পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এলেন কেই ঐ কালিদাস নাগ উত্তর সাগর বাঙি’ চলিয়াছে তরী— শব্দহীন প্রাণহান তাঁর নিস্তরঙ্গ নীর । বিরাষ্ট্ৰ-তুহিন-ব্যুহ ক্ষণে ভেদ ক্ষণে চূর্ণ করি’ পেী ছিকু উত্তর-পথ ;– যেদিকেই চাই দেখি রাগহীন তুষার-পৰ্ব্বত । শাদা শুধু অবিচ্ছিন্ন শাদ শুষিয়া লয়েছে যেন যত রঙ যত রূপরেখা ধরিত্রার মুখ হ’তে ; আছে শুধু লেখা ভীষণ মুতু্যর মৌন , প্রাণ পায় বাধ৷ দিকে দিকে । খুজিতে লাগিল্প ভাই স্তন্ধ অনিমিখে কোথায় প্রাণের সাড়া ! ত্রস্ত বিহঙ্গের মত দৃষ্টি খেয়ে তাড় পড়িল আসিয়! এক পাইনের শাথে, ফুেল থা২ে থাকে বিস্তারিয়া সবুজের ডানা উড়িয়া চলেছে তরু লঙ্ঘি’ লক্ষ মান নিৰ্ম্মম সমাধিপুর হ’তে উদার-গণক শ-ভর। প্রাণ ভর উজ্জল আলোতে । হে চির কুমারী মাহ: ! তেমনি তোমার তেজ দীপ্ত প্রাণ সহস্র বাধার মাঝে নিশি-দিন-মান পঞ্চাশং বর্ষ ধরি’ যুঝিয়াছে হইবারে পার পুরুষের পুঞ্জীভূত উপেক্ষণ-তুষার লভিবারে অনাগত অজাগ্রত নারীশক্তি তরে মুক্তির আকাশ । চৌদিকে বেজেছে তব পুরুষের ক্রুর পরিহাস, তবু দিব্য আচঞ্চল বিশ্বাসের ভরে উঠে গেছ উৰ্দ্ধপানে, অতীত নারীর মৌন আৰ্ত্তনাদ ভরি’ তব কাণে স্বমহান ভবিষ্যৎ লাগি’— যেথা জ্যোতিৰ্ম্ময়ী নারী নিত্য রবে জাগি’ পুরুষের পাপক্লেদ নিত্য ধুয়ে ধুয়ে ক্ষম ধৈর্য্য প্রেমপূর্ণ প্রাণে বিশ্বমাতৃকার নিত্য সহজ জাগ্ৰত টানে স্থষ্টিরে সুন্দর সত্য-ভিত্তি পরে থুয়ে লভিবে নারীর তরে অমর গৌরব। তব স্বপ্ন তব ইচ্ছা সব এখনও হয়নি পূর্ণ; পুরুষের অহমিকা এখনও হয়নি চূর্ণ কিন্তু নারী ঠিয়াছে জাগি । প্রথম সে জাগরণ আধা স্বপ্ন আধ। সত্য মাঝে , তাই সৰ্ব্ব কাজে ঝ ংি{য় পড়িল নারী তর্কসিদ্ধ অধিকার লাগি’ , আরম্ভিল নব রণ নবজাত কন্যাদের সাথে ; দেথাইলে অধিকার মাত্র এক দায়ীত্ব ভীষণ - পূর্ণ শক্তি জননীরই হাতে নারীর সৰ্ব্বোচ্চ লক্ষ্য সত্য নারী হওয়৷ স্বষ্টি-ভার বওয়া । খুসা হয় নাই নারী তোমার কথায়, সে অনেক চায় । তবু তার জাগরণ বিরাটু ঘটন। এ যুগের ইতিহাসে ; সেই আশে মহান ভবিষ্য স্থষ্টি করিছ রটন চিরজীবী চিরজয়ী যৌবনের বন্দনার মাঝে । নারীর প্রত্যেক যুদ্ধে তোমারই ত জয়ধ্বনি বাজে । সন্ধ্য নামে সঙ্গীহীন তোমার কুটীরে 姆 জনশূন্ত আলভাস্ত্রর তীরে তবু দেখি প্রাণে প্রেমে উদ্ভাসিত নয়ন তোমার হে জননী স্বামী-হীন ! তোমারে করি গো নমস্কার } আলভাস্কা । (সুইডেন) సెసిvరి