পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] - - - m" - ... * or - * :k " -్న :

. - ...نت. محنة -
  • * * = - r - ళక్ష్ : ,

শ্ৰীযুক্ত অজিত ঘোষের প্রাচীন চিত্র-সংগ্ৰহ লঙ্ক-আক্রমণ ( প্রাচীন পাহাড়ী চিত্র, ১৭শ শতাব্দীর প্রথম দিকে ) রেখাঙ্কনের কায়দা কিরূপ আয়ত্ত করেছিলেন ত| আমরা একটু পরেই দেখতে পাব। সেকালে চিত্রগুলির প্রতিলিপি কিরূপে কর। হ’ত সে-সম্বন্ধে সামান্য কয়েকট কথা এখানে বলা যাচ্ছে। মুঘল ও রাজপুত শিল্পীরা শুধু যে নিজেরাই অাকৃতেন তা নয়, তাদের শিষ্যদের হাতও পাকুবার ব্যবস্থা করতে হ’ত। এখনকার দিনে প্রতিলিপি নিবার যে কাগজ চলিত আছে তা তখন পাওয়া যেত না । সেইজন্যে এরূপ চিত্রের রেখাগুলির উপর বরাবর সূচের আগা দিয়ে ছোট ছোট ছিদ্র করা হত। তার পর নীচে একখানা কাগজ রেখে উপরের কাগজে খুব আস্তে আস্তে কয়লার গুড়া বিছিয়ে দেওয়া হ’ত। এতে স্থচের মুখের ছিদ্রগুলি দিয়ে কয়লার গুড়ো নীচের কাগজে এসে পড়ত ও ছোট ছোট বিন্দুস সার দেখা যেত। এই বিন্দুগুলির সাহায্যে চিত্ৰখানার প্রতিলিপির আদরা গ’ড়ে উঠত। পরে ক্রমে ক্রমে চিত্ৰখানাকে সম্পূর্ণ করা হত। এরূপে স্বচ দিয়ে ফোড়ানো কতকগুলি রেখাঙ্কিত চিত্রের মুহ লিপি এই সংগ্রহে দেখতে পাওয়া যায়। এখানে এম আরো সব ছবি আছে যা দেখলে প্রাচীন শিল্পীরা ক্র৷ে ক্রমে কি কি প্রক্রিয়ায় চিত্র অণকৃতেন তা বেশ বুঝতে পারা যায়। অনেক গুলি প্রতিলিপিতে শিল্পীগুরুর অঙ্কনরত শিষ্যদের সুবিধার জন্যে কোথায় কি রং ব্যবহা করতে হ’বে তার আভাস দিতে যেয়ে একটু একটু রংঙে পোছ লাগিয়ে রেখেছেন । ংড়ার বর্ণ-চিত্র অপেক্ষ রেখা-চিত্রগুলিই সংগ্রাহকৰে খুব ক্লেশ দেয়, কারণ এগুলি বড় একটা খুঁজে পাওয়া বা না । সৌভাগ্যক্রমে এই সংগ্রহে এরূপ অনেকগুলি ছবি জোগাড় হয়েছে। এগুলির মধ্যে ঋতু বিষয় নিয়ে অঙ্কিং কয়টি চিত্র এবং পর্য্যায়ের বিশেষ উল্লেখ দরকার, কার এতে মাছুষের চেহারার ব্যক্তিগত বৈশিষ্ট্যই যে কেবন