পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীষ্মকালে গুলমর্গের দৃপ্ত সব বাড়ীরই নীচের তলা বরফে ডুবিয়া আছে, ছাদেও যথেষ্ট পরিমাণ বরফ, আবার চারি দিকে বরফ ঝুলিয়া আছে । প্রায় এক ঘণ্টা ভ্রমণের পর দেখিলাম যে, আধ মাইলের বেশী চলা হয় নাই। ইচ্ছা হইল কোথাও একটু বসিয়া বিশ্রাম করি, কিন্তু বসিলে আর রক্ষা নাই, জড়ভরতের অবস্থা প্রাপ্ত হইবার যথেষ্ট ভয় আছে । 等。N?88 . . وي؟.. " په مني . - গুল্ময়ে একটি হোটেলের সম্মুখে লেখকের প্রমণসঙ্গী দল স্বৰ্য্যাস্তের পরই বরফের উপরিভাগ জমিয়া নিরেট হইয়া যায়। তখন সেখানে থাকিলে বিপদ হইতে পারে, তাই নীচে নামিতে আরম্ভ কfরলাম । নামিতে অবহু খুব কম সময়ই লাগিয়াছিল । [এই প্রবন্ধের সহিত মুদ্রিত f গুৈলি চন্দ্রগুপ্ত বিস্কালঙ্কার কর্তৃক গৃহীত মহিলা-সংবাদ নূতন ভারত-শাসন আইন অনুসারে গঠিত বিভিন্ন প্রদেশের ব্যবস্থাপক সভাসমূহে অনেক মহিলা নিৰ্ব্বাচিত হইয়াছেন। তন্মধ্যে যুক্তপ্রদেশের ব্যবস্থাপক সভার সদস্য। ঐমতী উমা নেহরুর ফোটোগ্রাফ গত চৈত্র সংখ্যার মূত্রিত করিয়াছিলাম। এই সংখ্যায় মান্দ্রাজ ব্যবস্থাপক সভার সদস্যাদের ফোটোগ্রাফই প্রধানত: মুদ্রিত হইল। অন্যান্ত প্রদেশের ব্যবস্থাপক সভার সদস্যদের চিত্রও প্রবাসীতে ক্রমশঃ যুক্তি হইবে। छों: जन्हौtछ१ी श्राष्ट्र arrartu ara** vrar marra mao: