পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ প্ৰৰ এক দিন মাসারিক স্থলের ছেলেদের সঙ্গে আঞ্জুরক্ষেতে জাঙর চুরি করিয়া ধরা পড়িয়া গেলেন। ছেলে নিষ্কৰ্ম্ম হইয় বসিয়া আছে বলিয়াই দুষ্টামিতে যোগ দিয়াছে মনে করিয়া র্তাহার পিতা এক দিন ভোরে তাহাকে জাগাইয়া জানাইলেন, গাড়ী প্রস্তুত, তাহাকে এই মুহূৰ্বেই ভিয়েনায় গিয়া কাজকৰ্ম্মের চেষ্ট। দেখিতে হইবে। মাসারিককে দশ মিনিটের মধ্যে নিজ সম্পত্তি পুটুলিতে বাধিয়া লইয়া প্রস্তুত হইতে হইল। টুকিটাকি জিনিষ তাঙ্গর যা ছিল তার মধ্যে তিনি তার প্রিয় অ্যাটলাসখানি লক্টতে ভুলেন নাই । ভিয়েনায় গিয়া এক কামারের দোকানে তাহার চাকরি মিলিল । এখানে সারাদিন তাহাকে খাটিতে হইত, কিন্তু ছুটি হইলে সন্ধ্যাবেলায় তিনি পথে পথে ঘুরিয়া বইয়ের দোকানের কাচের জানালায় বই দেখিয়া বেড়াইভেন । সামান্য উপার্জনের পয়স বঁাচাইয়া তিনি আবার একখানি “চেহারা দেখিয় চরিত্র-নির্ণয়ের” বই কেনেন ; অবসর-সময় অন্য ছোকরণদের সঙ্গে বাজে কথা বা স্কৃৰ্বিতে যোগ না দিয়া তিনি বইয়ের মধ্যে ডুবিয়া থাকিতেন দেখিয়া চোকরীরা তাহাকে জব্দ করিবার জন্ত তাহার এই বইখানি চুরি করিল। এই বইখানি চুরি হওয়াতে মাসারিক মৰ্ম্মাস্তিক কষ্ট পাইয়াছিলেন । ভিয়েনাতে আরও কিছু দিন কাজ করিবার পর এই দিনব্যাপী যন্ত্রের মত কাজে তাহার বিরক্তি বোধ হইল, তিনি বাড়ী ফিরিয়া আসিলেল । কাজে তাহার আপত্ত্বি ছিল না, তিনি প্রেসিডেন্টরূপে একবার বলিয়াছিলেন, ‘জিনিয়ুস ডাকেই বলি যে কৰ্ম্মে স্বাভবিক অনিচ্ছাকে জয় করিতে পারে । কিন্তু একঘেয়ে যন্থের মত কাজে তাহার শ্রদ্ধা ছিল মা । ভিয়েনার দুবস্ত খাটুনির ফলে তিনি আজীবন শ্রমিকদের বন্ধু হইয়াছিলেন ও তাঙ্গাদের অবস্থ-উন্নতির সহায়ক হইয়াছিলেন । বাড়ী ফিরিয়া কিন্তু আবার কামারের দোকানেক্ত তাহার চাকরি মিলিল । এখানেও অবকাশের প্রত্যেক মুহূৰ্ত্তটি তিনি বই বা খবরের কাগজ পড়িয় কাটাহঁতেন । র্তাহার শিক্ষার আগ্রহ দেখিয়া র্তাগর এক জন পুৰ্ব্বতন শিক্ষক তাহাকে আর একটি শহরে আবার সহকারী শিক্ষক করিয়া পঠাইবার ব্যবস্থা করিলেন । এখানে মাসারিক ছেলেদের পৃথিবী স্থধ্যের চার দিকে ঘোরে শিক্ষা দিতেছেন জানিয়া ছেলেদের iओंौं মা’র প্রথমে গ্রামের পাদরীর কাছে ও পরে শহরের বড় পাদরীর কাছে নালিশ করিল যে ছোকরা মাষ্টার ছেলেদের বাইবেল-বিরুদ্ধ শিক্ষা দিতেছে। বড় পাদরী মাসারিককে ডাকাইয়া সব কথা শুনিয়া বলিগেন, ওশিক্ষা যখন বাইবেলবিরুদ্ধ তপন উচা শিথাইয়। দবকার নাই। মাসারিক পাদরীর কথায় উহ! শিখান বন্ধ করিলেন, কিন্তু নিজের বিশ্বাস ছাড়িলেন না। পরে এক দিন হাটবারে ছেলেদের বাপের { গ্রামের চাযার। ) তাহাকে ধরিয়া ব্যাপার জিজ্ঞাসা করিল। মাসারিক তাহাদের কাছে কোপার্লিকসের তথ্য ব্যাখ্য! করিলে তাহারা বলিল, মেয়েদের কথায় কান না দিয়া তুমি য। শিখিয়াছ, ছেলেদের ও তাই শিথাইও । একবার মাসারিক বাড়ী হইতে শহরে ইস্কুলে যাইবার সময় তাহাব মা তাহাকে এক রকম ময়দার কেক তৈরি করিয়ু সঙ্গে দিয়াছিলেন। ইহার নাম এদেশে 'কো বলিষ্ঠি’--- খুবই সাধারণ জিনিষ, ফাপানো রুটির মধ্যে জ্যাম ভরা থাকে । এটি মাসারিকের প্রিয় খাদ্য ছিল । শহরে ঢুকিবার সময় কাষ্টমসের লোক বলিল, “তুমি এ গুণিয শহরে ১৩৪৪ বিক্ৰী করিবার জন্য লইয়া যাইছে, টাকুস দি ে বে।" টাক্স দিবার সামর্থ্য ছিল না, কারণ সঙ্গে মাত্র ১ারিট পয়স সন্সল লইয়ু তিনি স্কুলে যাইতেছিলেন । ভবভোল! লোক হইলে কেকগুলি কাষ্টমৃস্কে ছাড়িয়া জিভ, ভবিষ্যতে বুদ্ধ-খ্ৰীষ্ট হইবার সম্ভাবনা থাকিলে গরীবকে বিলাই ষ্টা দিত, কিন্তু চেক্র! অভ্যস্ত রিয়ালিষ্ঠ, মাসারিক পথের ধারে বসিয়৷ ই পু!দুয়েকের খোরাক সব কেকগুলি উদরসাং করিয়া শহরে ঢুকিয়াছিলেন শহরে ছাত্র পড়াঙ্গয় ੇ ইস্কুলের খরচ চলিত। ভিন্ন ভিন্ন প্রদেশের ছাত্রদের কাছে ও বিদেশীয়দের সৈন্যদের সঙ্গে মিশিয়া মাসারিক নানা রকম ভাষাও শিখিতেন। স্বদেশীয়দের দুরবস্থ৷ দেথি তাহার জাতীয়ভাবোধ প্রবল হইয়াছিল। তাহার ইস্কুলের গ্রীক ও লাটিনের শিক্ষক জাৰ্ম্মান ছিলেন, তাহার গ্রীক উচ্চারণে জ্ঞাশ্মান টাম ছিল । মাসারিক বলিলেন, জাৰ্ম্মান শিক্ষক যদি জাৰ্ম্মান টানে গ্রীক পড়িতে পারেন, তবে তিনিও চেক-টানে লাটিন পড়িবেন। ইহা লইয়া শিক্ষকের সঙ্গে তার দ্বন্দ্ব হয় ও শিক্ষক তাহার শত্রু হইয়া দাড়ান। এই সময়ে মাসারিক খ্ৰীষ্টধর্মের সভ্যতা সম্বন্ধেও চিন্ত৷ শুক্র