পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুষ্ঠ সংখ্যা ] আমেরিকায় অপরাধ-প্রবণতা SR& নমুনাটি হইতেই বোঝা যাইবে । ঘটনাটি ১৯১৮ সালের ১৩ই ফেব্রুয়ারী তাৰিখের টেমেসি-প্রদেশের ছাট্টামুগা (of Brénoi (Chattanooga Daily Times) প্রকাশিত হইয়াছিল — পোড়াইয়া মারা ইঠিলম্প্রিংস শহরে লোমহর্ষক লিঞ্চিং দণ্ড নিগ্রে জিম ম্যাকুলহরনএর ফঁাসী সহস্ৰ সহস্ৰ নর নারী শিশু দশক নিগ্রো-রক্তপিপাসুদের উল্লাস “ অদ্য রাত্রি ৭টা ৪০ মিনিটের সময় নিগ্রো জিম ম্যাকৃলহরুনকে প্রথমে তপ্ত লৌহশলাকা দ্বারা যন্ত্রণ দিয়৷ জিম্ গত সপ্তাহে পরে পোড়াইয়া মারা হইয়াছে। CCCTCELLLS00E S AtAALLLLLL AAS AAAAA AAAA AAAAA w ANTED AN EXTERMINATOR -Mekay in the New York ferald Tribuge জামেরিকার পথে-ঘাটে পাপের ছুচে-বাজী ইষ্টিলম্প্রিংস সহরে রোজাস ও টিগার্ট নামক দুইজন শ্বেতকায়কে গুলি করিয়া মারিয়াছিল এবং অপর একজনকে আহত করিয়াছিল। পোড়াইয়। মারার সময় নরনারী ও শিশুতে প্রায় দুই হাজার দর্শক উপস্থিত ছিল । * - - - - - নিগ্রোটিকে একটি গাছের সহিত শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিয়া তাহার পার্থে আগুন দেওয়া হইল। কিছু দূরে আর-একটি অগ্নিকুণ্ডে একটি লৌহশলাকা গরম করা হইল । শলাকাটি আগুনে লাল হইয়া উঠিলে জনতার মধ্য হইতে একটি লোক উহা জিমের দিকে বাড়াইয়৷ ধরিল। ভয়ে সে উত্তপ্ত শলাক দুই হাতে চাপিয়া ধরিল। তখনই শলাকাটি তাহার হাত হইতে টানিয়া লওয়া হইল। বধ্যভূমি পোড়া মাংসের গন্ধে ভরিয়৷ উঠিল । কিন্তু এইখানেই তাহার যন্ত্রণার অবসান হইল ন। তাহার শরীরের নানা স্থানে উত্তপ্ত শলাকাটি বিদ্ধ করা হইল । তাহার আকুল আৰ্ত্তনাদে আকাশ-বাতাস ভরিয়া উঠিল । “এইরূপে কিয়ৎক্ষণ উৎপীড়ন করিবার পর তাহার সর্বাঙ্গে অলকাতরা ঢালিয় তাহাতে আগুন ধরাইয়া দেওয়া হইল। ধন্ত্রণায় অধীর হইয়া সে অকুনয়-বিনয় করিয়া বলিতে লাগিল যে, তাহাকে গুলি করিয়া মারা হউক। ইহাতে দর্শকগণ তাহাকে টিটকারী দিতে লাগিল ।” যে-জাতি জগতের সমক্ষে সভ্যতার গৰ্ব্ব করে, খৃষ্টিয়ান ধৰ্ম্মের মহিমা-কীৰ্ত্তনে বাহার অগ্রণী তাহাদের মধ্যে এই চরম বৰ্ব্বরদের মত অপরাধপ্রবণতার কারণ কি ? বিগত দেড় শতাব্দীর মধ্যে আমেরিকা জ্ঞান-বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য এবং ঐশ্বর্ষ্যে যে আশ্চৰ্য্যজনক উন্নতি করিয়াছে শুধু তাহ দেখিলেই চলিবে না। আমেরিকার অপরাধ-প্রবণতা ও বর্বরতাও দেখিতে হইবে। কাহারও কাহারও মতে আমেরিক নৈতিক ও আধ্যাত্মিক অবনতির দিকে ধাপে ধাপে নামিয়া যাইতেছে। অভ্যন্তরীণ গোলযোগ, জাতিবিদ্বেষ, ধৰ্ম্মবিদ্বেষ আমেরিকাতে দিন দিন বেশী হইতেছে গণতন্ত্রের মূলধৰ্ম্ম যে ঔদার্ধ্য-গুণ তাহাই দিন