পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૭8 জহান-অারী—ঐ ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় প্রণীত ও অধ্যাপক শ্ৰীযুক্ত যদুনাথ সরকার, সি-আই-ই কর্তৃক লিখিত ভূমিকা সম্বলিত । প্রকাশক গুরদাস চট্টোপাধ্যায় এণ্ড সঙ্গ , কলিকাতা । মূল্য বারে আন । পৃঃ ১২৩ ৷ এই গ্রন্থে সম্রাট শাহ জঙ্গনের বিদুষী কস্তা জহীন-আল্লার চরিত কীৰ্ত্তিত হইয়াছে । সমট্-নন্দিনী জহীন আরার জীবন রহস্যময়। ব্রজেন্দ্র-বাক্টর বর্ণনাগুণে এই মহীয়সী মহিলার চরিত কথা সুখপাঠ্য হইয়াছে । গ্রন্থে কথনও বাদশাহজাদীকে প্রাসাদের ‘প্রধান মহিলা’রূপে দেখিঠেছি, কখনও ঐশ্বৰ্য্যক্রোড় পালিত সুখলালিত এই সম্রাট-দুষ্টি তাকে রোগশয্যাপার্থে শুশ্ৰুষাকারিণী দেবদূতীরূপে দেখিতেছি, কখনও রাজমন্ত্রণাদাত্রী রূপে উহার কুটরাজনীতি-জ্ঞানের পরিচয় পাইয়। বিস্মিত হইতেছি, আবার সম্রাট শাহ জহানের কারাগুহের সঙ্গীনীরূপে ঠাঁহাকে মুষ্ঠিমতী মাতৃরূপে পিতৃপরিচযানিরত দেখিয়৷ সমাটের জীবনের শেষাঙ্কের টাজেডি উপলব্ধি করিতেছি। এই সুলিখিত গ্রন্থে জঙ্গন-আরীর অসীম পিতৃভক্তি, তাহার অতুলনীয় ত্যাগ, চাহার অপরিমের জ্ঞানপিপাসার বর্ণনা পড়িতে পড়িতে চমৎকৃত হইয়াছি। ব্ৰজেন্দ্র-বাবু ঐতিহাসিক তথ্য ঘাটিয়া জহন্‌-আরার এই জীবনী লিথিয় বঙ্গ-সাহিত্যকে সমৃদ্ধ করিয়াছেন । পুস্তকখানির ছাপা ও বাধাই চমৎকার হইয়াছে । নিগৃহীত–শ্ৰীমতী বিজনবাল কর প্রণীত। আধ্য পাবলিশিং হাউস, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা হইতে প্রকাশিত । দাম—দেড় రీరి | .ே পারিবারিক চিত্রকে আশ্রয় করিয়া গ্রন্থের অনাড়ম্বর ঘটনাগুলি স্বচ্ছন্ম রস-মাধুয্যে ভরিয়া উঠিয়াছে । গ্রন্থকার উtহার চারিধারের একান্ত গীটি বাঙ্গালী চরিত্রের আবহাওয়ার ভিতর দিয়া যাত্র সুরু করিয়াছেন এবং শেষ করিয়াছেন । তিনি যাহা দেখিয়াছেন তাঁহাই লিথিয়াছেন, পাশ্চাত্যের ব্যর্থ অমুকরণে শক্তি নিঃশেষ করেন নাই। তাই তাহার রচনার ভিতর অসাধারণত্বের ছাপ না থাকিলেও বাস্তবতার ছাপ আছে এবং চরিত্রগুলিও ফুটিবার অবকাশ পাইয়াছে। লেখিকার ভূtষাও ভালো । বইথানি পড়িয় আমরা সুখী হইয়াছি । 2 মানুষ গড়—শ্ৰী বারীন্দ্রকুমার ঘোষ। আয্য পাবলিশিং কোং, পি ৪৭ রসরোড সাউথ, কলিকাত । ১৭৬ পৃষ্ঠা । মূল্য এক টাকা আট আন । দীর্ঘ কাল দ্বীপান্তর বাসের পর স্বদেশে ফিরিয়া আসিয়। যুক্ত বারীন্দ্রকুমীর ঘেtধ মহাশয় তাহার নির্জন কারাজীবনের সঞ্চয়'গুলিকে নারায়ণ ও বিজলীর পৃষ্ঠার প্রকাশ করেন। উইlর এই স্বfচন্তিত ও প্রাণময় লেখাগুলি বteন্স সহিত্যের নুতন একটি দক্ষ পুষ্ট করে । সেই বন্ধগুলিই এপুথকে স্থান পাইয়াছে । মানবতার যে-আদর্শ মে মমহাশয় আমাদের সন্মুথে ধরিয়াছেন তাহ বাস্তবিকই বৃহৎ আদর্শ। এই মহান আদর্শ প্রত্যেককেই অনুপ্রাণিত করিবে । শক্তি, জ্ঞান ও আনন্দের DDBB BBB BB BBB BBB S BBYSDDBBtt BBB BBBD সধবত্রই এই সাধনার কথা উল্লেখ করিয়াছেন । পুস্ত কথানি পড়িয়া আমরা অনেক সহ্য ও তথ্য অবগত হইলাম । মধ্যে মধ্যে যে কায়ণেই হউক ভাষা দুৰ্ব্বেtধ্য হুইয়াছে । প্রবাসী—শ্রাবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ও প্রকাশক-গ্ৰী তারীনাথ রায় প্রাপ্তিস্থান—শ্ৰী গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স, কলিকাতা । মুলা দেড় টাকা। ১২৪ পৃষ্ঠ । মি: যোসেফ হাটনের বাই অর্ডার অফ দি জার’ উপন্যাসখানির আথান-ভাগ লইয়৷ এই উপন্যাসখানি রচিত হইয়াছে । এই উপন্যাসখানি হইণ্ডে,জার রাজত্বের নিৰ্ম্মম অত্যাচার-কাহিনী কেমন করিয়৷ রশিয়ার জনসাধারণের মনে বিদ্রোহের দাবানল স্বষ্টি করিয়াছিল, তাহার আভাস পাওয়৷ যাইবে। য়্যালার চরিত্র গ্রন্থকারের লেখনী-গুণে জীবন হইয়া উঠিয়াছে। বহিখানি আমাদের ভাল লাগিল । মানস-কমল—শ্ৰী নরেন্দ্রনাথ বহ । গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স, কলিকাতা । ১১ পৃষ্ঠা । এক টাকা । ছোট গল্পের বই । এই স্বন্দর ছোট গল্পগুলি বৰ্ত্তমান বাংলা গল্পসালিঃ} রাবিশের মধ্যে মণিমুগুলর মত স্বলজ্বলে । গল্পগুলি পড়িয়া গ্রন্থকারের মানসিক সুস্থতায় পরিচয় পাওয়া যায়। মনস্তত্ত্ব বা প্রব লেমের বালাই ল। থাকাতে গল্পগুলি সহজেই মনে গাথিয় যায়। গ্রন্থকারের ভাষা স্বচ্ছ ও গুদয়গ্রাহী । অস্প শ্বের মুক্তি—ম বিনয়কৃষ্ণ সেন সঙ্কলিত। আtশ্রম, ৭৬ কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । বারে আন । মহাত্মা গান্ধী অস্পৃষ্ঠত দূরীকরণ সম্বন্ধে যে-সব প্রবন্ধ লিখিয়াছেন তাহারই অনুবাদ এই পুস্তকে সংগৃহীত হইয়াছে। এই কাৰ্য্য করিয়; অনুবাদক বাংলা দেশের উপকার করিয়াছেন । ইংরেজী-জানা ব্যষ্টি মাত্রেই গান্ধীজির এইসব চিস্তীর সহিত পরিচিত আছেন । আপামর বাঙালী হিন্দু পুস্তকটি পাঠ করুন এবং অস্পৃষ্ঠত দূর করিয়া হিন্দু সমাজকে মৃত্যু হইতে রক্ষা করুন। গান্ধীজির বাণী তাঙ্গরা যেন মনে রাখেন—“অস্পৃষ্ঠতা দূর না হইলে হিন্দুধৰ্ম্ম ধ্বংস হইবে।” ●Wす。 한경 দেশবন্ধু-স্মৃতি (সচিত্র)—শ্ৰী হেমেন্দ্রনাথ দাশগুপ্ত প্রণীত। প্রাপ্তিস্থান—৩১নং হালদার পাড়া লেন, কলিকত। মূল্য পৃঃ ৫২ (రిరికి) | হেমেন্স-বাবু কৰ্ম্মবীর চিত্ত রঞ্জন-স্মৃতি সঙ্কলন করিয়া বাঙ্গালীর ধন্যবাদভাজন হইয়াছেন । ইতিপূৰ্ব্বে বাজারে দেশবন্ধু-সম্বন্ধীয় কয়েকখানি, পুস্তক প্রকাশিত হইয়াছে । কিন্তু বর্তমান গ্রন্থকারের স্যায় নিপুণ ও নিখুঁতভাযে দেশবন্ধুর কৰ্ম্মময় জীবনের চিত্র কেহই অঙ্কিত করিsে পাবেন নাই । দেশবন্ধুর আত্মীয়, সহকৰ্ম্মী, বন্ধু ও শিষ্যগণের পত্রগুলি সংগৃহীত হওয়ায় পুস্তকখানি আরও স্বন্দর হইয়াছে। দেশবন্ধুকে যাহার। সঠিক বুঝিতে চান তাহার কৰ্ম্মময় জীবনের প্রকৃত পরিচয় র্যাঙ্গার পাইতে চান, তাহাদিগকে আমরা হেমেন্দ্র-বাবুর দেশবন্ধ-স্মৃতি পাঠ করিতে অনুরোধ করি । পুস্তকের ছাপ, বাধাই ও ছবিগুলি উৎকৃষ্ট হইয়াছে । 2 ভ্রমসংশোধন প্রবাসী আমাঢ় ৪৬৩ পৃষ্ঠা ২য কলম ষষ্ঠ লাইনে ইহার’ স্থলে 'হুইয়া পড়িতে হুইবে । ৪৬৬ পৃষ্ঠা ২য় কলমে নীচের দিক হইতে ষষ্ঠ লাইনে 'জপ স্থলে "রূপ হইবে । LLS BBB SBBBBB BBBS BBB BBB BBB TBBBBB BB BB BBBBB BBBBB BB DDBB BB BBBB S e২৬ পৃষ্ঠায় ২৩ নম্বরের টিকিট পটু গালের ।