পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৫২ তিন হাজার টাকা দান করেন । স্বরাট কলেজে তিনি প্রথমে ফ্লিশ হাজার ও পরে দুই লক্ষ টাকা দান করেন। তাহাব আরো অনেক জনহিতকর দান ছিল, এবং এইজন্য তিনি জনপ্রিয় ছিলেন। ১৯০০ সালে তাহার বন্ধু শ্ৰীযুক্ত ইচ্ছারাম সূৰ্য্যরাম দেশাই মহাশয়ের সহযোগীতায় তিনি বোম্বাইএ গুজরাট টাইপ, ফাউণ্ডির প্রতিষ্ঠা করেন। এই ফাউণ্ডের পরিচালনভার পরে র্তাহার ভ্রাতার উপর স্বাস্ত হয় । মৃত্যুকালে মোদী-মহাশয়ের বয়স ৭৫ বৎসর হইয়াছিল । কুমারী শকুন্তলা পরাঞ্জপে ইহা বাস্তবিকই মুসংবাদ যে, ভারতের প্রথম সিনিয়র র্যাঙ্গলার ডক্টর আর, পি, পরাপের কন্যা কুমারী শকুন্তল৷ পরাংপে, বি-এস-সি পরীক্ষায় সম্মানের সহিত উত্তীর্ণ কুমারী শকুন্তল। পরাঞ্জ পে হইয়া, উচ্চতর গণিত শিক্ষার জন্য শীঘ্রই ইংলণ্ড যাত্র করিতেছেন। . বৎসরে তিন হাজার টাকা করিয়া ও তিন বৎসর প্রাপ্য একটি বিশেষ ষ্টেটু স্কলারশিপ তিনি লাভ করিয়াছেন । কানাডায় ভারতীয়ের সম্মান কানাডার জাতীয় প্রদর্শনীর দ্বারোন্মোচন-কাৰ্য্যে নিমন্ত্রিত হইয়া সার টি, বিজয়রাঘব আচারিয়ার কানাডা প্রবাসী—ভাদ্র, ১৩e৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড যাত্রা করিয়াছেন। ভারতীয় আগন্তুকদের প্রতি কানাডা ভেদ-ভাব পোষণ করে । সুতরাং প্রদর্শনীর দ্বারোন্মোচনের জন্য একজন ভারতীয়কে আহবান করার ভিতর কানাডার কোন কুটরাজনীতিমূলক উদ্বেগু অথব সরল ভাব আছে তাহা বুঝ শক্ত। কয়েক বৎসর পূৰ্ব্বে শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর কানাডা পরিদর্শনে আমন্ত্রিত হইয়াছিলেন ; কিন্তু যে-দেশ ভারতবাসীকে সেখানে নামিবার বা থাকিবার উপযুক্ত মনে করে না সেখানে যাইতে কবি ইচ্ছা করেন নাই। ইহা হইতে আমরা এমন নির্দেশ করিতেছি না যে, সকলেই কবির দৃষ্টাস্তের অনুসরণ করিবেন। ভারতের প্রতি কানাডার মনোভাব ভারতেই কিরূপ মনে করা হয় তাহ দেখাইবার জন্যই আমরা এই দৃষ্টান্তের উল্লেখ করিলাম। বাংলা দেশে একটি গল্প আছে যে, এক ব্যক্তি এক

  • "さ - . ع به=

N § - § عربی: o, ம்_ட்ட - * *. Ε o 4 ↑Ꮍ

    • **

স্তার টি বিজয়রাঘব আচারিয়ার ব্রাহ্মণের গরু মারিয়া প্রায়শ্চিত্তস্বরূপ ব্রাহ্মণকে সেই গরুরই চামড়া দিয়া তৈয়ারী একজোড়া জুভ উপহার দিয়াছিল। ভারতকে সম্মানিত করার এই অদ্ভুত প্রণালী দেখিয়া সেই গল্পের কথা মনে পড়ে। :