পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] না। তবে তাহারা যথেষ্ট গোলমাল করিতে পারে এবং সেই কারণে তাহদের সকল ন্যায এবং অন্যায্য দাবী স্বীকার করিয়া লওয়াই শ্রেষ্ঠ পন্থা, এইরূপ একটা ভাব হিন্দুদিগের ও গভর্ণমেণ্টের মনে জাগাইবার চেষ্টা যে তাহারা না করিতেছে তাহা আমরা বলিব না। তুরস্কে কামাল পাশার জয়ের ও মরক্কোতে আব্দুল করিমের ক্ষণস্থায়ী গৌরবের আলোকে পৃথিবীব সৰ্ব্বত্র মুসলমানদিগের মধ্যে পৃথিবীতে তাহাদের লুপ্ত প্রভাব ফিরিয়া পাইবার আশা জাগিয়া উঠিয়াছিল। এই আশা-জাগরণের একটা ঢেউ যে ভারতে পৌছায় নাই তা হা নহে । কিন্তু ইহার মূলে একটি বিরাট ভ্রান্তি রহিয়াছে। আমরা নবীন তুর্কীও দেখিয়াছি, নবীন মূব ও দেখিযাছি । র্তাহাদিগের চরিত্র, ধৈর্য্য, সাধন, শিক্ষা ইত্যাদি দেখিলে অবাক হইতে হয় । ইয়োরোপের নিকট হইতে র্তাহারা যাহা কিছু ভাল সবই লইয়াছেন—হঠাৎ নহে, ধীরে ধীরে বহু বর্ষ ধরিয়া অক্লান্ত পরিশ্রম কৰিয়া তাহার। নিজেদের জাতীয় জাগরণের জন্য প্রস্তুত করিয়াছেন । ঠাঙ্গর জাতীয়তাকে ও অন্তরের উৎকর্ষকে আদর্শরূপে নিজেদের সম্মুখে ধরিয়া এরূপ ভাবে জীবন গঠন করিয়াছেন যে, আজ ঐসকল নবজাগ্ৰত 'মুসলমান’ দেশগুলির মধ্যে অন্ধ গোড়ামী ও নিৰ্ব্বদ্ধিতার কোন স্থান নাই । খিলাফত-ধ্বংসী কামাল পাশ। আজ “তুকী ফেজে” পদাঘাত করিয়া স্বজাতিকে উন্নত সভ্যতার পথে লইয়। যাইতেছেন ; খৃষ্টান জগলুল পাশ। আজ “মুসলমান" নবীন-মিশরের নেতা । এই যে “মুসলমান’গণ আজ আত্মোন্নতির জন্য সৰ্ব্বস্ব পণ করিয়া যুদ্ধে নামিয়াছেন ইহাদিগের সহিত কি পাবনা ও কলিকাতার মুসলমানদিগের তুলনা হয় ? শ্ৰীযুক্ত অমরনাথ দত্তের অ্যাসেমৃরীতে প্রস্তাবনা অ্যাসেম্ব্রীর আগামী অধিবেশনে শ্ৰীযুক্ত অমরনাত দত্ত যে প্রস্তাবগুলি করবেন তাহ অতিশয় মুচিন্তিত ও দেশের কল্যাণজনক । সেগুলির সার মৰ্ম্ম এই যে ( ১ ) গভর্ণর জেনারেল যেন দিল্লীর ( ১৯২৪ ) ইউনিটি কনফারেন্সে নিৰ্দ্ধারিত উপায়ে আইন-কানুনের সাহায্যে সাম্প্রদায়িক বিবাদ নিবৃত্তির চেষ্টা করেন, ( ২ ) যেন ভারতবর্ষে সাম্প্রদায়িক ভাবে সৰ্ব্বপ্রকার রাষ্ট্রীয় প্রতিনিধি নিৰ্ব্বাচনের রীতি উঠাইয়া দেওয়া হয়, ( ৩ ) যেন লীগ অফ নেশনস এর ভারতীয় প্রতিনিধিগণের অধিকাংশ অতঃপর ভারতের ব্যবস্থাপক সভার জনসাধারণের দ্বার। নির্বাচিত সভ্যদিগের ভোটের দ্বারা নির্বাচিত হন এবং ( ৪ ) ভারতে রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচনের ব্যাপারে ձ օbrատ ծԵ বিবিধ প্রসঙ্গ—মগনলাল ঠাকোরদাস মোদী b"む> নির্বাচক সম্প্রদায়গুলির নামের মধ্য হইতে “অ মুসলমান” কথাটি উঠাইয়া দিয়া তৎপরিবর্তে অদ্য কোন সাধারণ নাম ব্যবহার করা হয় । এইসকল প্রস্তাবনা যদি গ্রাহ হয় তাহা হইলে ভারতের মঙ্গল হইবে । ধৰ্ম্ম, বর্ণ, জাতি প্রভৃতি পার্থক্য সৰ্ব্বত্র বজায় রাখিতে গিয়া সৰ্ব্বাপেক্ষা প্রয়োজনীয় যাহা, জাতীয় এক , তাহা আমরা ইরোইতে বসিয়াছি । এ যেন ঢাকের দায়ে মনসা বিক্ৰী । মগনলাল ঠাকোরদাস মোদী মগনলাল ঠাকোরদাস মোদী, এল-সি-ই, সি-আই-ই মহাশয়ের মৃত্যুতে বোম্বাই প্রদেশ একজন বিখ্যাত ব্যবসায়ী ও মানবপ্রেমিক হারাইয়াছে । এঞ্জিনীয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হইবার পর তিনি বরোদ-রাজের পাবলিক্ ওয়াক্ স্ ডিপার্টমেণ্টে এবং পরে বোম্বাই সরকারের ইরিগেশ্বান ওয়াক্স-এ কাজ করেন । অল্পদিন এই কাজ করিয়া তিনি ইহা ছাড়িয়া দেন এবং ব্যবসায়ে প্রবেশ করেন। ব্যবসায়েই তিনি উন্নতি ও প্রসিদ্ধি লাভ করেন ৷ মগনলাল ঠাকোরদাস মোদী সামাজিক ব্যাপারে মোদী-মহাশয়ের মতামত উদার ছিল । তিনি তাহার কন্যা ও নাত নীদিগের যোল বৎসরের অধিক বয়সে বিবাহ দেন এবং অনেক সামাজিক অনুষ্ঠানে অনাবশ্বক বোধে জাতিগত ভোজন উঠাইয়া দেন। তিনি স্ত্রীশিক্ষার পক্ষপাতী ও উৎসাহদাতা ছিলেন । স্ত্রীশিক্ষার জন্য তিনি স্বরাট মহিলা বিদ্যালয়কে