পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২২ প্রবাসী—আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড good oft:(3 & 4ts Coos (“the United States is the most crime-bent nation in the world”) সত্য সত্যই সেখানে অত্যন্ত ভয়াবহ অপরাধ-সমূহ অহুষ্ঠিত হয়। বিগত ফেব্রুয়ারী মাসের মর্ডান রিভিয়ু পত্রিকাতে প্রকাশিত ডাক্তার স্বধীন্দ্র বস্থর প্রবন্ধ হইতে আমরা এইরূপ কয়টি অপরাধের নমুনা দিতেছি – (১) স্ত্রী স্বামীকে বিষ-প্রয়োগে হত্যা করিয়াছে, কারণ, তাহার নামে স্বামী যে ত্রিশ হাজার টাকার জীবন-বীমা করিয়াছেন তাহা তাহার খুব জরুরী দরকার । বীমার সর্ব ছিল: যে, স্বামী শাস্তভাবে নিজের শয্যায় প্রাণত্যাগ করিলে স্ত্রী মাত্র ১৫ হাজার টাকা পাইবে, কিন্তু যদি তাহার অপঘাত মৃত্যু হয়, তবে স্ত্রী তাহার দ্বিগুণ অর্থাৎ ত্রিশ হাজার টাকা পাইবে । বিচারে জুরীর শেষোক্ত প্রকার মৃত্যু বলিয়া মত প্রকাশ করিয়াছেন । (১) আইওয়াতে একজন মতো তাহার ১৫ দিন বয়স্ক শিশুর গলা ক্ষুর দিয়া কাটিয়া হত্যা করিয়াছে, কারণ, শিশু কাদিয়া মাতাকে বিরক্ত কল্পিত । (৩) মেসাচুসেট্স সহরের সর্বসাধারণের ব্যবহার্য্য একটি পার্কে একটি সভার অধিবেশন হইতেছিল। কতকগুলি সহরবাসী মতলব করিল, সভা ভাঙ্গিয় দিতে হইবে। দুই পক্ষে রীতিমত যুদ্ধ আরম্ভ হইল। ইটপাটকেল, পচা ডিম, বন্দুকের গুলি সবই উভয় পক্ষ হইতে চলিল । পুলিশ শান্তি স্থাপন করিতে পারিল না। পুলিশের কৰ্ত্তার রিভলভার, হাতকড়ি ইত্যাদি কাড়িয়া লওয়া হইল এবং বহু পুলিশ বন্দুকের গুলিতে জখম হইল । - (৪) শিকাগে। বিশ্ববিদ্যালয়ের দুইটি বড় ঘরের ছাত্র একটি “পূর্ণাঙ্গ অপরাধ” (perfect crime) করিতে সঙ্কল্প করিল । তাহার একটি ছোট ছেলেকে প্রলোভন দেখাইয়া নিজেদের মোটর-গাড়ীতে লইয়া গেল । পথিমধ্যে ধীরভাবে হাতুড়ি দিয়া তাহার মাথা ভাঙ্গিয়া ফেলিল এবং হতভাগ্যের মৃতদেহ রাস্তার একটি পুলের নীচে ফেলিয়া রাখিল । (৫) ওহিওতে একটি স্ত্রীলোক তাহার ছয় সপ্তাহের শিশুকে জলের টবে ফেলিয়৷ সেই জল আগুনে চাপাইয়। দিল । কয়েক ঘণ্টা পরে শিশুর পিতা বাড়ী ফিরিয়া দেখেন, শিশুটি গরম জলে সিদ্ধ হইয়া রহিয়াছে । (৬) যুদ্ধ-প্রত্যাগত একটি যুবক সৈনিক ইলিনয় তে তাহার বাড়ীতে আসিয়া বৃদ্ধ পিতাকে দেখিয়া রাগে জলিয়া উঠিল । সে তৎক্ষণাৎ তাহার সঙ্গীনের অগ্রভাগ বৃদ্ধের দেহের মধ্যে প্রবেশ করাইয়া দিয়া তাহাকে ভবযন্ত্রণ হইতে মুক্ত করিল। (৭) দুইটি যুবতী পিস্তল লইয়া পশ্চিম ডাকোট। সহরের একটি ব্যাঙ্কে প্রবেশ করিল । একজন খাজাঞ্চির মাথার নিকট গুলি-ভরা পিস্তল উচাইয়া ধরিল অপরজন ব্যাঙ্কের টাকাকড়ি হাতাইতে লাগিল । কাজ হাসিল করিয়া তাহারা মোটরে চড়িয়া উধাও হইল । (৮) নিউইয়র্ক সহরের একটি লোক হাতুড়ির আঘাতে একজন যুবতীর মাথা ভাঙ্গিয়া দিল, কারণ, সে তাহার স্বামীকে ত্যাগ করিয়া তাহার সঙ্গে বসবাস করিতে অসম্মত । হাতুড়ীর আঘাতে স্ত্রীলোকটি অজ্ঞান হইয়া পড়িলে লোকটি তাহাকে সিড়ির নীচে আনিয় জলন্ত চুল্লীতে নিক্ষেপ করিল এবং ঐ ঘরের দরজা বন্ধ করিয়। নিঃশব্দে চলিয়া গেল। হতভাগিনী প্রায় জীবন্ত অবস্থায় চুল্লীতে পুড়িয়া ছাই হইল । এইরূপ বীভৎস অপরাধ ঘটিতে দেখিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক- সহরের দায়র-বিচারপতি মি: আলফ্রেড ট্যালী (Alfred J. Talley)- বলিয়াছেন, “অতিরিক্ত অপরাধপ্রবণতার অভিযোগে আজ যুক্তরাষ্ট্র জগতের সমক্ষে অপরাধী। বৰ্ত্তমানে তাহার আর এ অভিযোগ অস্বীকার করিবার উপায় ‘নাই ।” ইহা হইতেই বোঝা যাইবে যে, লোক-সংখ্যার অসুপাতে আমেরিকা, ইংলণ্ড, ফ্রান্স, ইতালী, জাপান বা অন্য সুসভ্য দেশ হইতে বেশী অপরাধ-প্রবণ । চোর, ডাকাত, দাঙ্গাবাজ ও ইতর প্রকৃতির লোকের দৌরাত্ম্য সেখানে ভয়ানক । তামাকের পাইপ অথবা স্ত্রীলোকদের পাউডারের কোঁটার মতন রিভলবার সেখানকার লোকের একটি অপরিহার্য্য সঙ্গী। লোকসংখ্যা অনুপাতে শিকাগো সহর আমেরিকায়