দেশের সাধন একটি সত্য বস্থ পাইয়াছে ; অরপ-রূপ সেটি তাহার অস্বাভাবিক কারণে ব্যক্তি-বিশেষের পক্ষে তাহ সম্ভবপ, সাহিত্য । এই সাহিত্যের প্রতি আন্তরিক মমত্ব বোধ ন হওয়াই হিন্দু বা মুসলমানের পক্ষে অসঙ্গত । কোনে " ● হইতেও পারে, কিন্তু সৰ্ব্বসাধারণের সহজ বুদ্ধি কপনোই ইহাদের আক্রমণে পরাভূত হইবে না। অরূপ-রূপ শ্ৰী কালিদাস নাগ প্রথম সেদিন পড়ল তোমার মধুর দৃষ্টিপানি • আমার মুখের পরে, ক্ষণকালের তরে আমার দেহ আমার চিন্তু আমার সকল পরাণপানি বোপে, উঠ ল ছেপে তোমার রূপের তোমার রসের নিঝরিণী পার ; এক নিমিষে মনে হ’ল পত আমি পূর্ণ আমি -তোমার মাঝে হয়ে সকল-স্থার । আপন থেকে টুটে গেল সকল দ্বিধা সকল বাধ। সকল লজ্জা ভয় ; উচ্ছসিত প্রাণের আবেগ, তরুণ প্রেমের স্থির নিঃসংশয় ছুটিয়ে দিল আমার ছোট হৃদয়খানি হ’তে তোমায় দেবার তোমায় পাবার অাশা অসম্ভব ; প্রীতি আমার ভক্তি আমার সব চাইল দিতে সাজিয়ে তোমায় অপূৰ্ব্ব এক ডালি টি নিছক্ আমার, যেটি আমিই তোমায় দিতে পারি খালি আর পারে না কেউ, যত বড়ই হোক না তাদের শক্তি সাধ্য রাশি ;– আমার প্রেমের অসম্ভব এই ঢেউ সব ছাপিয়ে ঘিরূবে তোমায়—তোমার পায়ে আসি । তাই ত সেদিন আমি বলহু তোমার অনুপম ঐ মুখের পানে চেয়ে, ক্ষণেক মুখরক্ষণেক নীরব হয়ে তোমার পায়ের কাছে থামি— এই যে তোমার সুব-এড়ান রূপটি আমার পরাণ গেছে ছেয়ে, У о এরে আমি ছন্দে ছন্দে রাখব বন্দী করি মৰ্ম্মরে মন্দিরে সৌধে বিপুল প্রাসাদ বিরাট নগর ভরি। দিকে দিকে খেলবে তোমার চপল রূপের নিশ্চঞ্চল ঢেউ ; হয়ত বুঝবে কেউ— তোমায় আমি সাধছি আমার পাষাণ-কাট ঘায়ে আফ্রডিটি উৰ্ব্বশীদের তরঙ্গিত অরূপ-রূপের কায়ে । যখন হবে সাধ চিরনূতন রূপটি তোমার রেখায় রঙে কবুব অল্পবাদ, আমার তুলিকায় । উঠবে ফুটে রঙ-বেরঙের আলোছায়ার খেলা বুঝবে কি কেউ ? কেমন ক’রে হায় চাইছি আমি দেখতে বারেক স্নিগ্ধ সে মুখখনি যেটি আমি দেখেছি (ভারবেল । আবার হবে অন্য খেলার পালা : অসীম সেবায় অমর ভাষায় গাথ ব তোমার নতুন বরণমালা; - আমার কাজে আমার কাব্যে পেয়ে তোমার স্বাদ বিশ্বমানব তৃপ্ত হ’য়ে আমায় স্বথে করবে আশীৰ্ব্বাদ । কাজের সেবা কথার সেবা ছেড়ে আর-এক দিন পরাণ আমার উধাও হ’য়ে পড়বে সীমাহীন সুর-সাগরের মাঝে, গানে গানে ডুবিয়ে দেব অস্বন্দর আর অসঙ্গতির স্তুপ, ঘূচবে হিংসা ঘুচ বে দ্বন্দ্ব ; তোমার প্রেমের রূপ - ফুটুবে প্রতি মানব-প্রাণে, বুঝবে সবে আমার পাগল-গানে সুন্দরেরই নিত্যরূপের বদনাটি বাজে।
পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।