পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oee এৰালী—ভাদে, ১৩৩e [ ২৬শ ভাগ, ১ম আসছেন চান সেরে। দাড়া, আমি ওঁকেই জিজ্ঞেস করছি।” গৌরী ভীতভাবে বলিল, “না ভাই, মাকে কিছু বোলো না । মা যদি রাগ ক’রে কি বকে ?” নৃপেনের কথা কিছু একটা সে বলিয়া বসিবে এই ভয় গৌরীর ছিল। মেয়েটি হাসিয়া গৌরীর গায়ে ঢলিয়া পড়িয়া বলিল, “এইবার বুঝেছি তোমার ফন্দি। মিথ্যে বানিয়ে বললে মা ত বক্বেই । সে ভয়টুকু বেশ আছে । আচ্ছ, আমি লোক পাঠিয়ে দিলে আমাদের বাড়ী একদিন আস্বি বল্ ; তা হ’লে তোর মাকে কিছু বলব না।” গৌরী বলিল, “হ্যা যাব । তুমি লোক পাঠিয়ে দিও, আমি সেদিন গিয়ে তোমায় সব গল্প বলব ।” ছোট মেয়েটির সঙ্গে ভিজা কাপড়ে সপ সপ করিতে করিতে দুই গৃহিণী আসিয়া নৌকায় উঠিলেন। যে মেয়ের স্বান করে নাই তাহাদের মাথায় আধঘটিটাক জল ঢালিয়া গঙ্গ-মাটির ফোট পরাইয়া দেওয়া হইল। তাহার পর নৌকায় কাপড় বদলাইয়া ছাউনির গায়ে ভিজা কাপড় শুকাইতে দিয়া যাত্রার আয়োজন আরম্ভ হইল । গৌরীদের গল্প অগত্য অন্য পথে চলিল । ( ক্রমশ: ) এলেন কেই অন্নদাশঙ্কর রায় বন্ধু মোর, অসমবয়সী, আশা ছিল একদিন শিখে ল’ব পদপ্রাস্তে বসি’ হৃদয়ের চিরন্তনী নীতি, প্রীতি হ’তে কত উৰ্দ্ধে, যারে তুমি বল পর-প্রীতি, ৬ রীতি তার বিধি তার কিবা ; স্বনেত্রে হেরিব তব সৌম্যস্নিগ্ধ বদনের বিভা, নারী অঙ্গে দেবীর মহিমা, স্বন্দর ভাবনা আনে মুখপদ্মে কিবা মধুরিমা, নিয়ত কল্যাণ ব্রত হ’তে সৰ্ব্বদেহে কী লাবণ্য অলক্ষ্যে উৎসরে কোন পথে ! পুরিল না আমার সে আশ– সব আশা পূরিয়াছে কার? ব্যর্থ দীরঘ নিশ্বাস ! তুমি গেলে দূর হতে দূরে মরণের বঁাশিখানি ভরি’ দিয়া যৌবনের স্বরে। হে রুচির স্বচিরযৌবনা, তরুণীর-তরুণের প্রেমে তব নিত্য আনাগোনা। প্রণয়-সংহিতা + মাঝে থাকি? প্রতি যুগলের করে বেঁধে গেছ মিলনের রাখী । ভালো যারা বাসে একমনে মিলিবে মিলিৰে তারা কোনো দিন কোথাও কেমনে— • Great Love. + “Love and Marriage.” দিয়েছ এ সাস্বনা সংবাদ প্রতি-যুগলের শিরে শুভ্ৰশুচি তব আশীৰ্ব্বাদ । বাণী তব কী রহস্যে ভরা, প্রিয়ে করে প্রিয়তর প্রিয়ারে সে করে’ প্রিয়তরা । প্রেমিকেরা খুজে পায় দিশ, - বরণের মালা হাতে আপেক্ষিতে পারে সারা নিশা ; স্বলভেরে ধিক্কারিতে জানে, কঠিনের তপস্যায় বাঞ্ছিতারে জয় করি আনে ; প্রত্যহের তুচ্ছতা পাসরি’ চির প্রেমত্রতটরে প্রতি কাজে প্রত্যহ আচরি। ছ’টি প্রাণে অর্থও প্রণয়, একটি জাগ্রত স্বপ্ন কায়মন সর্বসত্তাময় । একখানি সম্পূর্ণ জীবন প্রেম তার কেন্দ্র আর পরিধি যে অনন্ত ভুবন । শেষে তার পূর্ণ পরিণতি পবিত্র সুন্দর শিশু আরাধিত কাঙ্ক্ষিত সস্ততি ॥৬ চিরস্তন প্রণয়ের কোলে প্রিয় হ’তে প্রিয়তর প্রিয়া হ’তে প্রিয়তরা দোলে। শুচিস্মিতে, তোমারি এ খাণী সারা পথ চলি মোরা প্রেমে-প্রেমে প্রাণে-প্রাণে মানি ।

  • The Century of the Child.