পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাদৃলায় ( ঘুমপাড়ানি গান ) বিষ্টি পড়ে ঝুপ ঝুপ ঝুপ টুপ টাপ টপ টপ, ঘুমিয়ে পড়ে দুষ্ট ছেলে,— মারটি খাবে খুব । গুড় গুড় গুড় ঐ আকাশে ডাক্‌ছে কালে৷ ভূত, কবৃছে রাগে গে। গে। সে, কোরো ন খুৎ খুৎ । হুক হুয়| যেই ডেকেছে অমনি এল জল ; লাজ গুটিয়ে গৰ্ত্তে পালায় সব শেয়ালের দল ; মাঝে মাঝে গর্ত থেকে করছে খ্যাকর খ্য— না রে না ঘুমোয় খোক, পালিয়ে যা রে যা । মিত্তিরদের ভাঙা বাড়ীর কোটর থেকে আজ বেরোয়নিকো থ্যাবড়-মুখে৷ পেচক মহারাজ । একবারটি আয় রে প্যাচা, ইফুরটাকে ধবৃ— থাটের তলায় করছে কেবল কুড়ুর কুডুর কড় ; ধরলে পরে ইদুরটাকে ঘরটি হবে চুপ, ঘুমিয়ে যাবে খোকন-মণি ঘুমিয়ে যাবে খুব । এই খুমুল, এই ঘুমুল, এই যে এল ঘুম, কেউ এস না, কেউ ডেকে না, ডাকুলে দুমাদুম মারবে খোকা,—পালাও সবাই, ঘরটি ছেড়ে যাও, মণ্ট, পালাও, ঋণ্ট, পালাও, দাও ঘুমুতে দাও । ঐ এল রে জল এল রে ঝর ঝর বাবু ঝর ; আবার ডাকে আকাশ বুড়ে। কড় কড় কড় কড় । গাছে-পালায় বিষ্টি পড়ে ঝুপ ঝুপ ঝুপ ঝুপ ; ঘুমিয়ে পড়ে। দুষ্ট, ছেলে ঘুমিয়ে পড়ে খুব । শ্ৰী প্যারীমোহন সেনগুপ্ত । জাপানের শিশু-উৎসব আমাদের দেশে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কোনো উৎসব হয় না, অবিশ্যি সব পূজো পাৰ্ব্বণেই ছেলেমেয়ের যোগ দিয়ে থাকে। জাপানে শুধু ছোট ছোট ছেলেমেয়েদের নিয়েই কয়েকটি উৎসব হয় ; সেই