পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশষণঢ় জন্মদিন Nరి(S গান গেয়ে গেয়ে চলে যায়, পথে পথে এই নদীয়ায়’, কথা এখানে বলিবার চেষ্টা করিয়াছি। আর কিছুর না হউক, পতিতোদ্ধারিণী গঙ্গে’, ‘মহাসিন্ধুর ওপার হাতে, প্রভৃতি র্তাহার দুই হাতের এই দুষ্ট দিকের অনুষ্ঠত দানই রচনা তাহার সাক্ষী। আমরা কবির যে বৈশিষ্ট্য—হাসির কবিকে বঙ্গসাহিত্যে অমর করির রাখিবে, গুহা আমাদের গান, ও কবিতা এবং দেশপ্রীতির কথা বলিয়াছিলাম, তাহারই বিশ্বাস । জন্মদিন - -V تــه শ্রমেত্ৰেয়ী দেবী বসস্তে স্বনার প্রাতে প্রকাশের বেদনাতে, উদ্বেলিত বুক যে-পুষ্প আলোতে তুলে মুপ রুক্ষ বৃক্ষশাপা হ’তে অপূৰ্ব্ব অমৃত দিকে দিকে করে উৎসারিত সে কি জানে কোথা হ’তে এল এচ সুখ প্রতিক্ষণে বিকাশ উন্মুখ কেন এই কোপ্পকের তলে সুগন্ধ উছলে ? ওরুশ{থ চেয়ে রসু এ-কুমুম তার € •য় এই রূপ নয়নাভিরাম কে জাগাল বৃন্তে তার জানে না সে নাম--- অস্তরে গোপন ছিল অনস্তের ধন প্রভাত-কিরণ আর বসন্ত-সমীরে সে ঐশ্বধ্যে পূর্ণ করে মুগ্ধ বনানীরে । আমার অন্তর হতে বহিরিয়া এল যে রতন এমনি আশ্চৰ্য্য তবু মহে শুধু পুষ্পের মতন । এ বিকাশ শুধু নয় ক্ষণিকের তরে নিখিল চাহিয়া আছে এরি মুখ’পরে । অপুৰ্ব্ব এ দান পুলকিত কfর দিল তন্তু মন প্রাণ অস্তরের মাঝে এল একান্ত আমার এই তবু শেয নহে তাৰ । শুধু প্রকাশের লাগি এ প্রকাশ ময় আপনাতে ফুটে-ওঠা আপেন বিস্ময় । নব নব অর্থভর প্রাণ অন্তহীন সুখে দুখে বিকশিতে হবে প্রতিদিন । বক্ষে তার পূর্ণ আছে অক্ষয় ভাণ্ডার সমাপ্তি হবে না কভু তার । ধাহা লয়ে আসিয়াড়ে যাহা আছে বাকী মিথিল পরম মুথে ভরিকে সে ফ:fক । রূপে গন্ধে গানে আনন্দ অমৃত তার ভfর দিবে প্রাণে । সে ঐশ্বৰ্য্য চিত্তে তাব নূতন সৌরভে নব নব রূপ লবে আপন গৌরবে । পরিপূর্ণ প্রাণ প্রত্যহ ফিরাতে হবে নিখিলের দান । আজিকার শুভদিন আজিকার নয় নব নব কৰ্ম্মে তার হবে পরিচয় । আমার অন্তর হতে এই জন্ম তার নিত্য নব রূপ নিক আনন্দে অপার— হে বৎস নবীন, প্রত্যহ সার্থক হোক তব জন্মদিন ।