পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|| আধুনিক জাপান— সুষমামণ্ডিত ছিল । রবীন্দ্রনাথ জাপান-যাত্রীর পত্রে এই চা-উৎসবের চমৎকার বর্ণনা দিয়াছেন । হোটেলের মত টেবিলে চেয়ারে সারবন্দী হইয়৷ চ থওয়াব প্রথা পুৰ্ব্বে ছিল না । চা তৈয়ারী ও চা সরবরাহ করাট কারুশিল্পেব এক অঙ্গ ছিল । সে সময় মেয়েদের মুখে যে কমনীয়তা ও মাধুর্য্য ফুটিয়া উঠিত ওকাকুর। 'চ' সম্বন্ধীয় পুস্তকে তাহার বর্ণন করিয়াছেন। এই ছবিতে দেখুন, বিদেশীদের মত দল বাধিয়া টেবিলচেয়ারে ৮ খাওয়া হইতেছে । কিন্তু মেয়েদের মুখের নমতা ও মধুৰ্য্য বজায় Aাছে । : প্রাচ্য জাপান পাশ্চাত্যের:বিজ্ঞান ও সভ্যতার অণুপ্রাণনায় পশ্চিমদেশের পথে চলিয়া-গতষাট-সত্তর বছরে নিজের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যে পরিবর্তন-সাধন করিয়াছে তাছা,আমরা সকলেই-দেখিতেছি{। তীরন্দাজ জাপানী মেয়ে— জাপানী মেয়েদের মধ্যে আজকাল ধনুৰ্ব্বাণ পেল খুব প্রচলিত। তাহার রীতিমত শিক্ষক রাখিয় তাঁর ছুড়িতে শেখে ; তীরন্দাজ আধুনিক জাপানের চা-উৎসব’ “ই ক্ষুদ্র দ্বীপের খৰ্ব্বকীয় অধিবাসীরা ইউরোপের মহাপরাক্রাস্ত জাতি শহর সাহত সমানে টেক দিতেছে ; ইয়োরোপের জাতিসমূহ তাহাকে বিশেষ হেলার চক্ষে দেখিতে আর ভরসা পায় না । জগতের রাষ্ট্রীয় সর্বস্তার সমাধানে জাপানের স্থান নেহাৎ তুচ্ছ নয়। পশ্চিমের সভ্যতার পপল-তাড়নে জাপানের পরিবারিক জীবনেও নান পরিবর্তন সাধিত ইয়াছে। ইয়োরোপের ইম্পিরিয়ালিজমের প্রভাব চীনের প্রতি সাপানের অমানুষিক ব্যবহারেই হস্পষ্ট হইয়া উঠে। বিজ্ঞানেও টাপান ইয়োরোপের প্রায় সমকক্ষ হইয়া উঠিতেছে। এই যে বৎসর তীরন্দাজ জাপানী মেয়ে *Sদর জাপানের ভাগ্যদেবতা তাহাকে লইয়া ঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড পর্তুতির ধ্বংসথেল থেলিতেছে ইহাতেও জাপান দমিয়া যায় নাই । মেয়েদের জন্য নানাস্থানে আখড়াও প্রতিষ্ঠিত হইয়াছে। ছবিতে একটি আধুনিকতার প্রভাবে জাপানের কতকগুলি চমৎকার সামাজিক আখড়ার মেয়ের তাঁর ছোড়া অভ্যাস করিতেছে দেখান হইয়াছে। উৎসব নষ্ট হইতে বসিয়াছে। পূৰ্ব্বে জাপানের “চা-উৎসব” সৌন্দৰ্য্য ও Risting