পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टंख्पर्छ চন্দননগরের প্রদর্শনী দর্শনে ミ●● গৃহের, অন্যপানি একটি ছোট কুটরের । কবি ভারতচন্দ্র ৰথম অজ্ঞাত অখ্যাত অবস্থায় ফরাসী দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর নিকট উমেদার করিতে আসিয়াছিলেন তখন তিনি প্রথমোক্ত দেওয়ান রামেশ্বর মুখোপাধ্যায়ের উক্ত গৃহেই বাস করিয়াছিলেন। পরে ইন্দ্রনারায়ণের অল্প গ্রঙ্গেই কৃষ্ণনগরধিপতি মহারাজ। রুষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতাতেই উপহার কবিপ্রতিভা জনসমাজে প্রচারিত হইয়া অমর হইয়: রহিয়াছে । অন্য গৃহে কথাশিল্পী শরৎচন্দ্রের বাল্যজীবনের কিছু অংশ অতিবাহিত হইয়াছিল। ঋষিকল্প ভূদেবের কর্মজীবন চন্দননগরে তাঙ্গর প্রতিষ্ঠিত যে বিদ্যালয়ে আরম্ভ হইয়াf৫৮, তাঙ্গর ধ্বংসাবশেষের ছবিও দেখিলাম । * অসামান্ত রূপলাবণ্যময়ী মা শম্ গ্রা শু, যিনি প্রথম ঘীবনে চন্দননগরের অধিবাসিনী ছিলেন, যাহার রূপবহি iারত হইতে ফ্রান্স পৰ্য্যন্ত তদানীন্তন বহু প্রসিদ্ধ পুরুষকে গ্ন কবিয়াছিল, যে রূপের জ্যোতি সম্রাট নেপোলিয়নের মক্ষেও প্রতিফলিত হইয়াছিল, তাহার প্রতিকৃতিও দখিলাম। তাহার পর কত প্রাচীন মন্দির, অধুনালুপ্ত ত প্রতিষ্ঠান, কত বঙ্গগৌরব সাধক, দাতা, কৰ্ম্মবীর, ৗর বাঙ্গালী স্বেচ্ছাসৈনিক প্রভৃতির প্রতিকৃতি ; দুপ্লে প্রভৃতি চন্দননগরের কত ইতিহাসপ্রসিদ্ধ লোকের হস্তলিপি, Jবহৃত সামগ্ৰী, প্রাচীন মুত্র, ফরাসী গভর্ণমেণ্ট প্রদত্ত শুনারায়ণ চৌধুরীর স্ববর্ণপদক, মৃত্তিকা ভ্যস্তর বা কূপ হইতে প্রাপ্ত স্ববৃহৎ পাষাণময় মুণ্ডহীন বুদ্ধমূৰ্ত্তি, সুন্দর বিষ্ণুমূর্ষি, তুিময় স্বঠাম দশভূজা মূৰ্ত্তি প্রভৃতি এই ফরাসী উপনিবেশের প্ত ইতিহাসের কত চিহ্ন কত আকারে দেখিলাম । সেখান হইতে কক্ষাস্তরে গেলাম, সেটি চন্দননগরের হিত্য প্রদর্শনী। সারা ঘরটি জুড়িয় টেবিলে সজ্জিত খানকার লেখকদের রচিত গ্রন্থসমূহ। তন্মধ্যে দেখিলাম পাননগরের ফাদার গের্যা কর্তৃক পুনলিখিত বাঙ্গালা ভাষার, খিম মুদ্রিত গ্রন্থ "রূপারশাস্ত্রের অর্থবেদ” ও তাহার পরিশিষ্ট ৮৩৬ হইতে ১৯৪০ এক শত পাচ বৎসরের গ্রহণ গণনা। ওয়ালে দেখিলাম স্থানীয় গ্রন্থকারদের প্রতিকৃতি। একটি মেজেতে বহু অপ্রকাশিত হস্তলিখিত পাণ্ডুলিপি, অঙ্কজ ধ প্রাচীন ও আধুনিক সংবাদ ও সামৰি পত্রিকার । তাহার মধ্যে আছে ইংরেজী ১৮৮২ সালে চন্দন দেওয়ান বামেশ্বর মুখোপাধ্যায়ের বাটার ভগ্নাবশেষ, গোপালপাড় o কবি ভারতচন্দ্র এই বাটতে বাস করিতেন । 暴 নগর হইতে প্রকাশিত “প্রজাবন্ধু” হইতে আরম্ভ করিয়া বর্তমান বাংলার অন্যতম মাসিকপত্র “প্রবর্তক" পৰ্য্যস্ত । এই বিভাগে স্বতন্ত্র রক্ষিত প্রাচীন বাংলা সাহিত্যের মুদ্রিত গ্রন্থ ও হস্তলিখিত পুথির অপূৰ্ব্ব সংগ্রহ দেখিলাম। দেখিলাম ভদ্রাজুন, তোত! ইতিহাস, হালহেডের ব্যাকরণ, বাধ চন্দ্রোদয়, গঙ্গাভক্তিতরঙ্গিণী, সমাচার দর্পণ, দর্শন, মনোদীক্ষা সুধাতরঙ্গিণী, সতীনাটক, রাজীবলোচন পাধ্যায় কৃত রাজা কৃষ্ণচন্দ্রের জীবনী, কেরীর বাংলা অভিকেরীর রামায়ণ, এবং রাজাবলী প্রভৃতি অনেক দুষ্প্রাপ্য পুথি খ্রীরামপুর কলেজ লাইব্রেরী, উত্তরপাড়া সাধারণ র, বঙ্গীয়-সাহিত্য-পরিষদ, দশভুজা সাহিত্যমন্দির, গর পুস্তকাগার প্রভৃতি প্রতিষ্ঠান হইতে আসিয়াছে ; কিন্তু সমস্ত ছাড়িয়া এখানকার মধ্যে যাহা সৰ্ব্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে তাহ চুচুড়ার ঐযুত রমেশচন্দ্র মণ্ডল মহাশয়