১ম সংখ্যা ৷ দেয় ; এবং দশ-বার দিন পর ডিম হইতে শুয়াপোকার ন্যায় কীট বাহির হইলে গোলাকার বস্তুট পুনরায় খুলিয়া দেয় । তাহার। ঐ কীটগুলি লইয়া আসন, তুত, অৰ্জ্জুন, কুল, সাল, সিমুল, পিপুল, মহুয়া, কেন্দ প্রভৃতি বৃক্ষের শাখায় বা পত্রে। বসাইয়। দিয় আসে। এক-একটি বৃক্ষ ত্রিশ-চল্লিশটি পর্য্যন্ত কীট বেশ ভালভাবে পোষণ করিতে পারে। সেইজন্য সংগ্রহকারীরাও এক-এক বৃক্ষে উহার বেশী কীট রাখে না । তাহার। সময়-সময় ইহাদের স্বাভাবিক শত্ৰু পিপীলিকা, বাদুড়, টিকুটকি, কাক, মাছি, কাঠবিড়াল প্রভৃতির লোলুপ দৃষ্টি হইতে রক্ষা করিয়া থাকে । তসর-গুটি সাধারণতঃ কুল-বৃক্ষেই জন্মিয়া থাকে। কখন কখন আবার ইহাদিগকে আসন এবং শাল-বৃক্ষেও জন্মিতে দেখা যায় ; কিন্তু কুল এবং আসন বৃক্ষই ইহাদের প্রধান 3 2 5| || ডিম হইতে দশ-বারে দিনের মধ্যেই কীট বাহির হয় । পনর, যেলি, বিশ, বাইশ এবং ত্রিশ-চল্লিশ দিন বয়সকে যথাক্রমে কটগুলির শৈশবাবস্থা, ধেীবনাবস্থা ও বাৰ্দ্ধক্যাবস্থা বলা যায় । এই বাৰ্দ্ধ ক্য-দশায় আসিয়া ইহার রেশমকাটের ন্যায় লাল হইতে স্বত্র নির্গত না করিয়৷ পশ্চাৎদিকৃ হইতে স্বত্র নির্গত করিয়া নিজকে ঐ সূত্র দিয়া জড়াইয়৷ ফেলে। এই ডিম্বাকৃতি ধূসর বর্ণের বস্তুই তসরগুটি । এই তসর-গুটি তিন-চারি মাস অবিকৃত অবস্থায় থাকিলে প্রজাপতি বাহির হয় । গুটি হইতে প্রজাপতি বাহির হইলে বর্ষার প্রারম্ভে বা শীতের পূৰ্ব্বে স্ত্রী ও পুং-জাতি প্রজাপতির সঙ্গমের দুই দিন পরে স্ত্রী-জাতীয় প্রজাপতিগুলি বৃক্ষপত্রে বা শাখায় একেবারে দেড়-দুই শত ডিম্ব প্রসব করিয়া থাকে। স্ত্রী-প্রজাপতি পুং-প্রজাপতির সহিত সংযুক্ত না হইয়া ও ডিম্ব প্রসব করে সত্য ; কিন্তু ঐ ডিম্বগুলি ফাটে না—দুই-এক দিনের মধ্যেই উহা বিনষ্ট হইয় যায়। তসর-গুটি পাতার সহিত মিশিয়া থাকে বলিয়া সহজে দেখিতে পাওয়া যায় না । তলর-গুটি বৃক্ষর উচ্চ শাখায় বোটার সহিত ঝুলিতে থাকে। বৃক্ষের নিম্ন শাখায় ইহাদিগকে দেখিতে পাওয়া যায় না । বৃক্ষনিম্নে দাড়াইয়া না দেখিলে সহজে ইহাদিগকে দেখিতে পাওয়া একপ্রকার দুষ্কর হয়। ইহাদের বিষ্ঠা দেখিতে প্রায় গোলমরিচের ন্যায়। বীরভূমের তসর-শিল্প তসর ডিম, কীট ও গুটি ১ম চিত্র-ডিম : ২য় চিত্র—৪৷৫ দিনের কীট ; ৩য় চিত্র-শিশু কীট ১৫১৬ দিনের ; ৪র্থ চিত্র-যুবক কীট ২ •৷২২ দিনের ; ৫ম চিত্র-বৃদ্ধ কাঁট ৩৯৪ • দিনের ; ৬ষ্ঠ চিত্ৰ—কুলগাছের তসর-কাট : ৭ম চিত্র-ঝোঁটা-সমেত তসর-গুটি বিষ্ঠ দেখিয়াই সাধারণতঃ সংগ্রহকারী বা পালনকৰ্ত্তার ইহাদের সন্ধান বুঝিতে পারে । স্থত। প্রস্তুত করিবার পূর্বেই এই গুটিগুলিকে প্রথমতঃ ভালরূপে ক্ষার জলে সিদ্ধ করিয়া লইতে হয় নচেৎ গুটিমধ্যস্থিত প্রজাপতি বাহির হইয় গেলে তাহ হইতে আর ভাল স্থত। পাওয়া যায় না । গুটিমধ্যস্থিত গুজাপতি গুটির নিম্নস্থান লাল দিয়া নরম করিয়া বাহির হইয়া যায় ; তাঙ্গতে স্বত কাটিয়া যায় না ; কিন্তু লালা দেওয়া স্বতা । কিছু কম মজবুত হয়। এরূপ স্থতার ছিড়িয়া যাইবার | সম্ভাবনা বেশী। তন্তুবায় গৃহস্থের স্ত্রীলোকেরা গুটি সিদ্ধ ;
পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।