পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوار \۹ মণীন্দ্রবাবু শান্তিনিকেতন হষ্টতে ম্যাটিকুলেশ্বন পাশ করিয়া চারি বৎসর ঢাকা কলেজে অধ্যয়ন করেন,কিন্তু বি-এ পরীক্ষণ না দিয়াই পুনরায় শান্তিনিকেতনে আসিয়া স্বনামপ্রসিদ্ধ শিল্পী শ্ৰীযুক্ত নন্দলাল বস্থ মহাশয়ের নি। ট চারি বৎসর শিল্প শিক্ষালাভ করেন। চিত্র ব্যতীত তক্ষণশিল্প (wood cut) 4.gs geborgofska (bas relief) মূৰ্ত্তি খোদাই শিল্পে তাঙ্গর বিশেষ অনুরাগ ছিল । বিশ্বভারতীতে অধ্যয়নকালেই তিনি ছোট ছোট ছেলেদের শ্ৰী মণীন্দ্রভূষণ গুপ্ত চিত্রের ক্লাশে শিক্ষা দিতেনু । তাহার চিত্র ভারতের নানা স্থানে বিশেষতঃ কলিকাতা, ঢাকা, মান্দ্রাজ, ব্যাঙ্গালোর, গুজরাট, লাহোর, লক্ষ্মেী প্রভৃতি স্থানের প্রদর্শনীতে প্রদশিত, আহুত এবং প্রশংসিত ও পুরস্কত হইয়াছে। অনেক বিক্রয় ও হইয়াছে। শ্লেট-খোদাই মূৰ্ত্তি অধ্যাপক সিলভ্য লেভী, স্বৰ্গীয় পিয়াসন সাহেব, প্রবাসী—ভাদ্র, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড অধ্যাপক স্থনীতিকুমার চট্টোপায়, ডি-লিট, অধ্যাপক তারপরওয়ালা, মিস ম্যাকৃলিয়ড ( বেলুড় মঠ ) প্রমুখ গুণজ্ঞগণ গ্রহণ করিয়াছেন। মণীন্দ্রবাবুর চিত্র বঙ্গে প্রবাসী, ভারতবর্ষ প্রভৃতি পত্রের এবং দক্ষিণ ভারতে “মাদ্রাজমেলের” ভিতর দিয়া প্রচার লাভ করিয়াছে । কলাজগতে ঐসকল পত্রিকায় এবং “Current Thought”এ মণীন্দ্রবাবুর বাঙ্গালা ও ইংরেজী প্রবন্ধাবলী ভারতীয় চিত্রকলা সাধারণের বোধগম্য করিয়া দিতে সাহায্য করিতেছে । কোন কোন প্রবন্ধ তেলেগু ও সিংহলা পত্রিকায় অনুদিত হইয়াছে । এবংসর মাদ্রাজ স্বক্ষশিল্প প্রদর্শনীতে র্তাহার “কবি” নামক চিত্রের জন্য রৌপ্যপদক লাভ করিয়াছেন । মিসেস এ, ই, আদেয়ার (Mrs. A. F. Adair) যুরোপের একটি প্রদর্শনীর জন্য ইহা লইয়। গিয়াছেন । তিনি শযুক্ত প্রমোদকুমার চট্টোপাধ্যায় আন্ধ জাতীয় কলাশালায় শিল্পাচাৰ্য্য ইষ্টয়া আসিয়া ভারতীয় চিত্রকল| সম্বন্ধে স্থানীয় সংস্কার যেরূপ দেখিয়াছিলেন, মণীন্দ্র-বাবু সিংহলের আবহাওয়া অপেক্ষা ; অধিক প্রতিকুল দেখিতেছেন। তাহার কারণ, এদেশে ভারতবর্ষ সম্বন্ধে সাধারণের ধারণা বড় ভাল নহে । বাঙ্গালী-নিন্দুক মেকলে সাহেব যেমন তাহার সমসাময়িক বানিয়ান, দোভাষ, খানসামা, বাবুচ্চী প্রভৃতির চরিত্র অধ্যয়ন করিয়া বাঙ্গালী-চরিত্র চিত্রিত করিয়াছিলেন, সিংহলীরাও ত দ্রুপ তামিল কুলী এবং বণিকৃদের দেখিয়া ভারতীয়দের সম্বন্ধে মত পোষণ করিয়া থাকে। মণীন্দ্র-বাবু এদেশে অনেক ভ্রমণ করিয়াছেন এবং দেশবাসীদের সহিত খুব মিলিয়া দেখিয়াছেন,--এখনও র্তাহীদের দেশাত্ম-বোধ কিছুমাত্র জাগে নাই। ভারতীয় চিত্রশিল্পী হিসাবে তিনি এদেশে যে তেমন কদর (appreciation) পান নাই, তজ্জন্য নহে ; তিনি বেশ লক্ষ্য করিয়া দেখিয়াছেন যে, এখানে অনেকেম বিশ্বাস, যুহ কিছু দেশীয় সবই খারাপ, আর যাহা কিছু যুরোপীয় সব ভাল। এমন-কি তাহীদের নব্য ভারতীয় চিত্রশিল্প, দেশীয় দেশীয় পোষাক তাহীদের প্রশংসা জাগাইতে পারে নাই। সিংহল ভালমন্দ বিচার না করিয়া তাহা ভাব,