পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গভীরে প্রাণে চায় আছে কি ভালে লেখা ? পরাণ-ধন কবে মায়েরে দিবে দেখা । প্রেমের রাগ যবে হৃদয় ছেয়ে বয়, সে-সাধ মনে জেগে নয়ন মেলে রয় । চাদেরি রূপ নিয়ে আড়ালে লুকোচুরি, মায়েরে ধরা দিয়ে আদর নেবে তুড়ি । হঠাৎ একদিন তুলিয়া হৃদে দোল, শিশুর নব দেহে ভরিল মার কোল । অজানা হেথা জাগে আকুল ক্ৰন্দন, মায়ের স্নেহ তারে কুরিল বন্ধন । অবোধ কচি প্রাণ— না আছে কোন ভাষা, মুখের আভা শুধু টানিছে ভালবাসা । কামনা যাহা ছিল পুরিল মার মনে, গভীর ভালবাসা জনমে তার প্রাণে । শিশু মোহাম্মদ ফজলে রবিব স্বধায় তারে মাতা টানিয়া বুক’পরে “কোথায় ছিলি তুই কে তোরে পালিত রে ? আসিঙ্গি হেথা কেন নিঠুর ধরণীতে ? কাড়িয়া নিতে প্রাণ একটি চাহনিতে ?” অনুপ ঠারে শিশু প্রকাশে তার কথা, অসীম পরিচয় অনাদি ষত ব্যথা । “অসীমে চির বাস স্বষ্টি কাজ যার, ছিলাম মিশি' আমি কোমল হৃদে তার । লাগিত ভাল মোর তাহারি নভঃ-কোল ; হাসিয়া চেয়ে চেয়ে আদরে দিত দোল । পূরণ করিবারে তোমার আশাখানি, হৃদয়ে স্নেহ মাখি’ আমারে দিল আনি’ । জাগে যে তব মাঝে ব্যাকুল করে’ রাখা, নয়নে বিরাজিত । করুণ চেয়ে থাকা ।”