পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$g: প্রবাসী ゞ so ঘটনা খটিয়া গেল তাহাতে বুঝা যায় চীন যুগ-যুগাস্তের নিদ্রা হইতে যেন জাগিয়া উঠিয়াছে, বিদেশীর আক্রমণ-অত্যাচার আর সে সহ কfরবে না। সেনাপতি চ্যাঙ হয়ে লিয়াং চীন রাষ্ট্রনায়ক চিয়াং কাই-শেককে কয়েকদিনের জন্য আটক রাখিয়া জগদবাসীকে এই কথাই স্পষ্ট করিয়া বলিয়া দিয়াছেন। রাষ্ট্রপতি চিয়াং কাই-শেকের কৰ্ম্মকৌশলে মহাচীন আজ একটি প্রধান শক্তিতে পরিণত হইতে চলিয়াছে। এ বৎসরকার আর একটি প্রধান ঘটনা মি. রুজভেন্টের দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের সভাপতি পদে নিৰ্ব্বাচন। তিনি আমেরিকা হইতে যুদ্ধ-নিবারণের জন্য অনুরোধ জুনাইয়াছেন। সম্প্রতি সানফ্রান্সিসকোতে উত্তর ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলির একটি শান্তি-বৈঠক হইয়া গিয়াছে। তাহাতে তিনি এই বাণী ঘোষণা করিয়াছেন যে, যুদ্ধই সব অনিষ্টের মূল, স্বতরাং যুদ্ধের কারণগুলি বিদূরিত করিতে হইবে । এই প্রসঙ্গে তিনি প্রস্তাব করিয়াছেন যে, জগতের বিভিন্ন অঞ্চল হইতে যুদ্ধের কারণগুলি লোপ করিতে হইলে-ষ্ট্রেগুলির মধ্যে ব্যবসা বাণিজ্যের সর্ব প্রকার বাধা তুলিয়া দিতে হইবে। তাহার এই প্রস্তাব গৃহীত হইবার সম্ভাবনা বৰ্ত্তমানে কম দেখা যায় বটে, কিন্তু এইরূপ কোন ব্যবস্থা ন হইলে যুদ্ধ বন্ধ হইবে না। ل۔ È– #£Païēg#3:

معينة

সানফ্রানসিস্কে এবং ওকলাও শহর। ইহার মধ্যে উপসাগর নুতন সেতুতে বন্ধন করা হুইল নানা দেশ সম্বন্ধে এত কথা বলিলাম, কিন্তু ভারতবর্ষ সম্বন্ধে কি বলিবার আছে ? আন্তর্জাতিক ব্যাপারগুলিতে ভারতবর্ষের কি কোনও স্থান নাই ? ভারতবর্ষে ইদানীং স্বায়ত্তশাসনের নামে প্রদেশে প্রদেশে এক ভূয়া শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হইয়াছে। ইহার মধ্যে মুক্তির পথ আছে কি ? ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তে আফ্রিদী, ওয়াজিরি ও মমন্দদের দমন করিতে বহু যুগ কাটিয়া গেল, গত কয়েক মাসাবধি গবর্ণমেণ্টের তরফ হইতে তাহাদের উপদ্রব দমন করিবার জন্য বিশেষভাবে চেষ্টা চলিতেছে । চীনের আত্মসংগঠন, আমেরিকার শান্তি স্থাপন .প্র১েষ্ট কিছু আশার সন্ধান দিয়েছে বটে, কিন্তু কি বিশ্বের সৰ্ব্বত্রই যেরূপ ঘটনা-পরম্পর লক্ষ্য করা যাইয়েছে তাঙ্গাতে সৰ্ব্বত্রই একট। পাঞ্চয়! যায়। বেসর্গই সন্ধির অ-বিচার আর তারাকে ঢাকিয়ু রাখিবার জন্য পরবর্তী বিবিধ সন্ধি ও চুক্তি এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির চক্রাস্ত ও রণসজ্জ!—এ সকলের পরিসমাপি হুইবে আর একটি মহাসমরে—বিশেষজ্ঞগণ এইরূপ অতুমান ভবিতব্যের গর্ভে কি নিহিত আছে কে বর্তমান বংসরে আসন্ন অনৰ্থপাতের অী ৪াস কfরতেছেন । বলিতে পারে ? ২৫ এ চৈত্র, ১৩৪৩ ৷ AAAAAA j للبيللائل للال ੇ 拙 H°_鲇 墜リエ”寧 劃圈 ТТГТТТIIIIII Fs - - - - - - - - - fø"zz r | -- תE ו- - -ן. o இ. . H -- s নুতন সেতুর উপরে ছয়টি মোটর গাড়ীর পথ ; নীচের তলায় তিনটি লীর ও দুইটি ট্রামের পূখ