পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NEdు ঔপ্রবাসী ১৩৪৪ দ্বিতীয় খণ্ডের প্রথম সংখ্যা বাহির হইয়াছে। প্রথম খণ্ডে বারটি সংখ্যা ছিল । সৰ্ব্বসমেত তেরটি সংখ্যা বাহির হইল । সংখ্যাগুলি পূর্ববৎ পাণ্ডিত্যের সহিত লিখিত ও সম্পাদিত এবং উৎকৃষ্ট কাগজে স্বমুদ্রিত হইতেছে। বিদ্যাভূষণ মহাশয় যোগ্য বহু সহকারী সম্পাদক এবং শব্দগুলির সম্বন্ধে ক্ষুদ্র ও বৃহৎ প্রবন্ধ লিখিবার অনেক বিদ্বান লেখক সংগ্ৰহ করিয়াছেন। আশা করি নিয়মিত প্রকাশের আর্থিক ব্যবস্থাও হইয়াছে। ফ্রান্স অধিকৃত ভারতে বাল্যবিবাহ নিরোধ ১৮ বৎসরের কম বয়সের বালকের ও ১৪ বৎসরের কম বয়সের বালিকার বিবাহ ব্রিটিশ-ভারতে দণ্ডনীয় হওয়ার পর কোন কোন গোড় হিন্দু ভারতবর্ষের ফ্রান্সের অধিকৃত কয়েকটি স্থানে গিয়া কম বয়সের ছেলেমেয়েদের বিবাহ দিত । বঙ্গের কেহ কেহ–বিশেষতঃ মাড়োয়ারীরা–চন্দননগরে গিয়া ইহা করিত। সম্প্রতি ভারতবর্ষে ফরাসী কর্তৃপক্ষ ব্রিটিশ আইনের অনুরূপ আইন পাস করিয়াছেন। অতএব এখন আর ফ্রান্স-অধিকৃত স্থানে গিয়া বাল্যবিবাহ-নিরোধ আইন লঙ্ঘন করা চলিবে না। ফরাসী কর্তৃপক্ষের এই কাজটি বড় ভাল হইয়াছে । ফিলিপাইন দ্বীপপুঞ্জের স্বাধীনতালাভ নিকটতর ত্রিশ-পত্রিশ বংসর আমেরিকার অধীন থাকিবার পূৰ্ব্বেই ফিলিপাইন দ্বীপপুঞ্জ তাহার আভ্যন্তরীণ বিষয়সমূহে আত্মকর্তৃত্ব পাইয়াছিল। ১৯৪৬ সালে তাহার স্বাধীনতালাভ নিশ্চিত হইয়াছিল । সম্প্রতি সেই তারিখ আগাইয়া জানিয়া স্থির করা হইয়াছে, যে, সালে ফিলিপিনোর স্বাধীনতা লাভ করিবে । রবীন্দ্রনাথের একটি স্বপ্রসিদ্ধ গানে আছে— “দিন আগত ঐ, ভারত তবু কই ?” প্রতিধ্বনি উত্তর দেয়, “কই, ভারত তবু কই ?” جع تاسيستانيالات خ নিখিল ভারতীয় প্রাচ্য কনফারেন্সে বাংলা ভাষার স্থান নাই ত্রিবাশুড় রাজ্যের ত্রিবক্স শহরে আগামী ডিসেম্বর মাসে নিথিলভারতীয় প্রাচ্য কনফারেন্স হইবে । তাহাতে যে-সকল ভারতীয় ভাষা ব্যবহৃত হইতে পারিযে, বাংলা তাহাদের মধ্যে স্থান পায় নাই। সংস্কৃতির বাহনরূপে বাংলা ভারতীয় কোন ভাষার নিম্নস্থানীয় নহে। অতএব বাংলার এই অনাদর সমীচীন হয় নাই। তোকিওর বিশ্বশিক্ষা-কনফারেন্সে ভারতীয় প্রতিনিধিবর্গ আগামী আগষ্ট মাসে জাপানের রাজধানী তোকিও নগরে পৃথিবীর সব দেশের শিক্ষা কনফারেন্স বসিবে। তাহার জন্য বোম্বাই হইতে এক দল প্রতিনিধি রওনা হইয়াছেন। প্রতিনিধিদের সংখ্যা ৯ । এই নয় জনের মধ্যে এক জন পুরুষ, তিনি মান্দ্রাজী । বাকী আট জন মহিলা, তন্মধ্যে এক জন মান্দ্ৰাজী মহিলা, সাত জন বোম্বাইয়ের । দলটির নেত্রী এক জন মহিলা । বাংলা হইতে পুরুষ বা মহিলা কেহ যাইবেল কি ? অধ্যাপক কালিদাস নাগকে ছয় মাসের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় হাওয়াঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি বিষয়ে অধ্যাপকতা করিতে পাঠাইয়াছেন । তিনি ফিরিবার পথে বিশ্বশিক্ষাকনফারেন্সে যোগ দিবেন। গোরা সৈন্যদের পাচ বার আহার বর্তমানে ভারতবর্ষে গোরা সৈন্তেরা প্রত্যহ চারি বার আহার করে—অবগু ভারতবর্ষের টাকায় । অতঃপর গবন্মেণ্ট তাহাদিগকে প্রত্যহ পাচ বার থাইতে দিবেন। সিপাহীরা অত বার খায় না, কিন্তু যুদ্ধ পৃথিবীর কোন দেশের সৈন্তদের চেয়ে মন্দ করে না । এক এক জন গোর সৈন্তের জঙ্ক বেতনাদি বাবদে ভারতবর্ষের ব্যয় হয় এক এক জন সিপাহীর জন্য ব্যয়ের চারি গুণ । অতঃপর কত গুণ হইবে ?