌরব পুনরুদ্ধার করিতে পারি না ? অথবা আমাদের দেশেই শত শত oil engine expert প্রস্তুত হইতে পারে ; তাহাদের সাহায্যে ছোট ছোট চরকা বা অন্য কল চলিতে পারে ; মটরকারগুলিও ত oil engine মাত্র । আজ কত ভদ্র যুবক এই মটর-পরিচালকের কাজ করিতেছে। যদি গ্রামে এইরকম চরকার ছোট ফ্যাক্টরি স্থাপিত হয়, তবে আজ যে দেশের সমস্ত যুবক শুধু কেরাণীগিরির জন্য নিজের বিদ্যার গৌরব বিসর্জন দিতেছে, তাহারাই । আবার গ্রামে ফিরিয়া এই ভাবে জীবিকা অর্জনের পথ প্রদর্শন করতঃ গ্রামের মুখ উজ্জল করিতে পরিবে । জাপান যখন শিল্পোন্নতি করিতে বদ্ধ পরিকর হইয়াছিল, তখন তাহারা ইউরোপীয় যন্থগুলির কাঠামের অংশ কাষ্ঠনিৰ্ম্মিত করিয়া কারখান। স্থাপন করে ; আর ১৫০০ কি ২০ ০০ টাকা বেতনে ইউরোপীয় বিশেষজ্ঞ আনাইয়। কতকগুলি মোটা-সোট শিল্প দেশে স্থাপিত করেন । আহ। আমাদের দেশে যদি শিল্পোঙ্কারের জন্ত বা নুতন শিল্প স্থাপনের জন্য যমুনা লাল বা জাজের দান, বা দেশবন্ধু ও মতিলাল নেহরু বা ডাক্তার প্রফুল্ল ঘোষের মহান ত্যাগ থাকিত তবে কত যুবক আবিষ্কার করিয়া ও কারখানা স্থাপন করিয়া দেশকে ধন্য করিতে পারিত ? কংগ্রেস বা কোন ধনাঢ্য ব্যক্তি নিম্নলিপিত উপায়ে চরকা আবিষ্কারের সহায়তা করিতে পারেন— (১) একটি পুরস্কার ঘোষণা করা হউক, যিনি পিঞ্চনযন্ত্রের উন্নতি সাধন করিয়া “হাবৃগ্রিব স স্পিনিং জেনি” ব। তাহারই মত একাধিক টেকে বিশিষ্ট চরকা উদ্ভাবন করিতে পারিবেন তিনি অনূ্যন ৫০ ০০০ টাকা পুরস্কা পাইবেন । আবিষ্কারক মহাশয় দেশীয় হউন বিদেশ" ইউন তাহতে কিছুই আপত্তি নাই । এই ভাবে পৃথিবীব সমস্ত মনীষা-সম্পন্ন মহোদয়গণকে এই কাজে আহবান করা ঘষ্টিতে পারে ; অথচ,ঐ অল্প টাকায়ই এই কাজ হইতে পারে। ইহাতে ফন্ত্রের অনাবশ্বক আড়ম্বর থাকিহে পারিবে না, ইহা গ্রাম্য মিস্ত্রী দ্বার। মেরামত হইবার যোগ হওয়া চাই, চরকার মূল্য খুব বেশী না হয়—এদিকে ৫ বিশেষ দৃষ্টি রাখিতে হইবে । (২) একটি শিল্পীসঙ্ঘ প্রতিষ্ঠিত হউক ( ইহাই হইবে Aizisco National Director of Industries)ofoss কংগ্রেস-নির্বাচিত কতিপয় বিশেষজ্ঞ মিলিত হইয় চরকা আবিষ্কারের পুরাতন ইতিহাস আলোচনা কfরবেন, প্রবন্ধ লিখিবেন আর সেই অনুসারে চরক আবিষ্কার করিবেন । মৌলিক আবিষ্কার সম্বন্ধে একটা ফরমাইস দেওয়া চলে না। নিউটনকে কেই মাধ্যাকর্ষণ আবিস্কার করিতে ফরমাইস দেন নাই । ওয়াট মহাশয়কে কেহ বাপশক্তির তথ্য আবিষ্কার করিতে বলেন নাই। কোন মৌলিক সত্য কাহার মনে কোন দিন উদিত হইয় পড়ে, তাহ পূৰ্ব্বে কে? জানিতে পারে না । কিন্তু আমাদের আলোচ্য ধিমন সম্বন্ধে সে-কথা পাটে না । এক হিসাবে চরকা আবিষ্কার Invention Atz, ê*| যাই । হইয়াছিল, ধাহী যন্ত্রাকারে পরিণতও করা হইয়াছিল, সেন্স হারগ্রিবস মহাশয়ের চরক। আবার অর্করিট মহাশয়ের “\[ule” পুনরুদ্ধার করাই আমাদের জাতীয় প্রচেষ্ট’ হওয়া উচিত ; সুতরাং ইহার ফরমাইস দেওয়া চলে এবং একট। সঙ্ঘবদ্ধ চেষ্টার ফলে ইহার পুনরুদ্ধার একান্ত সহজ এবং সম্ভবও বটে। এই সজোর কাছে আবিষ্কারকগণ নিজ নিজ চিন্তাগুলি পেশ করিবেন ; তাহার: তাহার সার্থকতা বুঝিলে চিন্তাগুলি কার্য্যে পরিণত করিবার সুবিধা করিয়া দিবেন । এই প্রকার ব্যক্তি বিশেষের চেষ্টা ও সঙ্ঘবদ্ধ চেষ্টার ফলে চরকা জিনিষটি অবশ্যই গড়িয়া উঠিবে । Discovery Aso,