পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচাৰ্য্য জগদীশচন্দ্র বস্থর গবেষণা— ইংলণ্ডের ৬ই আগষ্টের সংবাদে প্রকাশ যে, ব্রিটিশ এসোসিয়েশনের বিজ্ঞান-বিভাগের একটি সভায় আচার্ষ্য বসু বক্ততা দেন। সভায় বহুলোক সমবেত হইয়াছিল। যুবরাজ এই সভায় যোগদান করিয়াছিলেন । ঐ সভায় ভারতের বিজ্ঞানবিদ আচাৰ্য্য জগদীশচন্দ্র বস্ত্র যেবিষয়ে বক্তৃত দিয়াছেন এবং হাতে-কলমে প্রমাণ করিয়াছেন, তাহ দেখিয় সকলেই আশ্চৰ্য্যাম্বিত হন। আজ পর্য্যন্ত বৈজ্ঞানিকের বিশ্বাস করিয়া আসিয়াছেন যে, উদ্ভিদ-জগতের জীবনপ্রণালী প্রাণিজগতের জীবনপ্রণালী হইতে বিভিন্ন—একটি সৰ্ব্বদাই নিশ্চেষ্ট এবং অপরটি সৰ্ব্বদাই কাৰ্য্যশীল। বাহ দৃষ্টিতে এই উভয়ের মধ্যে যে সামঞ্জস্য জাছে, তাহা মনে হয় না। কলিকাতায় বস্তু বিজ্ঞান-মন্দিরে গবেষণা করিয়| আচাৰ্য্য জগদীশচন্দ্র এই বিষয়ে ক্রমাগত দীর্ঘকাল পরীক্ষার পর স্থির করিয়াছেন যে, এই মত যথার্থ নহে। ফলে পৃথিবীর সর্বত্র একটা সাড়া পড়িয়া গিয়ছে। তিনি বলেন যে, উদ্ভিদেরও হৃদয় আছে এবং তিনি স্পষ্টরূপে হৃৎস্পন্দন লিপিবব্ধ করিতে পারেন এবং উত্তেজক ও নিস্তেজক ঔষধ প্রয়োগ করিয়া হৃৎপিণ্ডের কার্য্যের তারতম্য করিতে পারেন। ঐ সভাতে আচাৰ্য্য জগদীশচন্দ্র অতি স্বগন্ন যন্ত্র স্বার স্পন্দনকারী উদ্ভিদে ঔষধ প্রয়োগে যে প্রতিক্রিয় হয়, তাহ প্রদর্শন করেন। মামুষের শরীরে রক্ত স্বেরূপভাবে সঞ্চালিত হয়, বুক্ষদেহেও রস সেই ভাবেই যে পরিচালিত হয়, তাহ দেখাইবার জন্ত আচাৰ্য্য জগদীশচন্দ্র একটি মৃত প্রায় মেরীগোল্ড ইথারের মধ্যে স্থাপন করিলেন এবং অপর একটি মৃতপ্রায় মেরীগোল্ড মারাত্মক বিষের মধ্যে স্থাপন করিলেন। প্রথম গাছটি পুনৰ্জ্জীবিত হইতে লাগিল, আর দ্বিতীয়টি ক্রমে ক্রমে एयरुनश्च झझेब्र! : ग्निश! c*ण । অতঃপর একটি ছোট চার গাছ বঁচিবার জন্য যে বিপুল সংগ্রাম করিয়াছিল তাহ প্রদর্শন করায় শ্রোতৃবৃন্দ গভীর বিস্ময়-য়সে মগ্ন হন। একটি অন্ধকার-গৃহে ঐ চারাগাছের নাড়ীর একটি প্রতিচ্ছবি প্রাচীরগাত্রে আলোক-চিহ্ন দ্বারা প্রদর্শন করা হয়। ঐ চারাগাছটির মধ্যে বিষ প্রয়োগ করা হইল। আলোক-বিন্দু বাম দিকে অর্থাৎ মৃত্যুর দিকে সরিয় গেল। তারপর যখন ঐ চার গাছটি মৃতপ্রায় হইল, তখন উহাকে ইথারের মধ্যে স্থাপন করা হইল। এক মিনিট পরেই थांप्लांक-दिनू श्द्रि श्रेण, एात्र छौदन-भूष्ट्राब्र यूक जांबछ श्इंज । তারপরই ঐ আলোক-বিন্দু দক্ষিণ দিকে-অর্থাৎ জীবনের দিকে— সরিয়া গেল। দক্ষিণের দিকে যখন আলোক-বিন্দু সরিতে লাগিল, তখন সভায় ৰিপুল হর্ষধ্বনি উপস্থিত হইল। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাত্ৰ— ভারতের হাই-কমিশনার সম্প্রতি যে-বিবরণ વનન করিয়াছেন, তাহাতে বিভিন্ন ব্রিটিশ বিদ্যালয়ে ভারতীয় ছাত্রের সংগ্য নিম্নলিখিত

  • 交。

"প্টে%৫% সংস্থাৎ}}zz {{ இஇர:); রূপ দেখিতে পাওয়া যায় –লগুন ৩৬০, কেম্বিজ ১১৭, অক্সফোর্ড ৮৬, এডিন্‌রব ১৬৫, গ্লাসগে ৬২, ম্যানচেষ্টার ৫১, ব্রিষ্টল ২৪, সেফিল্ড, ২১ লীডস ১৭, বেলফাষ্ট ১৩, এবারিষ্টিধ ৪ । এতদ্ভিন্ন ৫৮৩ জন ছাত্র ব্যারিষ্টারী পড়িতেছেন। ভারতীয় ব্যবস্থাপক সভাগুলিতে নারী সদস্য— সম্প্রতি ব্যবস্থাপক সভার, ভারতীয় ব্যবস্থা পরিষদের ও রাষ্ট্রীয় পরিষদের নির্বাচন বিষয়ক নিয়মাবলা সংশোধিত হইয় পালিয়ামেণ্ট, रुछ्रेक ७क्लो निश्लेि इङ्ग्रेो छ (श, श्रृंनैौग्न दारुश्श्रक मउत्व মত থাকিলে সাধারণতঃ সকল শ্রেণীর মহিলাগণ ব্যবস্থাপক সম্ভ সমুহের ও রাষ্ট্রীয় পরিষদের সদস্তরূপে নির্বাচিত ও মনোনীত হইতে পাপ্লিবেন । ব্যবস্থাপক সভায় মহিলাদের অনেক কাৰ্য্য রহিয়াছে । বোম্বাই ও মাদ্রাজ বাবস্থাপক সভা ইতিমধ্যেই মহিলাদের নির্বাচনে অথবা মনোনয়নে মত দিয়াছেন। কবি হারীন্দ্র চট্টোপাধ্যায়ের পত্নী ঐীযুক্ত কমল দেবী মন্দ্রিাজ ব্যবস্থাপকে সভার সদস্ত-পদপ্রার্থী হইয়াছেন। আশা করি, অন্য সমস্ত প্রাদেশিক ব্যাস্থাপক সভাতেও এই অত্যাবগুকীয় প্রস্তাব গৃহীত হইবে । প্যান্‌-এশিয়াটিক্ কংগ্রেণ— টোকিওতে প্যান-এশিয়াটিক্ কংগ্রেসের অধিবেশন হইয়া গিয়াছে। এশিয়ার সমস্ত দেশের প্রতিনিধিগণ এই কংগ্রেসে উপস্থিত ছিলেন । এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সৌহাৰ্য্য স্থাপন এবং পরস্পরের মধ্যে ভাবের আদান-প্রদান এবং বিপদে-আপদে পারস্পরিক সাহায্য—এই কংগ্রেসের দ্বারা এইসকল উদেষ্ঠ সাধিত হইবার সম্ভাবনা রহিয়াছে বলিয়া ভারতবাসীর এই প্রতিষ্ঠানে উৎসাহের সহিত যোগ দেওয় উচিত। ংগ্রেসে ফিলিপাইন ও ভারতবর্ষের স্বাধীনতার কথা উঠিয়াছিল। কিন্তু প্রকাগু কংগ্রেসে তাহ আলোচিত হইতে পারে নাই। কেননা ইংরজেরে মিত্র জাপান পুলিশ দিয়া সভা ভাঙ্গিয় দিতে পারেন, এরূপ আশঙ্ক। প্রতিনিধিগণ করিয়াছিলেন। যাহা হউক, এই বিষয়ে প্রতিনিধিগণই গোপনে আলোচনা করিবেন বলিয়া স্থির করেন। ইণ্ডিয়ান কারেন্সী কমিশন— ইণ্ডিয়ান কারেঙ্গী কমিশনের রিপোর্ট বাহির হইয়াছে। কমিটির অধিকাংশের মতে প্রধান সিদ্ধাস্ত কয়েকটি এই— (১) ভারতে স্বর্ণমান প্রচলিত হইবে ; (২) টাকার মূল্যের হার ১ শিলিং ৬ পেঙ্গ নিৰ্দ্ধারিত হইবে ; (৩) রূপার টাকা ভবিষ্যতে টাকশাল হইতে মুদ্রণ করা হইবে না ; ( s ) ভারতে একটি সেন্টাল ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হইবে এবং ঐ ব্যাঙ্ক কে কারেঙ্গী নোট বাহির করিবার ক্ষমতা দেওয়া হইবে ।