পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e به صو স্বপন-দুয়ার খুলে এসে অরুণ আলোকে মুগ্ধ এ চোখে,— ক্ষণকালের আভাস হ’তে চিরকালের তরে এসো আমার ঘরে | দু:থমথের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। ছিলে আশার অরূপ বাণী ফাগুন-বাতাসে– বনের নিশ্বাসে । এবার ফুলের প্রফুল্ল রূপ এসে বুকের পরে, এসো আমার ঘরে ॥ ( 8 ) নিশীথে কী কয়ে গেল মনে, কী জানি, কী জানি । সে কি ঘুমে সে কি জাগরণে, কী জানি, কী জানি । নানা কাজে নানা মতে ফিরি ঘরে ফিরি পথে, সে-কথা কি অগোচরে, বাজে ক্ষণে ক্ষণে ? আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড সে-কথা কি অগোচরে ব্যথিছে হৃদয় ? একি ভয়, একি জয় ? সে-কথা কি বারে বারে কানে কানে কয়— “আর নয়, আর নয় ।” সে-কথা কি নানা স্বরে বলে মোরে “চলে দূরে,” সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে ? কী জানি, কী জানি ॥ ( t ) হার মানালে, ভাঙিলে অভিমান । ক্ষীণ হাতে জ্বালা স্নান দীপের থালা হ’ল খান খান । এবার তবে জালো করুণ তারার আলো, রঙীন ছায়ার এই গোধূলি হোক অবসান । এসো পারের সাথী, বইল পথের হাওয়া, নিব ল ঘরের বাতি । অন্ধকারের ছায়ে শাস্ত শীতল বায়ে রাখব তোমার পায়ে কী জানি, কী জানি । ক্লান্ত বীণার গান ৷ ঋগ্বেদীয় উপনিষদের ব্রহ্মবাদ মহেশচন্দ্র ঘোষ ঋগ্বেদের দুইখানা উপনিষৎ—একখানা ঐতরেয় এই উভয় আরণ্যকই উপনিষৎ ( দ্বিতীয় আরণ্যকের আরণ্যকের অন্তর্গত ; অপর থানার নাম সায়ণ ভাষ্য, প্রারম্ভ দ্রষ্টব্য )। কিন্তু দ্বিতীয় আরণ্যকের কৌষীতকি উপনিষৎ । ঐতরেয় আরণ্যকের দ্বিতীয় ও তৃতীয় আরণ্যকে ব্রহ্মবিদ্যা বিবৃত হইয়াক্ষে । এইজন্য \ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ এই তিন অধ্যায়কে সাধারণতঃ উপনিষৎ বলা হয় এবং এই তিন অধ্যায়ের নাম দেওয়া হইয়াছে