পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সম্বন্ধে প্রত্যক্ষজ্ঞান লাভ করিতে আহবান করিয়াছেন। তদনুসারে আমাদের ১লা আগষ্ট বোম্বাই হইতে ইউরোপ যাইবার সম্ভাবনা আছে। যাইবার পরের সংবাদ পাঠকেরা পাইবেন। আমরা লীগ সম্বন্ধে সকল প্রকার তত্ত্ব ও তথ্য জানিতে যথাসাধ্য চেষ্টা করিব। লীগের আফিস সেবিষয়ে সুবিধা দিবেন লিখিয়াছেন। প্রধানতঃ আমরা জানিতে চেষ্টা করিব, যে, লীগের দ্বারা ভারতবর্ষের রাষ্ট্রীয় অবস্থার, শিল্প-বাণিজ্যের, শ্রমিকদের এবং স্বাস্থ্যের কিরূপ উন্নতি হইবার সম্ভাবনা আছে। নারীঘটিত অন্তর্জাতিক পাপ-ব্যবসা দমন লীগের অন্যতম উদ্দেশ্য। এবিষয়ে ভারতবর্যের কি উপকার হইতে পারে, তাহা জানিতে হইবে। সকল জাতির মধ্যে জ্ঞানাহরণ ও জ্ঞান-বিস্তার-বিষয়ে সহযোগিতার ব্যবস্থা লীগ ক্রমশঃ ভাল করিয়া করিবার চেষ্টা করিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই চেষ্টায় আচাৰ্য্য জগদীশচন্দ্র বস্থ ভারতবর্ষের প্রতিনিধি। ইহা কাজে কতদূর অগ্রসর হইয়াছে দেখিতে হইবে । আফিং ও . তাহা হইতে প্রস্তুত নানা মাদকদ্রব্য এবং কোকেন ও ত দ্রুপ অন্যান্য নেশার জিনিষের ব্যবসা যাহতে পৃথিবীতে বন্ধ হয়, এবং ঐ জিনিষগুলি কেবল চিকিৎসা ও বৈজ্ঞানিক কাজের জন্য ব্যবহৃত হয়, লীগ সেই চেষ্টা করিতেছেন। তfহ কতদূর অগ্রসর হইয়াছে, জানিতে হইবে । লীগের ব্যমুনিৰ্ব্বাহাৰ্থ অন্যান্য দেশের ন্যায় ভারতবর্ষকে অনেক টাকা দিতে হয়। ভারতীয় রাজনীতিজ্ঞদের মতে ভারতবর্ষকে খুব বেশী টাকা দিতে হয়। তদনুরূপ ফল ভারতবর্ষ কি পান, এবং লীগের অফিসে ও অন্ত কাজে তারতীয় লোকেরা কি পরিমাণে নিযুক্ত হন, কি পরিমাণে অন্তর্জাতিক বিষয়ের জ্ঞান ও অভিজ্ঞতা লাভের স্বযোগ পান, তাহাও অনুসন্ধানের বিষয় । স্বইজারল্যাও ক্ষুদ্র হইলেও স্বাধীন দেশ। এই ক্ষুদ্র দেশে তিন চারিটি ভিন্ন ভিন্ন ইউরোপীয় ভাষাভাষী ভিন্ন ভিন্ন জাতি বাস করে । কিন্তু তাহাদের মধ্যে মধ্যস্থত। করিবার জন্য ইংরেজ বা অন্য কোন জাতির প্রভুভাবে উপস্থিতি আবশ্বক হয় না। ই হার কারণ কি, তাহা দুর হইতেই অনেকটা জান আছে। সেই দেশে কিছু কাল থাকিলে আরও ভাল করিয়া জানা যাইতে পারে। যদি আমরা আরও কোন কোন দেশে যাইতে পারি, তাহা হইলে অভিজ্ঞতা আরও বাড়িবার সম্ভাবনা আছে। সমস্তই স্বাস্থ্য ও সুযোগের উপর নির্ভর করিবে। যাহা ইউক, যদি কিছু অভিজ্ঞতা লাভ করিতে পারি, এবং তাহা সৰ্ব্বসাধারণের সেবায় নিয়োজিত করিতে পারি, তাহ হইলে সন্তোষের বিষয় হইবে । যে-কারণেই হউক, লীগের মত অন্তজাতিক প্রতিষ্ঠান বিবিধ প্রসঙ্গ—গোরক্ষা ዓመ፩» যে ভারতীয় সংবাদপত্ৰসকলের মতকে তুচ্ছ মনে করেন না, তাহাদের নিমন্ত্রণে ইহাই সকলের চেয়ে আনন্দের বিষয়। প্রবাসীর সম্পাদককেই যে প্রথমে ডাক পড়িয়াছে, তাহ আকস্মিক । ভবিষ্যতে • যোগ্যতর সাংবাদিকের নিমন্ত্রিত হইলে লীগের উদ্দেশ্বসিদ্ধির সম্ভাবনা অধিক হইবে, এবং ভারতবর্ষের ও পৃথিবীর হিতও অধিক হইবার সম্ভাবনা ঘটিবে। গোরক্ষা গোজাতির রক্ষা, উন্নতি ও সংখ্যাবৃদ্ধি আমরা সৰ্ব্বাস্ত:করণে প্রার্থনা করি। যে-যে কারণে ইহা প্রার্থনীয়, সেই কারণগুলি যতটা সৰ্ব্ববাদিসম্মত হয়, ততই ভাল। কেন না, তাহতেই স্বফল লাভের সম্ভাবনা অধিক । হিন্দুর ধৰ্ম্মসম্বন্ধীয় কারণে গোরক্ষা করিতে উংস্থক, এবং তাহা ব্যতীত কৃষির উন্নতি এবং দুগ্ধ ঘৃত আদির প্রাচুর্য্যের জন্যও গোরক্ষা ও গেfবংশের বৃদ্ধি চান। মুসলমান খৃষ্টিয়ান প্রভূতি কোন কোন ধৰ্ম্মের লোক ধৰ্ম্মবিশ্বাসবশতঃ গোরক্ষণ প্রয়োজনীয় মনে করেন না ; কিন্তু কৃষির উন্নতি, দুগ্ধ, স্বত, মাখন প্রভৃতির প্রাচুর্য্য প্রভৃতি কারণে গোরক্ষার প্রয়োজন তাহারাও স্বীকার করিবেন। এইজন্য আমরা গোরক্ষায় সম্মিলিত চেষ্টার ভিত্তি এইরূপ ঐহিক অর্থাৎ পার্থিব প্রয়োজনের উপর স্থাপন করিতে চাই । তাহাতে স tল সম্প্রদায়ের সকল চিন্তাশীল স্বদেশপ্রেমিক লোকের সাহায্য পাওয়া যাইতে পারে, অথচ হিন্দুদের উৎসাহ ও সাহায্য ত{হাতে কমিবার কোন সম্ভাবনা নাই । গোজাতির উন্নতি ও সংখ্যাবৃদ্ধি দ্বারা কৃষি, গোপব্যবসা প্রভৃতির উন্নতি করিতে হইলে, কেবল খাদ্যের জন্য গোবধ বন্ধ করিলেই অভীষ্টসিদ্ধি হইবে না ; গোয়ালারা এবং অন্য গোপালক হিন্দু গৃহস্থেরা যাহাতে গোরুকে যথেষ্ট খাদ্য দেন ও অন্য প্রকারে গোরুর ষত্ব করেন, তাহার ব্যবস্থা করিতে হইবে । এবিষয়ে দেশের মধ্যে কৰ্ত্তবাবুদ্ধি জাগান খুব দরকার । আরও একটি কর্তব্যের দিকে মন দেওয়া চাই । পাশ্চাত্য কারখানায় প্রস্তুত কাপড় কলকব্জা আদি নানা পণ্যদ্রব্য দেশে আমদানী হইবার পূৰ্ব্বে সেইসব জিনিষ দেশী কারিকররাই প্রস্তুত করিত। তাহদের আর সে-সব কাজ চলে না বা প্রায় চলে না। সেইজন্য তাহাদিগকে বেশী পরিমাণে জমীর উপর নির্ভর করিতে হইতেছে। অল্প অল্প করিয়া দেশের লোকসংখ্যা বৃদ্ধিও হইতেছে। এইজন্য গোচারণের জমী কমিয়া আসিতেছে, অথচ গবাদি পশুর খাদ্য বিশেষ করিয়া উৎপাদনের চেষ্টা হইতেছে না। এই চেষ্ট হওয়া খুব দরকার। অনেক