পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? と8 এমনট ত ছিলে ন| তুমি । কার পরামর্শে তোমার এ স্ব ভাব হ’য়ে দাঁড়াল ? আমার মন্দ হ’লে তোমার বুঝি খুব ভাল হবে ভাব ছ ? না তখন আর-একজনের হাত ধীরে—” রমা নিজের হাতে স্বামীর মুখ চেপে ধ’রে আর্ন্তকণ্ঠে বলে উঠল, “থাম গো থাম, আমায়ু তুমি কি পেয়েছ ঘে, রাগের মুখে যা তা ব’লে গাল দেবে ? আমার নিজের ভালর কথা আমি ভাবছি না ; আমি তোমার ছেলের মা, মেয়ের মা, আমি তোমার বউ, সে কথাটা নেহাৎ ভুলে যেয়ে না। আমি বরং সদাই ভয়ে ভয়ে আছি কোন পাপে কথন কি শাস্তি পাই । পাপ কি কিছু আমিই কম করেছি যে, আমার মন্দকে ঠেকিবে রথ ব ?” মতি-বাবু বললেন—“নিশ্চয় তোমার নতুন বন্ধই তোমার মাথায় এ-সব বুদ্ধি ঢুকিয়েছে, নইলে এসব বুলি কপচাতে কখনও ত তোমায় শুনিনি । তুমি সতী সাধ্বী, স্বামীর তৃপ্তির জন্থে, স্বামী সেবার জন্যে যা তুমি করেছ তার আবার পাপ কিসের? আর তুমিও সত্যি ক’রে বল দেখি তোমার অমতে, তোমার গোপনে আমি কিছু করেছি, ন তোমায় কখনো ভাল কাপড় গহন বা কোন জিনিষের অভাবে কষ্ট দিয়েছি, কি কখনও তোমায়ু গালমন্দই করেছি ?” রম ছলছল চোপে স্বামীর হাতছুটি ধ’রে বললে, “ত করনি ; কি খ তোমায়ু একটা কথা জিজ্ঞেস করি সত্যি করে জবাব দlও দেখি, এই সে অকাজ কুকাজ গুলো ক’রে বেড়াও, সত্যিই কি এতে তুমি কিছু তৃপ্তি পাওঁ, ন আনন্দ পাও? আর আমার কথা জিজ্ঞেস করুছ! তোমার কথা শুনে শুনে আমি ভাবতাম বটে, স্বামীর তৃপির জন্যে আমি যা করি এতে আমার দিক থেকে কিছু অন্যায় হয় ন। কিন্তু ওগো, তোমায় আমি বোঝাতে পারব না যে, আমার বুকের মাঝখানে সময় সময় কতখানি খ খ ক’রে ওঠে। রাত দুপুরে ঘুম ভেঙে গিয়ে যখনি তোমার জায়গা খালি দেখেছি তখনি চোখ দিয়ে হু হু ক’রে জল বয়েছে। কিন্তু পাছে স্ত্রীর চোখের জলে তোমার অমঙ্গল হয় তাতেই তাড়াতাড়ি তা মুছে ফেলে ঘুমন্ত ছেলেমেয়েদের দেখে বুক ঠাও করেছি। মন বলতে চেয়েছে প্ৰবাণী— ভাদ্র, yరిరిలి [ ২৬শ ভাগ, ১ম খণ্ড যাকে তুই বড় আপনার জন বলে জান্‌ছিস সে তোর পর, আমি মনকে প্রবোধ দিয়েছি ‘ন না, সে আমার স্বাম', আমার সন্তানের পিতা ।” একটু থেমে রম আবার বলতে লাগল, “সত্ত্যিই আমার বন্ধুর কথায় আমার জ্ঞান হয়েছে গো, তা তুমি এতে রাগই কর, আর অসন্তুষ্টই হও । স্বী স্বামীর পাপ-পথে নাম্বার সহায় নয়, সে তাকে পাপপথ থেকে টেনে আনবারই চেষ্টা করবে, তাতে তাপ কপালে ধা থাকে থাকু । স্বামী তাকে ত্যাগ করেন সে তার ভাল।" রম থেমে গেল । স্ত্রীর আশ্র-ছলছল চোখ দুটি মতি-বাবুকে বেশ একটু কাতর করে তুললে, কেন না তিনি স্ত্রীকে যে ভালব{সূতেন না তা নয় । পেয়ালের বশে, কুপ্রবৃত্তির তাড়নায়, কুসঙ্গে মিশে অস্থায় কাজগুলো তার এমন অভ্যেস হ’য়ে গিয়েছিল যে সেগুলোকে তিনি অন্যায় ব’লেই আর মনে করতে পারতেন না । পুরুষের চরিত্র-দোষ মা জনীয়, আর সামাজিক কোন ক্ষতি ৭ তাতে নেই, ধৰ্ম্মে ও কিছু তাতে পাতিত ঘটে না, এইসব মোটামুটি যুক্তিগুলো তিনি মেনে নিতেন । কচিং ধrি মনের মধ্যে বিবেকের সাড়া পেতেন তখন ত{র মনে এই যুক্তিগুলিকে দাড় করিয়ে তিনি হাফ ছাড়তে চাইতেন। এখন রম্যর কথা শুনে মনে একটু চাঞ্চল্য আসতেই তিনি উঠে দাডিয়ে বললেন, “cদপে, স্বী স্বাত থাকুলে তারও ভাল, তার স্বামীর ও ভাল। সে যদি হঠাৎ মাষ্টার-মশাই সেজে উপদেশ দিতে আসে, কী পত্রা সাহেবের মতন লেকচার ঝাড়ে তা হ’লেই সৰ্ব্বনাশ । আমাদের হিছর ধরে ওগুলো মোটেই মানায় না।” অতঃপর মতি-বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। রম নিজেকে সামূলে নিয়ে আপনার গৃহকাজে মন দিতে (히5 | তেরে কেদারের বাসার প{চ সাত হাত দুরে একটি ছোট বাগানঘেরা বাস ছিল । বাগানটিতে অনেক রকমের ফুলের বাহার, সব সময়েই চোখ জুড়িয়ে দিত। সেবা ভোরের সময় ঘুম ভাঙতেই জানলা দিয়ে যখন বাইরের