পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সাইকেলে কাশ্মীর ও আর্যাবর্ত ৬৬৭ z9কনিফter কলিকাতা হইতে কুল্টার পথের মানচিত্র t) لا س- brd দিন ক্রমশঃ এগিয়ে এল। এখন এইখান খেকে আমাদের দৈনিক-লিপি আরম্ভ কর। যাকু । কাশ্মীর-অভিমুখে ২২শে সেপ্টেম্বর, মঙ্গলবার – এই ঘটনা বহুল ভ্রমণের এক অধ্যায়ের অাজ প্রথম দিন। আমাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবেরা বিদায় দিতে সমবেত হ’লেন । বয়োজ্যেষ্ঠের যাত্রার সময় কল্যাণ কামনা করলেন—বন্ধুরা 'all success’ ব’লে বিদায় দিলেন । তখন রাত সাড়ে চারটা । সমস্ত নগর নিস্তব্ধ, স্বযুপ্ত, পথ জনশূন্ত, আমরা ল্যাম্প জেলে রওনা হ’লাম। আমরা হাওড়া পুলে এসে দেখলাম পুল খোলা । কাজেই আমাদের এখানে প্রায় মিনিট পনের দাড়াতে হ’ল । পরে হাওড়া ষ্টেশনকে বা দিকে ' ফেলে ক্রমশঃ আমরা গ্র্যাগুট্রাঙ্ক রোডে পড়লাম । তখনও বেশ অন্ধকার, 'কিন্তু রাস্তার আলো নিবিয়ে দেওয়ায় আমাদের একটু অস্ববিধ হ’তে লাগল। ভোরবেল লিলুয়ায় এসে ল্যাম্প নিভিয়ে দিলাম । রাস্তা খারাপ হ’তে আরও হ’ল । পাচ মাইল-ষ্টোনের কাছে দেখা গেল মিটার আলগা হ’য়ে যাওয়ায় সরে গেছে— তাতে কিছু ওঠে নি। নেমে মিটার ঠিক ক’রে আমরা সাইকেলে উঠলাম । সূর্য্যোদয় হ’য়েছে । বালিতে গঙ্গাকে ডান দিকে রেগে উত্তরপাড়া ; কোন্নগরের ভিতর দিয়ে চলেছি । দু’পাশে মিলের মাঝখান দিয়ে রাস্ত চলেছে । গাড়ী ঘোড়া ও লোকজনের ভিড়ও কম নয় । কলকাতার ত্যাচ এখনও একেবারে যায় নি। মাঝে মাঝে রেলের লাইনের গেট বন্ধ থাকায় আমাদের নামৃতে হচ্ছিল । ক্রমশঃ রাস্তার পাশে গাছপালা স্বরু হ’ল ।