(:bሙ তসর প্রজাপতি ১ম চিত্র—স্ত্রী প্রজাপতি ; ২য় চিত্র-পুং প্রজাপতি করা, স্বত তোলা, নাটাই কর ইত্যাদি সমুদয় কাৰ্য্যই করিয়া থাকে। তন্তুবায়ু-মেয়ের প্রাতে গৃহকৰ্ম্ম সারিয়া বেলা আট-নয়ুটা পৰ্য্যস্ত এবং মধ্যাহ্নে দুই-তিন ঘণ্টা পরিশ্রম করিয়া নেহাৎ কমপক্ষে দৈনিক ছয়-সাত আনা উপায় করিয়া থাকে। এতদ্ব্যতীত সিদ্ধ গুটির ভিতর মৃত পোকাগুলি তাহার। নিম্নশ্রেণীর হাড়ী, বাউরিদিগকে পয়সায় আট-নয়টি হিসাবে বিক্রয় করিয়া থাকে। এই মৃত পোকা ঐ জাতিদিগের অতি উপাদেয় খাদ্য। করিধায় এবং তাতিপাড়ায় প্রায় তিনশতাধিক তন্তুবায় দেশী হাতের তাত ব্যবহার করিয়া থাকে। তাহারা কোনরকম বিদেশী কলের সাহায্য লয় না। তন্তুবায়ু-গৃহিণীর স্থত। নাটাই করিয়া দিলে তন্তুবায়ুগণ উহা শক্ত করিবার জন্য ভাতের কিম্বা খইএর মাড় দিয়৷ শুকাইয় লয় । তাহার। মাড়-দেওয়া তুতা তাতে যথাযথভাবে বিন্যস্ত প্রবাসী -- বৈশাখ ১৩৩৩ ২৬শ ভাগ, ১ম খণ্ড করিয়া ইচ্ছানুযায়ী তসর-কাপড় বা থান প্রস্তুত করিয়া থাকে । গুটি সিদ্ধ করিয়া মেয়েরা উহা শীতল জলে রাখিয়া উপরের মোট আবরণটি তুলিয়া দেয়। ঐ মোটা পদার্থই কাট। ঐগুলি মাটির ভাড়ের উপর স্থাপনপূর্বক পাক দিয়া কাট-স্থত তৈয়ারি করিতে হয় । কার্ট-স্থত তৈয়ারি করিতে পরিশ্রম কিছু বেশী করিতে হয় । গুটি হটতে মোট আবরণ তুলিয় লওয়ার পর যে মন্থণ পদার্থ পাওয়া যায়, তাহা হইতে অতি মিহি স্থত পাওয়া যায়। ঐ রকমের পাচ-ছয়টি গুটি শীতল জলের পাত্রে রাখিয়া তাহাদের প্রত্যেকটি শুষ্টতে স্থত বাতির পূৰ্ব্বক একত্র করিয়া নাটাই করিতে হয় । এইরূপ না করিলে স্থত। বেশী দিন টেকসই হয় না ; কাপড় পুনিবার সময় স্থত। ছিড়িয়া যাইবার বেশী সম্ভাবনা থাকে । এই স্থত। যেমন মিহি, তেমনি সুন্দর ও মজবুত হয় । গুটি ধত শেখ হইয়া আসে, স্থতা ততই মিহি হঠতে থাকে। সাদ| স্থত৷র ন্যায় এই স্থতার কোনরূপ নম্বর নাই ; তবে তাতিরা তাহাদের নিজ-নিজ ইচ্ছামুখায়ী বেশী বা কম গুটি লইয়। স্থত সরুমোট করিতে পারে। দৈনিক ১০০।১২৫ কোয়ার স্বত বাহির করিতে পারা যায়। এইসব কাজ যে স্ত্রীলোকদের তাহা পূৰ্ব্বেই বলিয়াছি। এই জাতির নারী ও পুরুষ উভয়েই উপার্জনক্ষম বলিয়া আর্থিক হিসাবে এই সম্প্রদায়কে কখন অভাবঅসুবিধা ভোগ করিতে হয় না। গুটির নীচের আবরণ হইতে যে মিহি স্বতা পাওয়া যায়, তাহা হইতে অতি সুন্দর-সুন্দর সাড়ী, থান, চাদর ইত্যাদি প্রস্তুত হয়। কাট হইতে যে-কাপড় প্রস্তুত হয়, তাহা কাটের কাপড় নামে পরিচিত। কাটের কাপড় পরিধেয় ও শীতবস্ত্ররূপে ব্যবহৃত হয়। তসর ও কাটের কাপড় শুদ্ধ বলিয়; বিশেষভাবে এই দেশের হিন্দু বিধবাগণ ইহা অতি অাদরের সহিত ব্যবহার করেন । এতদ্ভিন্ন অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি মাঙ্গলিক অনুষ্ঠানে এবং দোলদুর্গোৎসবাদি দেবপৰ্ব্বাহেও ইহা ব্যবহৃত হয়। এইসমস্ত কাপড়ে বিদেশী উপাদানের নামগন্ধ নাই । ইহা স্বদেশজাত অতি পবিত্র জিনিষ । ইহা খাটি খন্দর। মেয়েদের
পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।