পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եթ8Հ প্রমাণিত হইয়াছে যে, উন্ন সভ্যতা মিশরীয় সভ্যতা হইতেও পুরাতন । কিন্তু সম্প্রতি উরের নিকটবৰ্ত্তী একটি ধ্বংসস্তপের মধ্যে একটি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে যাহতে মিশরীয় সভ্যতার ছাপ স্পষ্ট পাওয়া যাইতেছে। ইহা হইতে এই ধারণাই প্রমাণিত হয় যে, কুমেরীয়গণই সাক্ষাৎভাবে মিশরীর সভ্যতার জন্মদাতা। পার্গে সেই শিলালিপিটির ছবি দেওয়া হইল । টেলিগ্রাফের আবিষ্কৰ্ত্ত মর্স — একশ বছর পূর্বের কথা । সালী নামক একটি জাহাজ হেভার হইতে নিউইয়র্ক বন্দরে প্রবেশ করিতেছিল । আমেরিকার একজন বিখ্যাত চিত্রকর হামুয়েল ফিনল্পী খ্রিস্ মস্ একদল বিখ্যাত রাষ্ট্রনীংিকের সহিত জাহাজের একটি কমবায় অtঙ্গারে বসিয়াছিলেন। অনেক কখার পর নববিষ্কৃত বৈদ্যুতিকশক্তি সম্বন্ধে আলোচনা উঠিল, কেমন" করিয়া ব্ল্যাঙ্কলিন খুড়ি উড়াইতে গিয়া মেঘের বিস্থাৎ ধরিতে সক্ষম হইয়াছেন,কেমন করিয়৷ আম্পিয়ার ইলেক্ট। ম্যাগনেটের পরীক্ষা করিলেন, ইত্যাদি । একজন বলিলেন, “আমার জানিতে ইচড করে তারের দৈর্ঘ্য অমুযায়ী বেঞ্জাতিক শক্তির গতির হ্রাস হয় কি না ।” বোষ্টোন টেলিগ্ৰাফর আ বিধ গুঁ।--মসূর্ণ হইতে আগত একজন পণ্ডিত বলিলেন, “ওtহা হইতেই পারে না । ইহ। সৰ্ব্ববাদীসম্মশ্ৰলৈ, তারের দৈর্ঘ্য যত হউক না কেন একটি অবিচ্ছিন্ন তারের একপ্রস্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত একইকালে বৈদ্যুতিক প্রবাহ পরিচালিত হয় ।" চিত্রকর মৰ্ম্ম সহসা বলিলেন, “যদি ভtহাই হয়, যদি একটি বৈদ্যুতিক বৃত্তের ( ircuit) যে-কোনো স্থলে একই কালে বৈদুতিক প্রবাহ সঞ্চালিত হয় তাহ হইলে বিদ্যুৎকে সহজেই শ্রেষ্ঠ म९१iलूरुtईंौ दग्नेिग्र! cडील शांग्न ।” এই কথা বলিয়াই মস্ অনভূত আনন্দ অনুভব করিলেন, তাহার মনে হইল ধেন তিনি অদ্ভূত কিছু আবিষ্কার করিয়া ফেলিয়াছেন। উহার মনে এক মহতী আশী জাগিল, জগতের এক প্রাস্তের সহিত অঙ্ক প্রাস্তের যোগ সাধন করিতে তিনি সাহায্য করিবেন। উগকার প্রবাসী—ভাদে, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড সহিত কথপোকথননিরত অন্ত কাহারে মনে এই কথার চিহ্নমাত্র প্রভাব রহিল না বটে, কিন্তু মসূৰ্ণ এই দৈববাণীতে আশ্চৰ্য্য ও মুহমান হইয় পড়িলেন। বাহিরে ডেকে দাড়াইয়া তিনি সমুদ্রের লহরীলীলা দেখিতে দেখিতে ভাবিতে লাগিলেন ; এবং সহসা সমুদ্রবক্ষে তাহার টেলিগ্রাফের ‘কোড ’ আবিষ্কার করিলেন । একমুহূৰ্বেই বিখ্যাত চিত্রকর, বিখ্যাত বৈজ্ঞানিক:মসে পাস্তরিত হইলেন । টেলিগ্রাফের জন্মদাত মসূৰ্ণভাবিতে লাগিলেন— “যদি একটি নির গচ্ছিন্ন তারপথে এককালে বিদুৎ পরিভ্রমণ করিতে পারে এবং যদি প্রবাহ বন্ধ করিলে স্পার্ক (Spark) দেখা দেয় তাহ হইলে এই স্পার্কটিকে একটি চিহ্ন ধরা যাইতে পারে। এই গুইটি টিই ( ডট ও ড্যাস্) যোগে আমি একস্থান হইতে অস্তস্থানে যে-কোনো সংবাদ প্রেরণ করিতে পারি।" - তিনি তৎক্ষণাৎ উ হার স্বেচবুকে ডট ও ড্যাস্ দিয়া কতকগুলি শব্দ বিভাগ করির ফেলিলেন। সেইদিন সেই জাহাজে জগতের এক পরম বিস্ময়কর আবিষ্কায়ের পত্তন হুইল—এবং সেইদিন জগতবাসীর জীবন-বাত্রার এক মহা সুবিধার আরম্ভ হইল । সালী জাহাজ যখন নিউইয়র্কে প্রবেশ কৈিল মস্ তথনে ঠাহীর এই আবিষ্কার সম্বন্ধে ভাবিতেছিলেন । জাহাজ হইতে নামিবার সময় জাহাজের কাপ্তেনকে তিনি বলিয়াছিলেন, “ক্যাপ্টেন, যদি কোনোদিন বিদ্যাৎসহঘে গে সংবাদ প্রেরণের কথা শোনেন মনে রাগ লেন এই সালী জঙ্গজের উপর তাহ আবিসুত হইয়াছিল।” সেলাম মুসোলিনী— মুসোলিনীর অভু্যদয়ে ইউরোপের কোনো-কোনো দেশবাসীদের কিরূপ গাত্রদাহ উপস্থিত হইরাছে এই বাঙ্গ-চিত্রখানি দেখিলে ভাই। পঝা যাইবে চিত্রটির বিষয় এই—মুসোলিনীর অমানুষিক অত্যাচার ও সেলাম মুসোলিনী হত্য-তাওব দেখিয়া স্বর্গে () নীরে-এ্যাটির প্রভৃতি মহাখুলী হইয়৷ উহাকে অভিনন্দন করিতে আসিয়াছেন। র্তাহীদের মনের ভাব"ঞ্জীত রহো মুসোলিনী ; আমরা যা পারি নাই বা আরম্ভ করিয়াছিলাম তুমি তাহাই সাধন করিতেছ ; আমরা খুলী হইয় তোমাকে অtশীৰ্ব্বাদ করিতেছি ।”