পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेछJछे বাখরগঞ্জ মহিলা সম্মেলনে গৃহীত প্রস্তাবসমূহ ঐযুক্ত হেমপ্রভা মজুমদারের নেত্রীত্বে বাখরগঞ্জ মহিলা সম্মেলনে যে-ষে বিষয়ে প্রস্তাব গৃহীত হইয়াছে নীচে তাহার অধিকাংশ মুদ্রিত হইল। (২) কংগ্রেসের নির্দেশ অনুসারে পরিচালিত স্বাধীনতার আহিলে সংগ্রামে যোগদানের জন্ত বাখরগঞ্জের নারীদিগকে আহবান ; (৩) আর্থিক বিষয়ে অনুগ্রহজীবিত্ব হইতে মুক্তি কামনায় কুটিরশিল্পের উন্নতি সাধনের ব্রত গ্রহণ করিবার জন্য নারীজাতিকে অমুরোধ ; (৪) অস্পষ্ঠত দূরীকরণ ; (৫) বালিকাদের জন্য বর্তমানে যে শিক্ষাপদ্ধতি প্রচলিত রহিয়াছে তাহার নিশাবাদ এবং জাতীয়তার ভিত্তিতে উহার সংস্কারসাধনকল্পে আন্দোলন চালাইবার অমুরোধ ; (৬) পল্লীসমূহে অবৈতনিক প্রাথমিক শিল্প-বিদ্যালয় ও ধাত্রী-বিদ্যালয় স্থাপনের দাবী ; (৭) বালবিধবাদের পুনবিবাহ সমর্থন ; (৯) বিনাবিচারে আটক বন্দীদিগকে অবিলম্বে মুক্তি দিবার দাবী; (১০) অনভিপ্রেত শাসনতন্ত্র দেশবাসীর উপর চাপাইয়া দিবার প্রতিবাদস্বরূপ সম্রাটের রাজ্যাভিষেক সম্পর্কিত সমস্ত উৎসব বজ্জনের জন্য দেশবাসীকে অমুরোধ, ও ( ১১ ) সাম্রাজ্যবাদী সংগ্রামের নিন্দাবাদ এবং কংগ্রেস সুভাষ ফণ্ডে অর্থসাহায্য দানের জন্য দেশবাসীকে অমুরোধ । ভোসল সামরিক বিদ্যালয় ডাক্তার বি এস মুঞ্জে নাসিকের সামরিক বিদ্যালয় সম্বন্ধে অন্যাস্ত কথার মধ্যে জনসাধারণকে জানাইয়াছেন, আমরা আগামী ১৪ই অক্টোবর বৃহস্পতিবার শুভ দশের দিন হইতে অশ্বারোহণ ও রাইফেল দ্বারা লক্ষ্যভেদ শিক্ষার কার্ষ্য আরম্ভ করিতে পারিব বলিয়া আশা করি। ১৫ই জুন হইতে ভোসল সামরিক বিদ্যালয় খোলা হইবে । যাহার এই স্কুলে ভৰ্ত্তি হইতে চাহেন, তাহাদিগকে দরখাস্ত করিবার জন্ত অমুরোধ করা যাইতেছে —ইউনাইটেড প্রেস এই বিদ্যালয়ে বাঙালী হিন্দু ছাত্রেরাও ভৰ্ত্তি হইতে পারেন । র্তাহারাও দরখাস্ত করুন । রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেক ইংলণ্ডে রাজা ষষ্ঠ জজের রাজ্যাভিষেক খুব ধূমধামের সহিত হইয়াছে। সেখানে বক্তৃতায়, কাগজেপত্রে, ছবিতে সিংহাসনত্যাগী রাজা অষ্টম এডোয়ার্ডকে মুছিয়া ফেলা হইয়াছে—যেন একটা গোপনীয় উন্থ ষড়যন্ত্রের দ্বারা ইহা করা বিবিধ প্রসঙ্গ—বঙ্গের মাধ্যমিক শিক্ষণ বিল Nථිෆ হইয়াছে। কিন্তু বহু ইংরেজ পুরুষ ও নারী নিশ্চয়ই । মনে অষ্টম এডোয়ার্ডের কথা ভাবিয়াছে। ব্রিটেনে সাধারণতন্ত্রবাদী লোক আছে, সমাজতান্ত্রি আছে, কমুনিষ্টও আছে। কিন্তু মোটের উপর তাহাড়ে ংখ্যা কম, বেশীর ভাগ লোক রাজা চায়। সুতরাং মা মনে অষ্টম এডোয়ার্ডের জন্য দুঃখ করিলেও, ষষ্ঠ জজে' রাজ্যাভিষেক উৎসবে আস্তরিক সুখ ও রাজামুগত্য ব্রিটে.ে বিস্তর লোক অনুভব করিয়াছে। ডোমীনিয়নগুলিতে অর্থাৎ স্বরাজ্যের অধিকারভোগী দেশসমূহে, শ্বেতকায়ের মালিক । ইংলণ্ডের রাজা তাহাদের উপর প্রভুত্ব করেন ন ও প্রভুত্ব চালান না । সুতরাং তাঁহাদের তাহার উপর অসন্তুষ্ট হইবার কারণ নাই । ভারতবর্ষের কথা স্বতন্ত্র । এখানে বড়লাট ভারতীয়দের নিকট হক্টতে প্রতিনিধিত্বের কোন অধিকার না-পাইয়াও তাহাদের পক্ষ হইতে অনেক কথা বলিয়াছেন। ভারত গবন্মেণ্টের বাণিজ্য-সচিব সৰ্ব জাফরুল্লা খাণ্ড তাহা করিয়াছেন । এই সকল কথার মূল্য সবাই বুঝে। তৎসমুদয়ের সমালোচনা করা নিম্প্রয়োজন । ভারতবর্ষের লোকের রাজা ষষ্ঠ জজের রাজ্যাভিষেক উংসবের সময় তাহার প্রতি কোন অসৌজন্য করিতে বা তাহাকে অসম্মান দেখাইতে আস্তরিক অনিচ্ছা ! পোষণ করে। কিন্তু তাহারা আপনাদের মনুষ্যোচিত অধিকার ও মর্যাদা রক্ষা করিতে চায়। তাহা করিবার ; অধিকার তাহাদের আছে। এই উদ্বেপ্তে ভারতবর্ষের । প্রধান রাষ্ট্রনৈতিক সভা কংগ্রেস, কারণ দেখাইয়া, সকলকে রাজ্যাভিষেক উৎসবে যোগ দিতে নিষেধ করিয়াছে। কলিকাতা, হাবড়, এবং অন্ত কোন কোন মিউনিসিপালিটি প্রকাশু প্রস্তাব দ্বারা রাজ্যাভিষেক উৎসব বর্জন করিয়াছে। মন্ত্রপাঠ, হোম, পূজা, আতসবাজী, কাঙালীভোজন, জনতা ভারতবর্ষেও হইবে। তাহার অর্থ ও মূল্য চিস্তাশীল লোকেরা সবাই বুঝে । বঙ্গের মাধ্যমিক শিক্ষা বিল বঙ্গের মাধ্যমিক শিক্ষা বিল গোপনে গোপনে প্রস্তুত হইয়াছে। শিক্ষাবিভাগের বড় কৰ্ম্মচারীরা—সবাই ব৷