পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i লোয়ান গষ্ট লেসিস – সেই ছবি আমরা দিলাম। এই পালোয়ানের নাম Hiż Gifio (Gust Lessis ) i মুদ্রার কথা এখন পৃথিবীর প্রায় সৰ্ব্বত্রই চ্যাপ টা এবংগোলাকার পড়খণ্ড মুদ্রারূপে ব্যবহৃত হয়। অবশু বিভিন্ন দেশের সুধার উপর বিভিন্ন রকমের মার্ক দেওয়া থাকে। চ্যাপ ট। এবং গোলাকার মুদ্ৰাই সৰ্ব্বপ্রকারে ব্যবহারের উপযোগী পলিয়। অনেক শতাব্দী ধরিয়া এই আকারের মুদ্রার প্রচলিত হইয়াছে। কিন্তু প্রাচীন কালে ভিন্ন ভিন্ন দেশে বিভিন্ন আকারের মুদ্রার প্রচলন ছিল। বহু প্রাচীন কালে অদ্ভুত আকৃতির এক তাল ধাতু ছেলেদের পাততাড়ি–মুদ্রার কথা و اگر \ পিণ্ডের উপর একটা সাদাসিধা মার্ক দিয়া মুদ্র। তৈয়ার হইত। ঐ অদ্ভুত ধরণের ধাতুর ডেল্লার ব্যবহারে অনেক অস্থবিধা হওয়ায় ক্রমশঃ তাহা একটু গোলাকার ও চ্যাপাট আকৃতির করা হয়। বৰ্ত্তমান উন্নত ধরণের মুদ্রাঙ্কণ প্রণালী স্বষ্টি হওয়ার পূৰ্ব্বে কোন দেশেই মুদ্রা ঠিক গোলাকার ছিল না। এসিয়ার প্রাচীন মুদ্রাগুলিই বিশেষ করিয়া অভূত আকারের ছিল তবে ইউরোপে ও আমেরিকায়ও নানা অদ্ভুত আকারের মুদ্রার প্রচলনের প্রমাণ পাওয়া যায় । প্রাচীনকালে পৃথিবীর যে-সব দেশে ভাল টাকশাল ছিল না, সে-সব দেশে সাধারণত: ধাতু-শলাকা মুদ্রারূপে ব্যবহৃত হইত। জাভা ও সিংহল দ্বীপের শলাকামুদ্রা বিশেষরূপে উল্লেখ যোগ্য। এইসব দ্বীপের প্রচলিত মুদ্রাগুলি লম্বা, ছাঁচে-ঢাল৷ তামার শলাকা হইতে প্রস্তুত হইত এবং যে শলাক যতটা লম্বা হইত তাহার মূল্য তত বেশী হইত। শ্যামদেশে রৌপ্য-শলাকা পিটিয়া নানা আকারের মুদ্রা তৈয়ার করা হইত। প্রাচীনকালে নানাধাতুর তার-নিৰ্ম্মিত মুদ্রার প্রচলনেরও নিদর্শন পাওয়া যায়। তাহার মধ্যে পারস্ত দেশের লারিস্থানের মাছধর বড়শি-আকারের তীর-মুদ্রাই বিশেষরূপে উল্লেখযোগ্য। রূপার-তৈরী প্রায় তিন ইঞ্চি লম্বা একএকটি তার ভাঞ্জ করিয়া ও একদিক্‌ বেঁকাইয়৷ এই প্রকারের মুদ্রা প্রস্তুত হইত। সিংহল ও ভারতবর্যের নানাস্থানেও তারের মুদ্রার চলন ছিল । আরব দেশে ও ককেশাস পাৰ্ব্বত্য প্রদেশে ছোট ছোট তামার তার মুদ্রারূপে ব্যবহৃত হইত। সপ্তদশ ও অষ্টাদশ শতাবীতে সুইডেনে বড় বড় তামার পাতের উপর ছোট ছোট মার্ক মারিয়া মুদ্রারূপে ব্যবহৃত হইত। মূল্য-অন্ধ্যায়ী এই মুদ্রাপাতগুলি ভারী করা হইত। সুইডেনের তৎকালীন একটি সর্বাপেক্ষ বেশী মূল্যের মুদ্রার ওজন প্রায় ২৪ সের। সেখানকার সর্বাপেক্ষ বৃহৎ মুদ্ৰাপাত লম্বায় আড়াই ফুট ও চওড়ায় এক ফুট ও সর্বাপেক্ষা ছোট মুদ্রার আয়তন এক ইঞ্চিরও কম হইত। যুদ্ধের দরুন অনেক সময় অনেক নগর অবরোধ করা হইত। সাময়িক কাজ চালাইবার নিমিত্ত অবরুদ্ধ নগর