পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8● প্রবাসী—ভান্দ্র, SOHO [ २७* छांनं, »म थल এমন সুন্দর দেখাইতে লাগিল যেন সাক্ষাৎ, ठणकौ । লীলা নূতন ফ্রকটি পরিয়া থাটের উপর বলিয়াছিল। তাহার দিকে সস্নেহ দৃষ্টিতে চাহিয়া স্বষম বলিল, “ঠিক অনিল নিশ্বাস ফেলিয়া বলিল, “এখন মেয়েটা ভাল হ’য়ে যাবে। সতী লক্ষ্মী স্বৰ্গ থেকে আশীৰ্ব্বাদ সেরে উঠলেই বাচি। যা লোকসানের কপাল করছে।” আমার ।” মহর্রম্-উল-হরাম পবিত্র মহবু-রম মাস ] স্ত্রী অমৃতলাল শীল আরব দেশে প্রচলিত-মাসের প্রথম মাসের নাম মহবু-রম [ অথবা মোহরু-রম্ ]। শব্দের অর্থ পবিত্রীকৃত। অরবী হবুম ( বা হম' ) হইতে গঠিত। হম শব্দের অর্থ পবিত্র। গৃহের যে অংশ পবিত্র, যেখানে বাহিরের লোক আসিতে পায় না তাহাকে হম বলে, ইংরাজিতে Harem হইয়া গিয়াছে। আরব দেশে মক্কা নগরের প্রধান ও পবিত্র মসজিদ যে কত কাল হইতে উপাসনালয় রূপে ব্যবহৃত হইতেছে তাহা ইতিহাস ঠিক করিয়া বলিতে পারে নাই। আরববাসীরা বলেন, ঈশ্বর আদি মানব আদমকে স্কুল মৃত্তিক উপাদানে স্বজন করিয়া স্বর্গের উদ্যানে রাখিয়াছিলেন। আদমকে স্বজন করিবার পূৰ্ব্বে ঈশ্বর লঘুতর অগ্নি উপাদানে জিন (genii) ও লঘুতম আলোক উপাদানে ফিরিশতা (angels) স্বজন করিয়াছিলেন। স্কুল মৃত্তিকা উপাদানে আদমকে স্বজন করিয়া ঈশ্বর তাহাতে আপনার নফস (spirit) দিয়া প্রাণ সঞ্চার করিলেন। তাহার পর ফিরিশতা angel ও জিনদের genii বলিলেন, ইহা আমার শ্রেষ্ঠতম স্বষ্টি, ইহাকে সম্মান কর। তাহার ঈশ্বরের জাজ্ঞা পালন করিল, কিন্তু একটি প্রধান শ্রেণীর একটি ফিরিশতা বলিল, “আমাকে আপনি লঘুতম ও স্বল্পতম আলোক উপাদানে বহুপূৰ্ব্বে স্বজন করিয়াছেন, আমি স্বক্ষ, এ মমুয্য স্কুল শরীরযুক্ত, মৃত্তিকা হইতে আমার বহু পরে স্বজিত, অতএব আমি ইহাকে শ্রেষ্ঠ বলিয়া স্বীকার করিয়া সম্মান করিতে পারি না, ও করিব না।” অবাধ্যতার জন্য ঈশ্বর ঐ ফিরিশতাকে স্বর্গ হইতে তাড়াইয়া দিলেন। সে ঈশ্বরের সম্মুখেই প্রতিজ্ঞা করিল, “আমি আপনার এই তথাকথিত শ্রেষ্ঠ জীবকে নান প্রকারে প্রলোভিত করিয়া বিপথগামী করিব, দেখি আপনি কিরূপে রক্ষা করিতে পারেন” । সেই অবধি ঐ ফিরিশতা “শয়তান” (Satan) নামে প্রসিদ্ধ হইল, ও আজ পর্য্যম্ভ মহুষ্যকে নিরয়গামী করিবার চেষ্টা করিতেছে। কিছু কাল পরে, ঈশ্বর আদমের বুকের বামদিকের পাজরার একখানি হাড় বাহির করিলেন, ও তাহা দিয়া হব্বা (Eve) নামক একটি স্ত্রীমূৰ্ত্তি স্বজন করিয়া আদমকে দান করিলেন । ঈশ্বর আদমকে স্বর্গের উদ্যানের সকল ফল মূল খাইতে অনুমতি দিয়াছিলেন, কেবল একটি বৃক্ষের ফল খাইতে নিষেধ করিয়াছিলেন। শয়তান হব্বাকে প্রলোভিত করিয়া ঐ বৃক্ষের ফল থাইতে বলিলে হব্বা আপনি খাইলেন ও আদমকে খাওয়াইলেন । এই অবাধ্যতার জন্ত ঈশ্বর অত্যন্ত কুপিত হইলেন, ও উ স্বৰ্গ হইতে তাড়াইয়া পৃথিবীতে ফেলিয়া দিতে আজ্ঞা করিলেন। প্রবাদ আছে যে জাদম স্বৰ্গ হইতে আধুনিক