পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tySఆ

  • 一 f( " " 、aで登

ఫీ: ; ఖెi يجب ام এমুণি করে মানুষ তুলতে পার t এখন ক্রিকেটের কথা ধরা যাক। এই খেলাটিতেও কি ব্যাটিংএর সময়, কি ‘ফিলুডিং'এর সময়, একেবারে সজাগ না থাকূলে চলে না। ছবিতে টি, সি, লাউরিকে দেখ লেই বোঝা যায়—অঙ্গ-প্রত্যঙ্গের গতিবিধির ওপর র্তার কি অসামান্ত অধিকার । ‘ব্যাটিং’ করুবার সময় দ্রুতগামী বলে’র গতি দেখেই বুঝতে হবে সেটি কোথায় পড়বে, এবং বল দেবার কায়দ থেকেই ঠিক করতে হবে মাটিতে পড়ে’ বলের অবস্থা কি হবে। এই দুটি জিনিষ ঠিকমত আন্দাজ করাই সাধনা সাপেক্ষ। যা হোক করে বলটাকে ঠেকালেই চলে না। তাহলে হয়ত ছবির জি, টি, এস, ষ্টিভেনের অবস্থা হ’তে পারে। ভাল করে’ ইাকৃড়াতে গেলে সবল শিক্ষিত মাংসপেশী দরকার । ক্রিকেটে মাংস-পেশীর বেশ চালনা হয়। যে “বল দেয়, কাজটি তার নেহাৎ সহজ নয়। বল দেবার নিয়ম বজায় রেখে বলটি তাকে ছুড়তে হবে, এবং সেই ছোড়ার ভেতরেও চালাকি রেখে ‘ব্যাটসম্যানকে , లిరిరి { ২৬শ ভাগ, ১ম খণ্ড দুনিয়ার সেরা,সাতার-কুমারী এডাল মাৎ করতে হয়। কেউ-কেউ বল খুব জোরে দিয়ে কাজ সারে, কেউ-বা বল এমন কায়দায় ফেলে যে বলটি পড়েই একটু ব্যাক্ নেয়, কেউ-ব। আবার এমন চালাকি করে’ দেয় যে, দেবার ধরণ থেকে বল কি-রকম ভাবে আসবে কিছুই বলা যায় না। একসঙ্গে এই তিনরকমের দু'রকম কায়দাও কারও-কারও আয়ত্ত । যাই হোক এটা বোঝা যাচ্ছে যে, বল ভাল করে দিতে গেলেও বেশ ফন্দিবাজ হওয়া দরকার, তার সঙ্গে পেশীগুলোও যেন মাথার হুকুম মানতে তৎপর হয়। শুধু একঘেয়ে খাটুনিতেই ট্যারেন্ট’ জন্মায় না। বাইরের সব রকম খেলার বিস্তারিত বিবর । দেওয়া এখানে সম্ভব নয়। এটুকু বললেই যথেষ্ট হবে যে, এইসমস্ত খেলায় শরীর ও মন উভয়ই উপকৃত হয়।

  • বিশেষত যে-সমস্ত ব্যস্ত লোকের বিশিষ্ট রকম শরীরচর্চা করবার মত দীর্ঘ অবকাশ নেই তাদের পক্ষে এখসমস্ত খেলা অত্যন্ত উপযোগী । বিশিষ্ট রকম শরীরচর্চা